হলদিয়া পেট্রোকেমিক্যালসের বিতর্কিত ১৫.৫ কোটি শেয়ার বিক্রি করতে কলকাতা হাইকোর্টের রায়ের উপর স্থগিতাদেশ জারি করে ফের তাদের কাছেই মামলা ফেরত পাঠাল সুপ্রিম কোর্ট। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, শুক্রবার এই স্থগিতাদেশ দেন বিচারপতি জি এস সিঙ্ঘভি ও বিচারপতি ভি গোপাল গৌড়ার বেঞ্চ। শীর্ষ আদালতে চ্যাটার্জি পেট্রোকেম (মরিশাস) ও অন্যান্যদের দায়ের করা আবেদনের ভিত্তিতেই এই সিদ্ধান্ত নিয়েছে তারা। চ্যাটার্জি গোষ্ঠীর আইনজীবী জানান, কলকাতা হাইকোর্টের এক বিচারপতির বেঞ্চে আবার এই মামলা ফেরত পাঠিয়েছে সুপ্রিম কোর্ট।
সম্প্রতি রাজ্য সরকার পেট্রোকেমের ৬৭.৫ কোটি শেয়ার বিক্রির জন্য নিলামে তুলেছিল। তার মধ্যে ছিল ওই ১৫.৫ কোটি শেয়ারও। নিলামে দরপত্র দিয়েছে শুধুমাত্র রাষ্ট্রায়ত্ত ইন্ডিয়ান অয়েল।
উল্লেখ্য, পেট্রোকেমে মালিকানা ঘিরে বিবাদের শুরু প্রায় জন্মলগ্ন থেকেই। যত পরিমাণ শেয়ার বাজারে বেচে টাকা তোলার কথা ছিল, তা তখন বাজারে ছাড়া যায়নি। কারণ, এশিয়ার বাজারে ধস। ফলে ওই টাকা ধার করে সংস্থা। সেই ঋণেরই জটিল প্রক্রিয়ার অংশ হিসেবে ২০০২-এ শিল্পোন্নয়ন নিগম ১৫.৫ কোটি শেয়ার দেয় চ্যাটার্জি গোষ্ঠীর সংস্থা চ্যাটার্জি পেট্রোকেম (মরিশাস)-কে। কিন্তু ওই শেয়ার আবার তারা বন্ধক রাখে নিগমের কাছেই।
২০১২-র শুরুর দিক পর্যন্ত পেট্রোকেমের খাতায় ওই শেয়ার কোনও মালিকের নামেই দেখানো ছিল না। কিন্তু সে বছরই তার মালিকানা নিগমের নামে দেখানো হয়। আদালতে আগে থেকেই চালু বিবাদে জায়গা করে নেয় এর বিরোধিতাও। চ্যাটার্জিদের প্রশ্ন ছিল, তারা দায় মিটিয়েছেন। এ নিয়ে মামলা চলছে। তারপরও ওই শেয়ার কী ভাবে নিজের বলে দাবি করে রাজ্য? আবার রাজ্যের বক্তব্য, যাঁরা কিনবেন, তাঁরা সব জেনেই কিনবেন। আদালত যদি বলে ওই শেয়ার চ্যাটার্জিদের, তা হলে তাঁরাই তা পাবেন। আদালত যে প্রক্রিয়া নির্দিষ্ট করে দেবে, সেটিই তখন মানা হবে। এ দিন সেই শেয়ার বিক্রিতেই স্থগিতাদেশ দেওয়া হল। |