রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়ের নিজের জেলায় এ বার কংগ্রেসের সংগঠনে সরাসরি যুক্ত হচ্ছে তাঁর পুত্রবধূ চিত্রলেখা মুখোপাধ্যায়ের নাম। যে জেলা থেকেই আগে বিধায়ক হয়েছিলেন প্রণব-পুত্র অভিজিৎ।
অভিজিতের স্ত্রী চিত্রলেখাকে বীরভূম জেলা সহ-সভানেত্রী পদের দায়িত্ব দিল কংগ্রেস। বীরভূম জেলা কংগ্রেস সভাপতি সৈয়দ সিরাজ জিমি কিছু দিন আগে এই ব্যাপারে প্রস্তাব পাঠিয়েছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি প্রদীপ ভট্টাচার্যের কাছে। দলে আলোচনা করে প্রদীপবাবু প্রস্তাব অনুমোদন করেছেন।
চিত্রলেখার স্বামী এবং মুর্শিদাবাদের জঙ্গিপুর কেন্দ্রের সাংসদ অভিজিৎ আগে বীরভূমের নলহাটি থেকে বিধায়ক ছিলেন। প্রণববাবুর শৈশবও কেটেছে বীরভূমেরই মিরাটি গ্রামে। এখনও ফি-বছর সেই বাড়িতে দুর্গাপুজোর সময় হাজির থাকেন রাষ্ট্রপতি। এই পরিস্থিতিতে বীরভূম জেলায় চিত্রলেখাকে সহ-সভানেত্রী করার সিদ্ধান্ত নতুন জল্পনা উস্কে দিয়েছে রাজনৈতিক শিবিরে। প্রশ্ন উঠেছে, তা হলে কি প্রণবের পুত্রবধূও সংসদীয় রাজনীতিতে আসছেন?
এ ব্যাপারে চিত্রলেখার বক্তব্য, “বরাবরই রাজনীতি আমার প্যাশন! ভবিষ্যতে কী হবে, জানি না। সবই রাজনৈতিক পরিস্থিতির উপরে নির্ভরশীল। এটুকু বলতে পারি, বীরভূমে কংগ্রেসের সংগঠন মজবুত করাই এখন আমার অগ্রাধিকার।” অভিজিৎ যখন গত বিধানসভা নির্বাচনে নলহাটি থেকে লড়েছিলেন, তখন তাঁর প্রচারের দায়িত্ব সামলেছিলেন মূলত তাঁর স্ত্রীই।
চিত্রলেখাদেবীর হাতে জেলার সাংগঠনিক দায়িত্ব তুলে দেওয়ার পাশাপাশি প্রণববাবুর মেয়ে শর্মিষ্ঠার লোকসভা ভোটে প্রার্থী হওয়ার সম্ভাবনা নিয়েও ইদানীং জল্পনা শুরু হয়েছে কংগ্রেসের অন্দরে। তবে রাজ্য নেতারা এ ব্যাপারে বল ঠেলে দিচ্ছেন দলীয় হাইকম্যান্ডের কোর্টে। তবে রাজ্য কংগ্রেস নেতারা স্বীকার করে নিচ্ছেন, আগামী দিনে প্রণববাবুর পরিবারের সদস্যেরা যে রাজনীতিতে আরও সক্রিয় হবেন, সে বিষয়ে সন্দেহ নেই।
প্রণববাবুর পরিবার এখন বীরভূমের উপরে যে বিশেষ নজর দিচ্ছে, তা-ও পরিষ্কার। লোকসভা উপনির্বাচনে অভিজিৎ জঙ্গিপুর কেন্দ্র থেকে মাত্র আড়াই হাজার ভোটে জেতেন। তখনই মুর্শিদাবাদের জেলা কংগ্রেস সভাপতি তথা রেল প্রতিমন্ত্রী অধীর চৌধুরী কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধীর সঙ্গে দেখা করে আশঙ্কা প্রকাশ করেছিলেন, পরের বার ওই কেন্দ্র থেকে অভিজিতের জেতা সহজ না-ও হতে পারে। এ সব কারণেই এমন কৌতূহলও তৈরি হয়েছে যে, তা হলে কি আসন পরিবর্তন করে বীরভূমের কোনও কেন্দ্র থেকে লড়বেন অভিজিৎ?
প্রদীপ ভট্টাচার্যের কথায়, “এ ব্যাপারে এখনও কোনও আলোচনা হয়নি দলে।” |