টুকরো খবর
বিশ্ব-জলবায়ুর পরিবর্তনে বড় ধাক্কা ভারতেও
প্রাকৃতিক বা মানুষের কারণে তৈরি যে কোনও রকম দুর্যোগের প্রভাবেই মার খায় দেশের অর্থনীতি। এ বার সেই দেশের তালিকার প্রথম দিকেই ঢুকে পড়ল ভারতের নামও। এমনকী অন্যতম ঝুঁকিপূর্ণ তিনটি শহরের মধ্যে রয়েছে কলকাতাও। এমনটাই দাবি করেছে ‘ব্রিটিশ রিস্ক কনসালট্যান্সি ম্যাপলেক্রফ্ট’-এর তরফে সম্প্রতি প্রকাশিত ‘ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড এনভায়রনমেন্টাল রিস্ক অ্যাটলাস’। এই মানচিত্র রিপোর্টের ব্যাখ্যা, ২০২৫ সালের মধ্যে সারা পৃথিবীর আবহাওয়া ও জলবায়ু সার্বিক ভাবে এতটাই খারাপ হবে, তার প্রভাবে ঝড়, বন্যা, খরা ইত্যাদি প্রাকৃতিক দুর্যোগের মুখে পড়বে একাধিক দেশ। অর্থনৈতিক ধাক্কায় বিধ্বস্ত হতে পারে এমন দেশগুলির তালিকায় প্রথম নাম ভারতের প্রতিবেশী দেশ বাংলাদেশের। ভারত অবশ্য সেই তালিকায় ২০ নম্বরে রয়েছে। এ ছাড়াও চরম ঝুঁকিপূর্ণ দেশগুলির মধ্যে চিহ্নিত হয়েছে পাকিস্তান, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, তাইল্যান্ড, কেনিয়া ও চিন। রিপোর্টে প্রকাশিত সব চেয়ে বেশি ঝুঁকিপূর্ণ তিনটি শহর হল ঢাকা, মুম্বই ও কলকাতা। সম্প্রতি ভারতের পূর্ব উপকূলে ঘটে যাওয়া বিধ্বংসী ঝড় পিলিনের কথাও উল্লেখ করা হয়েছে রিপোর্টটিতে। রিপোর্টে প্রকাশ, এই ঝড়ের ফলে ওড়িশার কৃষি ক্ষেত্রে ও শক্তি উৎপাদন ক্ষেত্রে প্রায় ২৫ হাজার চারশো কোটি টাকা ক্ষতি হয়েছে, দেশের অর্থনীতিকে যা বড় ধাক্কার মুখে দাঁড় করিয়েছে।

মানসে বন শিবিরে হামলা, আগুন
চোরাশিকারি সন্দেহে এক গ্রামবাসীকে গুলি করেছে মেরেছে বনরক্ষীরা---এমনই অভিযোগ ঘিরে বন শিবির পুড়িয়ে দিল উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে মানস জাতীয় উদ্যানে। পুলিশ জানায়, মঙ্গলবার বিকেলে ৪ জন চোরাশিকারি ভুঁইঞাপাড়া রেঞ্জে চেঙমারি শিবিরের কাছে পবিতরা থেকে প্রতিস্থাপিত একটি স্ত্রী গণ্ডারের শিকার করে। সেটির খড়্গ নিয়ে পালাচ্ছিল তারা। গুলির শব্দ পেয়ে রক্ষীরা শিকারিদের ধাওয়া করে। লেওয়াসারা হাতিদাড়া বনশিবিরের কাছে দু’তরফে গুলির লড়াই হয়। সংঘর্ষে মৃত্যু হয় ছবি বড়ো নামে এক শিকারির। তার কাছ থেকে একটি দেশি বন্দুক উদ্ধার করা হয়। ওই শিকারির মৃত্যুর জেরে উদ্যান লাগোয়া মিলনপাড়া গ্রামের বাসিন্দারা বন শিবিরের সামনে বিক্ষোভ দেখান।

মারামারিতে দু’টি হাতির মৃত্যু
নিজেদের মধ্যে মারামারিতে মৃত্যু হল বন বিভাগের দু’টি হাতির। ঘটনাটি ঘটেছে কাজিরাঙার কোহরা রেঞ্জে। রেঞ্জার মুকুল তামুলি জানান, বন বিভাগের পোষা ওই দু’টি হাতির নাম রতন ও গৌতম। দুটি হাতিরই মস্তির সময় চলছিল। চলছিল চিকিৎসাও। গতকাল রাতে শিকল ছিঁড়ে বের হয়ে আসে দু’জন। একে অন্যের দিকে ধেয়ে যায়। তাদের ‘যুদ্ধ’ থামাতে বন দফতর শূন্যে গুলি চালায়। কুনকি হাতি দিয়ে আলাদা করারও চেষ্টা চলে। কিন্তু, লাভ হয়নি। তুমুল লড়াইয়ের পর, গতকাল ঘটনাস্থলেই রতন মারা যায়। আজ সকালে গৌতমেরও মৃত্যু হয়। কাজিরাঙা জাতীয় উদ্যান থেকে দুটি রয়্যাল বেঙ্গল টাইগার পার্শ্ববর্তী বাসুগাঁওতে ঢুকে পড়েছে বলে খবর রটেছে।

হরিণ মেরে ভোজের চেষ্টা
সংরক্ষিত বনাঞ্চল থেকে হরিণ শিকার করে সেই ভোজের আয়োজন চলছিল বনেই। আয়োজন ‘সম্পূর্ণ’ করতে আনা হয়েছিল চোলাইয়ের বোতলও। বনকর্মীরা চলে আসায় ভেস্তে যায় আয়োজন। হাতেনাতে গ্রেফতার হয় দুই চোরাশিকারী। দু’জন অবশ্য পালিয়ে যায়। উদ্ধার হয় কাঁচা ও রান্না করা মিলিয়ে প্রায় ছ’কেজি হরিণের মাংস, হরিণের চামড়া ও রান্নার সরঞ্জাম। বুধবার সন্ধ্যায় বক্সা ব্যাঘ্র প্রকল্পের ফাঁসখোয়া বনাঞ্চলের ৩ নম্বর কম্পার্টমেন্টের এই ঘটনায় ধৃতদের নাম সন্তোষ মুন্ডা ও নির্মল মুন্ডা। বাড়ি চুনিয়াঝোরা চা বাগানের ৪ মাইল এলাকায়।

জালে কুমির
ছবি: নির্মল বসু।
ইছামতী সংলগ্ন মেছোভেড়িতে মাছ ধরার সময়ে জেলের জালে ধরা পড়ল একটি কুমির। বুধবার সকালে স্বরূপনগরের গোকুলপুরের চরপাড়ায় ধরা পড়া কুমিরটি লম্বায় সাড়ে চার ফুট। খবর পেয়ে বসিরহাটের মহকুমাশাসক এবং স্বরূপনগরের বিডিও ঘটনাস্থলে যান। ভিড় সামলাতে পুলিশ মোতায়েন করা হয়। মহকুমাশাসক শেখর সেন বলেন, “বন দফতরকে খবর দেওয়া হয়েছে। কুমিরটি কী ভাবে মেছোভেড়ির মধ্যে ঢুকল, তা খতিয়ে দেখা হচ্ছে।” বসিরহাট মহকুমা বনাধিকারিক অসিত কুণ্ডু বলেন, “কুমিরটিকে চিকিৎসার জন্য কলকাতার বিধাননগরে নিয়ে যাওয়া হয়েছে। সুস্থ করার পরে সেটিকে নদীতে ছেড়ে দেওয়া হবে।”


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.