আমেরিকার কাছে জবাব চাইতে বুধবার হোয়াইট হাউসে আসছে ইউরোপীয় ইউনিয়নের সদস্য দেশগুলির এক প্রতিনিধি দল। বিভিন্ন দেশের লক্ষ লক্ষ ফোনে মার্কিন গোয়েন্দাদের আড়ি পাতার তথ্য সম্প্রতি ফাঁস করেছেন এডওয়ার্ড স্নোডেন। তার পর থেকেই শুরু বিতর্ক। তবে তার আগেই নিজেদের অবস্থান স্পষ্ট করতে আসরে নামলেন মার্কিন নিরাপত্তা সংস্থা (এনএসএ) কর্তারা। এ দিন এনএসএ-র ডিরেক্টর আর্মি জেনারেল কিথ আলেকজান্ডার বলেন, বন্ধু দেশের নাগরিক এবং নেতাদের ফোন, ই-মেলে আড়ি পাতার যে অভিযোগ আমেরিকার বিরুদ্ধে আনা হচ্ছে তা ভুল। তিনি আরও বলেন, সাধারণ নাগরিকদের ফোনে আড়ি পেতে কোনও তথ্য সংগ্রহ করার চেষ্টা করা হয়নি। দেশের নিরাপত্তা স্বার্থে এবং সেনার কাজের জন্য প্রয়োজনীয় তথ্যই শুধু সংগ্রহ করা হয়েছে। আর সেই তথ্য শুধু আমেরিকাতেই নয়, ইউরোপ এবং অন্যান্য দেশেরও বহু মানুষের প্রাণ বাঁচাতে কাজে লেগেছে। একই সুরে হাউস ইন্টেলিজেন্স কমিটির চেয়ারম্যান মাইক রজার বলেন, আমেরিকা এবং বন্ধু দেশগুলিকে জঙ্গি হানা থেকে রক্ষা করতেই ওই তথ্য সংগ্রহ করা হয়েছিল। পাশাপাশি তিনি বলেন, প্রতিটি দেশই নিরাপত্তা স্বার্থে অন্যান্য দেশের উপর নজর রাখে। আমেরিকা প্রথম এমন কাজ করল, এটা ভাবা মোটেও উচিত নয়। তবে এই কাজে আরও স্বচ্ছতা আনতে হবে। তা হলে এই ধরনের ভুল বোঝাবুঝি এড়ানো সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি।
|
দেশের মহিলাদের গাড়ি চালানোর উপর নিষেধাজ্ঞা তোলা হোক চেয়েছিলেন সৌদি আরবের এক শিক্ষক। সেই ‘অপরাধে’ তারিক আল মুবারক নামে ওই শিক্ষককে আটক করেছে সৌদি পুলিশ। নিউ ইয়র্কের একটি মানবাধিকার সংগঠন বুধবার এই খবর জানিয়েছে। আল মুবারক বলেছেন, “কট্টরপন্থীরা এ দেশে মানুষের সাধারণ অধিকারও কেড়ে নিচ্ছে।”
|
সরকারি অফিস সংলগ্ন এলাকাতেই ভয়াবহ বোমা বিস্ফোরণে মৃত্যু হল পাঁচ জনের। গুরুতর জখম কমপক্ষে ১৭ জন। বুধবার ঘটনাটি ঘটে বালুচিস্তানের কোয়েটা শহরে। প্রাথমিক তদন্তের পর ফরেন্সিক বিশেষজ্ঞরা জানিয়েছেন, প্রায় ৬ থেকে ৭ কেজি বিস্ফোরক ঠাসা একটি মোটর সাইকেল রাখা ছিল ওই এলাকায়। বিস্ফোরণের দায় স্বীকার করেনি কোনও গোষ্ঠী। |