ঝুলন্ত অবস্থায় এক যুবকের দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার ভোরে করিমপুরের নাটনার এই ঘটনায় মৃতের নাম প্রবীর পাল (২৫)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে ওই যুবকের স্ত্রী সুজাতা পালের অস্বাভাবিক মৃত্যু হয়েছিল। অবশ্য সেই ঘটনার কোনও অভিযোগ দায়ের হয়নি। সেই ঘটনার পরই বৃহস্পতিবার ভোরে প্রবীরবাবুকে ঝুলন্ত অবস্থায় দেখেন স্থানীয় বাসিন্দারা। কয়েক মাস আগেই বিয়ে হয়েছিল ওই দম্পতির। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান পারিবারিক বিবাদের কারণেই এই ঘটনা। পুলিস জানিয়েছে কী কারণে ওই যুবক আত্মহত্যা করেছেন তা জানতে তদন্ত শুরু হয়েছে।
|
গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। বুধবার রাতে কৃষ্ণনদরের ৩৪ নম্বর জাতীয় সড়কের এই দুর্ঘটনায় মৃতের নাম আবিরলাল চট্টোপাধ্যায় (২৫)। তিনি কৃষ্ণনগরের নেদেরপাড়ার বাসিন্দা। শক্তিনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া পথেই মৃত্যু হয় ওই ব্যক্তির। অন্য দিকে, ট্রাক্টরের ধাক্কায় বৃহস্পতিবার সকালে মৃত্যু হল আয়েশা খাতুন (১৩) নামে এক কিশোরীর। সে রঘুনাথগঞ্জের বাণীপুর গ্রামের বাসিন্দা।
|
সাঁতার শিখতে গিয়ে মৃত্যু হল এক স্কুল ছাত্রীর। বৃহস্পতিবার বেলডাঙার দহেরধার গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃত রেখা পাল স্থানীয় অখণ্ডানন্দ বালিকা বিদ্যালয়ের ছাত্রী। মৃতের বাবা জানান, এ দিন দুই বন্ধুর সঙ্গে পুকুরে সাঁতার শিখছিল রেখা। হঠাৎই জলে তলিয়ে যায় সে।
|
বিবাহ বহির্ভূত সম্পর্কে বাধা দিয়েছিলেন স্বামী। তাই ‘প্রেমিক’কে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। বুধবার রাতে হরিহরপাড়ার কেদারতলা গ্রামের ঘটনা। জখম তহিদুল্লা শেখ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর স্ত্রীকে পুলিশ গ্রেফতার করেছে।
|
গরু পাচারের অভিযোগে ছয় ব্যক্তিকে গ্রেফতার করল চাপড়া থানার পুলিশ। বুধবার রাতে বাংলাদেশ সীমান্ত সংলগ্ন জিধা গ্রামের ঘটনা। উদ্ধার হয়েছে দশটি গরুও। ধৃতরা নাকাশিপাড়া ও চাপড়ার বাসিন্দা। |