হুমকি অগ্রাহ্য করে জঙ্গিকরের বিরুদ্ধে সমাবেশ ডিমাপুরে
শেষ অবধি নজির গড়লেন ডিমাপুরবাসী। গত ছ’দশক ধরে চলতে থাকা জঙ্গি করের বিরুদ্ধে, জঙ্গিদের সমস্ত হুমকি অগ্রাহ্য করে ডিমাপুরে ১০ হাজার নাগরিক একজোট হলেন। জানিয়ে দিলেন, আর জঙ্গিকর নয়। উল্লেখ্য, রাজ্য সরকারও জঙ্গিকরের হাত থেকে তার নাগরিকদের রক্ষা করতে ব্যর্থ। আরও স্পষ্ট করে বলা যায়, নাগরিক সুরক্ষায় রাজ্য কোনও চেষ্টাই করেনি।
উল্লেখ্য, নাগাল্যান্ডের ছ’টি জঙ্গি সংগঠন চাকুরিজীবি ও ব্যবসায়ীদের কাছ থেকে আয়ের প্রায় ২০ শতাংশ অবধি কর হিসেবে আদায় করে। জঙ্গিদের এমন তোলাবাজির গালভরা নাম ‘নাগা জাতীয়তাবাদের স্বার্থে চাঁদা প্রদান’। কিন্তু ক্রমাগত জঙ্গি করে অতিষ্ঠ ডিমাপুরবাসী কর আদায়ের বিরুদ্ধে একটি যৌথ মঞ্চ গড়ে তোলেন। সেই মঞ্চের পক্ষ থেকে পাঁচদিন ধরে স্বাক্ষর সংগ্রহ অভিযান চালানো হয়। ডাক দেওয়া হয় গণ-সমাবেশের। কিন্তু এনএসসিএন (আইএম) জঙ্গিরা সব হোর্ডিং ছিঁড়ে ফেলে ঘোষণা করেছিল, রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এই কর্মসূচি ও কর আদায়ের বিরুদ্ধে কোনও সমাবেশ করা চলবে না।
এতদিন এমন হুমকির মুখে গুটিয়ে যাওয়াটাই ছিল নাগাল্যান্ডের দস্তুর। কিন্তু যৌথ মঞ্চ গত কালই ঘোষণা করে, তারা জনসভা করবেই। আজ ডিমাপুর সিটি টাওয়ারের সামনে নাগাল্যান্ডের সর্বস্তরের মানুষ, বিভিন্ন সংগঠনের সদস্যরা হাজির হন। প্রায় দশ হাজারি জনসভায় সকলে সমস্বরে জঙ্গি অত্যাচার, অন্যায় তোলাবাজি ও সরকারি দুর্নীতির বিরুদ্ধে সরব হয়। মঞ্চ থেকে দাবি তোলা হয়, মুখ্যমন্ত্রীর দফতর থেকে শুরু করে সব দফতরে স্বচ্ছতা আনতে হবে। সরকারি কর্মীদের মানুষের কাছে জবাবদিহি করতে হবে। জঙ্গিদের কর দেওয়া হবে না--এমন ঘোষণা অবশ্য করা হয়নি। তবে জঙ্গি সংগঠনগুলিকে বলা হয়েছে যথেচ্ছ কর চাপালে চলবে না। নিয়ম মেনে কর আদায় করা হোক। ১৯৫১ সালে নাগাল্যান্ডে যেমন গণভোটের আয়োজন হয়েছিল, তেমনই গণভোট করার দাবিও তুলেছে আম জনতা। রাজ্যের প্রধান বিরোধী দল কংগ্রেসও এই জনসভাকে সমর্থন জানায়।
নাগাল্যান্ডের স্বরাষ্ট্রমন্ত্রী জি কাইতো আয়ে এই ব্যতিক্রমী জনসভা প্রসঙ্গে বলেন, “মানুষের দাবির প্রতি আমরাও সহানুভূতিশীল। আজকের জনসভার ব্যাপারে মুখ্যমন্ত্রীকে বিশদে জানানো হবে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.