টুকরো খবর
নগাঁওয়ে দুর্ঘটনায় মৃত ৪
পৃথক দু’টি দুর্ঘটনায় নগাঁও জেলায় ৪ জনের মৃত্যু হয়েছে। জখম ৫৫ জন। প্রথম ঘটনাটি ঘটে রহার দীঘলিআটির কাছে। পুলিশ জানায়, তিনিসুকিয়া থেকে গুয়াহাটিগামী একটি বাসের সঙ্গে নাগাল্যান্ড থেকে আসা একটি ট্রেলারের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলে তিনজনের মৃত্যু হয়। জখম হন ৩০ জন। তাঁদের মধ্যে ৬ জনের অবস্থা আশঙ্কাজনক। অন্য ঘটনাটি ঘটে নগাঁও বাইপাসের বরহাটে। বাসের সঙ্গে সাইকেলের ধাক্কা লাগলে সাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা যান। বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পাশে ধাক্কা মারলে ২৫ জন যাত্রী অল্পবিস্তর জখম হন।

প্রতিশোধ চান তরুণী
তাঁকে ধর্ষণের সময় বেধড়ক মারধর করেছিল তারা। সেই নির্যাতনের প্রতিশোধ নিতে চান ১৮ বছরের ধর্ষিতা। তাই ধর্ষকদের ফেলে পেটাতে চান বলে আদালতের কাছে আবেদন জানান ওই তরুণী। যদিও তাঁর ওই আবেদন কোনও মতেই মঞ্জুর করা সম্ভব নয় বলে বুধবার জানিয়েছে মুম্বইয়ের দায়রা আদালত। ৩১ জুলাই মুম্বইয়ের শক্তি মিল এলাকায় পেশায় টেলিফোন অপারেটর ওই তরুণীকে গণধর্ষণ করে পাঁচ জন। তাঁদের বিরুদ্ধে ওই একই জায়গায় এক চিত্র সাংবাদিককে ধর্ষণের অভিযোগও রয়েছে। বুধবার আদালতে হাজিরা দিতে আসেন ওই তরুণী। সামনে ওই পাঁচ অভিযুক্তকে দেখে কাঁদতে শুরু করে দেন তিনি। অভিযুক্তদের শনাক্ত করার পর বিচারকের কাছে ওই আবেদন জানান তরুণী।

মঙ্গলযাত্রার মহড়া আজ
মঙ্গলযান উৎক্ষেপণের মহড়া হবে বৃহস্পতিবার সকাল ৬টা বেজে ৮ মিনিটে। শ্রীহরিকোটার সতীশ ধবন মহাকাশ কেন্দ্রে। ৪৩০ কোটি টাকার মঙ্গলযান। হতে পারে খুঁটিনাটি অনেক সমস্যা। তাই কোনও ঝুঁকি নিতে চান না ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র (ইসরো) কর্তৃপক্ষ। তাই এই মহড়ার ব্যবস্থা করা হয়েছে। ৫ নভেম্বর দুপুর ২টো বেজে ৩৬ মিনিটে মঙ্গলযান রওনা দেবে। পিএসএলভি সি-২৫ মিশনের ডিরেক্টর পি কুনহিকৃষ্ণন বলেন, “এটি আমাদের দেশের প্রথম মঙ্গল অভিযান। যা দিয়ে অনেক তথ্য জানা যাবে। আমরা কোনও ভাবেই এই সুযোগ নষ্ট করতে চাই না। তাই এই মহড়া।”

ফের গণধর্ষণ
বছর উনিশের এক কলসেন্টার কর্মীকে ধর্ষণের অভিযোগ উঠল গুড়গাঁওয়ে। পুলিশ জানিয়েছে, মেয়েটি বন্ধুর জন্মদিনের পার্টির জন্য গুড়গাঁওয়ের সেক্টর ৪৬-এ গিয়েছিলেন। সেখান থেকে ফেরার পথেই ধর্ষণের ঘটনাটি ঘটেছে। যুগ্ম পুলিশ কমিশনার মহেশ্বর দয়াল জানান, মূল অভিযুক্ত দিনেশ মোটরসাইকেলে করে মেয়েটিকে মেট্রো স্টেশনে পৌঁছে দিতে চান। তরুণী প্রস্তাবে রাজি হয়। পথে দিনেশের দুই বন্ধু নবীন ও সত্যদেব যোগ দেয়। মেয়েটিকে মাদক খাইয়ে ধর্ষণ করে তারা। পুলিশ তিন জনকেই শনাক্ত করেছে।

আজ লালুপ্রসাদের জামিনের আর্জির রায়
পশুখাদ্য কেলেঙ্কারি মামলায় সাজাপ্রাপ্ত লালুপ্রসাদ যাদবের জামিনের আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার রায় দেবে ঝাড়খণ্ড হাইকোর্ট। আজ হাইকোর্টের বিচারপতি রাকেশরঞ্জন প্রসাদের এজলাসে নিজেদের বক্তব্য পেশ করেন লালুর আইনজীবী সুরেন্দ্রকুমার সিংহ এবং সিবিআই-এর মোক্তার খান। সওয়াল-জবাব শেষে বিচারপতি জানান, বৃহস্পতিবার তিনি এ বিষয়ে রায় জানাবেন। লালুপ্রসাদের আইনজীবী আদালতে জানান, তাঁর মক্কেল পশুখাদ্য কেলেঙ্কারি নিয়ে প্রথমে কিছুই জানতেন না। খবর পেয়েই এ নিয়ে তদন্তের নির্দেশ দিয়েছিলেন। সিবিআই আইনজীবীর পাল্টা যুক্তি ছিল, মুখ্যমন্ত্রী হিসেবে কোনও কিছুই অজানা ছিল না লালুপ্রসাদের। তার প্রমাণও রয়েছে তদন্তকারী সংস্থার কাছে। সকাল সাড়ে ১০টা থেকে আধঘন্টা শুনানি চলে। ‘চাইবাসা ট্রেজারি’ মামলায় সিবিআই আদালতে দোষী সাব্যস্ত বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্রকে অসুস্থতার কারণে গত সপ্তাহে দু’মাসের অন্তবর্তী জামিনে মুক্তি দিয়েছে আদালত।

নীতা অম্বানীর জন্মদিনে
এলাহি আয়োজন জোধপুরে। রাত পোহালেই বৃহস্পতিবার শিল্পপতি মুকেশ অম্বানির স্ত্রী নীতা অম্বানীর জন্মদিন। নিমন্ত্রিতদের আকাশপথে জোধপুরে উড়িয়ে আনতে ভাড়া করা হয়েছে ৩২টি বিমান। অতিথিদের নিয়ে যেতে বিমানবন্দরে হাজির থাকবে বিএমডব্লিউ, জাগুয়ারের মতো ১৩৫টি গাড়ি।

নীতা অম্বানীর ৫০তম জন্মদিনে যোগ দিতে যাচ্ছেন
সস্ত্রীক সচিন তেন্ডুলকর। বুধবার জোধপুরে। ছবি: পিটিআই।
অতিথি তালিকায় রয়েছেন, সস্ত্রীক অমিতাভ বচ্চন, শাহরুখ খান, প্রিয়ঙ্কা চোপড়া, অনুষ্কা শর্মা থেকে সোনু নিগম। থাকবেন সচিন তেন্ডুলকর, মহেন্দ্র সিংহ ধোনিও। তা ছাড়া অন্তত দু’ডজন খ্যাতনামা শিল্পপতি। অনুষ্ঠানের আয়োজন সারতে ছেলে অনন্ত এবং মেয়ে ইশাকে নিয়ে ১৩ অক্টোবর থেকেই জোধপুরে নীতা।

অভিযোগ আজম খানের বিরুদ্ধে
উত্তরপ্রদেশের নগরোন্নয়ন ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী আজম খানের বিরুদ্ধে দুর্ব্যবহারের অভিযোগ আনলেন তাঁর বিভাগেরই কর্মচারীরা। শুধু তাই নয়, তাঁরা জানিয়েছেন, আজম খানের সঙ্গে আর কাজ করতে চান না। ইতিমধ্যেই আজম খানের ব্যক্তিগত সচিব ও অতিরিক্ত সচিব অন্য বিভাগে কাজ করতে চান বলে আর্জি জানিয়েছেন। তাঁদের দাবি, বহু সময়ে আজম খানের সঙ্গে কথা বলতে গেলে তিনি খুবই বাজে ব্যবহার করেন। এবং তাঁর মুখের ভাষাও খারাপ।

সংঘর্ষে হত ৩
ফের অশান্ত মুজফ্ফরনগর। নতুন করে গোষ্ঠী সংঘর্ষে বুধবার রাতে বুধানা এলাকায় মৃত্যু হল বছর কুড়ির তিন যুবকের। গুরুতর জখম আরও এক। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। নিরাপত্তার জন্য এলাকায় অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে প্রশাসনের তরফে।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.