টুকরো খবর
চাঁদার জুলুম, মার ব্যবসায়ীকে
পুজো উদ্যোক্তাদের একাংশের দাবি মতো শাড়ি দিতে না পারায় বাড়িতে চড়াও হয়ে এক বিড়ি ব্যবসায়ীকে মারধরের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। মঙ্গলবার রাতে চাকদহের কে বি এমের ৩ নম্বর কালীবাড়ি এলাকার ওই ঘটনার পর মনোতোষ দাম নামে ওই ব্যবসায়ীকে চাকদহ স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। কল্যাণীর এসডিপিও চন্দ্রশেখর বর্ধন বলেন, “একটি মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তদের খোঁজ চলছে।” পুজো উদ্যোক্তাদের সঙ্গে যোগাযোগ করা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, কালীপুজোয় মনোতোষবাবুর কাছে দশটি শাড়ি চান পুজো উদ্যোক্তাদের একাংশ। মনোতোষবাবুর দাবি, তিনি গোটা তিনেক শাড়ি দিতে রাজি হয়েছিলেন। অভিযোগ, সেই রাগেই মঙ্গলবার রাতে স্থানীয় তিন যুবক তাঁর বাড়িতে চড়াও হয়ে তাঁকে মারধর করে। বাধা দিলে তাঁর বৃদ্ধা মাকেও ধাক্কা মেরে ফেলে দেয়।

নাবালিকাকে ধর্ষণের চেষ্টার নালিশ
এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল। বুধবার সকালে বড়ঞার মানসরার এই ঘটনায় স্থানীয় এক যুবকের নামে অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত সুজিত ঘোষ অবশ্য পলাতক। পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে ধরতে তল্লাশি শুরু হয়েছে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে মায়ের সঙ্গে পুকুরে স্নান করতে গিয়েছিল নবম শ্রেণির ওই ছাত্রীটি। পরে মেয়েটি প্রাতঃকৃত্য সারতে বাগানে যায়। মেয়ে অনেকক্ষণ পরও না ফেরায় খোঁজ শুরু করেন মা। দেখা যায় মেয়েটি পাশের ধানখেতে সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছে। পরে তাকে উদ্ধার করে কান্দি মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। জ্ঞান ফিরলে মেয়েটি মাকে ঘটনার কথা জানায়। এরপরই পুলিশে অভিযোগ দায়ের করে মেয়েটির পরিবার। পুলিশ জানিয়েছে ঘটনার তদন্ত শুরু হয়েছে।

অপমৃত্যু মহিলার
অপমৃত্যু হয়েছে এক মহিলার। মঙ্গলবার দুপুরে রঘুনাথগঞ্জের নিসতা গ্রামের এই ঘটনায় মৃতের নাম পূর্ণিমা মণ্ডল (৩০)। পুলিশ ও মৃতার পরিবার সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরেই স্বামীর সঙ্গে অশান্তি চলছিল ওই মহিলার। মঙ্গলবার রাতে পূর্ণিমাদেবী হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতে সেখানেই মারা যান তিনি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান কীটনাশক খেয়ে আত্মঘাতী হয়েছেন ওই মহিলা।

দুর্ঘটনায় মৃত্যু
দু’টি অটোর রেষারেষির শিকার হলেন এক ব্যক্তি। পুলিশ জানিয়েছে, বুধবার সৌমেন বাড়ুই (৪৫) নামে ওই ব্যক্তি বর্ধমানের অর্জুনপুর থেকে রঘুনাথগঞ্জে শ্বশুরবাড়িতে আসছিলেন। উমরপুর থেকে অটোয় ওঠেন তিনি। দু’টি অটোর রেষারেষিতে জখম হন সৌমেনবাবু। জঙ্গিপুর হাসপাতালে ভর্তির আধ ঘণ্টা পর মারা যান সৌমেনবাবু।

চুরির চেষ্টা, ধৃত
চুরির চেষ্টার অভিযোগে তিনজনকে গ্রেফতার করল পুলিশ। গত সোমবার রাতে চুরির চেষ্টার অভিযোগে করিমপুরের আনন্দপল্লি এলাকা থেকে বিশু মোল্লা নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছিল। তাকে জিজ্ঞাসাবাদ করে মহসিন মণ্ডল ও আব্বাস মণ্ডল নামে আরও দু’জনকে গ্রেফতার করা হয়। পুলিশ জানিয়েছে, ধৃতরা ডোমকলের কামড়দেয়াড় ও নিশ্চিন্তপুরের বাসিন্দা।

জিতল সর্বাঙ্গপুর
বুধবার শাহজাদপুর মিলন সঙ্ঘ আয়োজিত এক দিনের নক আউট পর্যায়ের ফুটবল খেলায় হরিহরপাড়ার শাহজাদপুর মিলন সংঘকে ৪-৩ গোলে হারাল হরিহরপাড়ার সর্বাঙ্গপুর ডাঙাপাড়া ভাই ভাই ক্লাব।

মণ্ডপের পথে। বহরমপুরে গৌতম প্রামাণিকের তোলা ছবি।

কৃষ্ণনগর জেলা শিল্পকেন্দ্রের উদ্যোগে দু’দিনের জেলা হস্তশিল্প
প্রতিযোগিতার বুধবার ছিল শেষ দিন। ছবি: সুদীপ ভট্টাচার্য।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.