তোমার আচরণ নিয়ে হাজার শব্দে সমালোচনামূলক একটি চিঠি লেখো পঞ্চম শ্রেণির ছাত্রকে বলেছিলেন তার শিক্ষক। ছেলেটি পারেনি। তাতেই রেগে আগুন শিক্ষক। সোজা বলে দিলেন, “এটাও পারো না? তোমার তো এখান থেকে ঝাঁপ মেরে মরে যাওয়া উচিত।” ছেলেটির ক্লাসরুম ৩০ তলায়। শিক্ষকের নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করে সে। শেষমেশ ৩০ তলা থেকে লাফিয়ে সোজা একটি দাঁড়িয়ে থাকা গাড়ির উপরে মুখ থুবড়ে পড়ে প্রাণ হারিয়েছে বছর দশেকের ছেলেটি। ৩০ তলা ওই বাড়িরই একটি তলায় থাকে ছেলেটির পরিবার। চিনের জিনজিয়াং জেলার শ্যেংদু শহরে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার। ছেলেটির আত্মীয়দের অভিযোগ, শিক্ষকই তাকে বাধ্য করেছেন ঝাঁপ মারতে। স্কুলের বাইরে বিক্ষোভ দেখিয়েছে তার পরিবার। আর স্কুল কর্তৃপক্ষ বলছেন, এটা নিছকই দুর্ঘটনা। তাতেই ছেলেটির মৃত্যু হয়েছে। তা ছাড়া ক্লাসে মন না দিয়ে ছেলেটি তার বন্ধুদের সঙ্গে গণ্ডগোল করছিল। তাই তাদের নিজের আচরণ সম্পর্কে লিখতে দেওয়া হয়েছিল। চিনের স্কুলগুলোয় এমনিতেই নিয়মকানুনের কড়াকড়ি যথেষ্ট বেশি। শুধু স্কুল নয়, খেলাধুলো বা যে কোনও প্রতিযোগিতায় সেরার শিরোপা পেতেই হবে, এমন ভাবেই ছোট বাচ্চাদের প্রথম থেকে শেখানো হয়। বলা হয়, এটাই তোমার সংস্কৃতি। এটাই ঐতিহ্য। সেই চাপ শিশুমনে মারাত্মক প্রভাব পড়ে। এই ছেলেটি ঝাঁপ দেওয়ার আগে নিজের পাঠ্য বইয়ে লিখে গিয়েছে, “আমি পারলাম না স্যর।”
|
পাকিস্তানের মাটিতে ফের ড্রোন হামলা চালাল আমেরিকা। পাক গোয়েন্দা কর্তাদের দাবি, বৃহস্পতিবার ওয়াজিরিস্তানে এই হামলায় তিন জন নিহত হয়েছেন। জখম আরও তিন জন। সম্প্রতি ওয়াশিংটনে গিয়ে প্রেসিডেন্ট বারাক ওবামাকে ড্রোন হানা বন্ধের আবেদন জানিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ। কিছু দিন আগে পাকিস্তান এবং ইয়েমেনে ড্রোন হামলার বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছে মানবাধিকার । তার পরেও আমেরিকা এই ড্রোন হামলা চালানোয় তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। হামলার নিন্দা করেছে ইসলামাবাদ। পাক গোয়েন্দা সংস্থা জানিয়েছে, নিহত তিন জন জঙ্গি হওয়ার সম্ভাবনাই বেশি। ওয়াজিরিস্তান বহু দিন তালিবান এবং আল কায়দার শক্ত ঘাঁটি। তা ভাঙতে সেখানে ড্রোন হামলা চালাচ্ছে আমেরিকা। বুধবারই বালুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় সাইকেল বোমা ফেটে নিহত হন ৪ জন।
|
সময়সীমা পেরোনোর আগেই রাসায়নিক অস্ত্র উৎপাদনের যাবতীয় উপকরণ ধ্বংস করল সিরিয়া। এ জন্য ১ নভেম্বর পর্যন্ত সিরিয়াকে সময় দিয়েছিল রাসায়নিক অস্ত্র বিরোধী সংস্থা(ওপিসিডব্লিউ)। এর ফলে নতুন করে আর রাসায়নিক অস্ত্র ও মারণ গ্যাস তৈরি করতে পারবে না ওই দেশ। আন্তর্জাতিক পর্যবেক্ষকদের মতে, এখনও সিরিয়ায় প্রায় হাজার মেট্রিক টন মাস্টার্ড গ্যাস ও সারিনের মতো নার্ভ গ্যাস রয়েছে। ২০১৪ সালের মাঝামাঝি তা-ও নষ্ট করতে হবে সিরিয়াকে। সেটা কী ভাবে হবে, তার পরিকল্পনা ওপিসিডব্লিউ-র কাছে জমা দিয়েছে সিরিয়া।
|
আশ্রয় আগেই পেয়েছিলেন, এ বার রাশিয়ায় চাকরিও পেলেন এডওয়ার্ড স্নোডেন। তবে কোন সংস্থায় চাকরি পেয়েছেন তা নিরাপত্তার খাতিরে জানায়নি রুশ সংবাদ সংস্থা। রাশিয়ার জনপ্রিয় সোশ্যাল নেটওয়ার্কিং ওয়েবসাইটে তিনি যোগ দিয়েছেন বলে দাবি।
|