অস্বাভাবিক মৃত্যু হয়েছে এক যুবকের। মঙ্গলবার সকালে বর্ধমান মেডিক্যাল কলেজের রাধারানি ওয়ার্ড থেকে তাঁর দেহ মেলে। মৃতের নাম অরূপকুমার মাজি(৩৫)। বাড়ি আসানসোলের হীরাপুর থানার নাকড়াসোঁতা গ্রামে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, সোমবার বিকেলে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন অরূপবাবু। পরে মঙ্গলবার সকালে তাঁকে দেখতে আসেন তাঁর এক আত্মীয় মন্টু মাজি। ওয়ার্ডে চিকিৎসকদের রাউন্ডও হয়। কিছুক্ষণ পরেই ফিরে এসে মন্টুবাবু দেখেন, শয্যা ফাঁকা। খুঁজতেই হাসপাতালের শৌচাগার থেকে গলায় গামছার ফাঁস লাগানো অরূপবাবুর দেহ মেলে। তবে তিনি কখন শৌচাগারে ঢুকে ওই ঘটনা ঘটিয়েছেন তা বুঝতে পারেননি উপস্থিত নার্স বা কর্মীরাও। পুলিশ জনিয়েছে, দেহের ময়নাতদন্ত করা হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলাও দায়ের করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অরূপবাবু এডস আক্রান্ত। ওই কারণে মানসিক অবসাদেও ভুগছিলেন তিনি। সুপার অসিতবরণ সামন্ত বলেন, “ওঁর রক্তে এইচআইভি সংক্রমন মিলেছে। বেশ কিছুদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। আসানসোল মহকুমা হাসপাতালে ভর্তিও ছিলেন। সোমবারই এখানে ভর্তি হন।” তবে রাধারানি ওয়ার্ডে সাধারণ রোগীদের পাশে রেখেই চিকিৎসা চলেছে তাঁর। সুপারের দাবি, হাসপাতালের কর্মী ও চিকিৎসকদের এডস ভীতি কাটাতেই এমন ব্যবস্থা করা হয়েছে। হাসপাতালে অরূপবাবুর শয্যার পাশে যাঁরা ছিলেন তাঁরা জানান, রাত থেকেই অশান্ত দেখাচ্ছিল ওনাকে। নিজের বিছানায় শুয়ে থাকতে পারছিলেন না। কোনও প্রশ্নের উত্তরও দিচ্ছিলেন না। |