|
|
|
|
থিমের টেক্কায় জমজমাট তমলুকের কালীপুজো |
নিজস্ব সংবাদদাতা • তমলুক |
কোথাও বিশ্ব উষ্ণায়নের বিপদ সম্পর্কে সাবধানবাণী, আবার কোথাও বিষয় একান্নবর্তী পরিবার ভেঙে যাওয়ায় বৃদ্ধাশ্রমে বাবা-মায়ের করুণ দশার কাহিনী। থিমের আড়ালে এ যেন অন্য পুজো। থিমকে সমসাময়িক নানা সমস্যার আয়না হিসেবে তুলে ধরার মাধ্যমে এ বার অন্য মাত্রা পেয়েছে তমলুকের কালীপুজো। শক্তি আরাধনার অন্যতম পীঠস্থান তমলুক শহরের কালীপুজোয় বরাবরই জাঁকটা বেশি। এ বার মণ্ডপ, প্রতিমা ও আলোর সাজে একে অপরকে টেক্কা দিতে ক্লাবগুলির লড়াই জমে উঠেছে। তমলুকের বাদামতলায় উত্তরায়ণ ক্লাবের কালী পুজো এবার পা দিয়েছে ৪২তম বছরে। থিম উষ্ণায়নের বিরুদ্ধে সবুজের অভিযান। মণ্ডপসজ্জায় তুলে ধরা হচ্ছে উষ্ণায়নের জেরে বিশাল বৃক্ষ ও তৃণরাজির শুকিয়ে যাওয়ার ছবি ও তা থেকে বাঁচতে সবুজায়নের গুরুত্ব। মণ্ডপ সজ্জা করছেন রাষ্ট্রপতি পুরষ্কার প্রাপ্ত শিল্পী গৌরাঙ্গ কুইল্যা। ক্লাবের সম্পাদক প্রহ্লাদ ভট্টাচার্য জানান, “উষ্ণায়নের বিপদ ও তাঁর বিরুদ্ধে লড়াইয়ে সবুজায়নের গুরুত্ব তুলে ধরেই আমাদের মণ্ডপসজ্জা করা হয়েছে।” শহরের স্টেডিয়াম গেটে কিশোর সঙ্ঘের পূজা এ বার পা দিয়েছে ৪৩তম বর্ষে। পুজোর থিম নারী শক্তির জয়। মণ্ডপসজ্জায় ব্যবহার করা হয়েছে প্রায় তিন কোটি রঙিন চুড়ি। সতীর একান্ন পীঠের প্রতীকী রূপ ছাড়াও তুলে ধরা হয়েছে একটি পীঠের বিশেষ রূপ। মণ্ডপের ভিতরে থাকছে শ্যামা মায়ের সাবেকি রূপের প্রতিমা। ক্লাবের সম্পাদক বাচ্চু সামন্ত জানান, “নারী শক্তির মহিমা তুলে ধরতেই এবারের মণ্ডপসজ্জা করা হয়েছে।” শহরের হাসপাতাল মোড়ে এবারও বিগ বাজেটের কালীপূজা করছে ফাইভ স্টার ক্লাব। প্রতিমা হচ্ছে আমেরিকান হীরে দিয়ে। |
|
মালিজঙ্গল পল্লির থিম সবুজের বেশে...বিরসা মুন্ডার দেশে। —নিজস্ব চিত্র। |
পুরনো দিনের রাজপ্রাসাদের নাচমহলের ভিতর কেমন ছিল, তাই ফুটিয়ে তোলা হবে মণ্ডপসজ্জায় বলে জানান ক্লাবের সভাপতি চঞ্চল খাঁড়া। মণ্ডপে থাকছে ভেঙে পড়া কারুকার্যময় ঝাড়বাতির আলো।
তমলুক শহরের চলন্তিকা পাড়ায় স্ট্রেল্লা রোজা ক্লাবের ৩০ বছরে পা দেওয়া কালী পুজোয় এবারের থিম বৃদ্ধাশ্রম। মণ্ডপসজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে একান্নবর্তী পরিবার ভেঙে ছোট পরিবার গড়তে গিয়ে বৃদ্ধ বাবা-মায়েদের করুণ দশার কাহিনী। ক্লাবের সম্পাদক অশোক মাইতি জানান, “সংসার থেকে বৃদ্ধ মায়েদের বঞ্চিত করে বৃদ্ধাশ্রমে রাখার কু-প্রবণতার বিরুদ্ধে প্রতিবাদ জানাতেই আমাদেরএই থিম।” মণ্ডপসজ্জায় থাকছে মাতৃজঠর থেকে সন্তানের জন্মগ্রহণ, তাঁরপর বাবা-মার হাতে সন্তানের প্রতিপালন আর শেষে সেই সন্তানের থেকেই বিচ্ছেদের কাহিনী। শহরের মালিজঙ্গল পল্লি ক্রিকেট ক্লাবের পুজোর থিম সবুজ অরণ্যে ঘেরা বীরসা মুণ্ডার গ্রাম। মণ্ডপ সজ্জায় ফুটিয়ে তোলা হয়েছে লতাপাতা সহ সবুজ গাছপালা ঘেরা বীরসা মুন্ডার গ্রামের চালচিত্র। মণ্ডপে থাকছে শিল্পী রামকিঙ্কর বেজের আঁকা আদিবাসীদের মূর্তির আদলে প্লাস্টার অফ প্যারিসের তৈরি আদিবাসীদের শিকার ধরা, অরণ্যে গাছকাটা রুখতে প্রয়াস সহ দৈনন্দিন জীবনের নানা মুহূর্তের মূর্তি, খড়ের বাড়ি, বাঁশগাছ ও লতাপাতায় মোড়া সবুজ পৃথিবীর মডেল। মণ্ডপের প্রবেশ পথে থাকছে বীরসা মুণ্ডার মূর্তি। ক্লাবের সম্পাদক রনেন্দ্রনাথ মালাকার জানান, “সবুজায়নের গুরুত্ব বোঝাতেই প্রতীকীভাবে বীরসা মুন্ডাদের গ্রামের কাহিনী তুলে ধরা হয়েছে।” সব মিলিয়ে এ বারও জাঁকজমক করে আলোর উৎসব পালনের জন্য প্রস্তুত তমলুক। |
|
|
|
|
|