এক রোগীকে নিয়ে সমস্যায় পড়েছে নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। অঞ্জনা পাল নামে ওই রোগী মঙ্গলবার রাতে মহিলা ওয়ার্ডের রোগী ও নার্সদের মারধর করেন। ভয়ে মহিলা ওয়ার্ডের নার্স ও অন্যান্য কর্মীরা ওয়ার্ড ছেড়ে চলে যান। খবর পেয়ে পুলিশ যায়। হাসপাতালের সুপার প্রদীপ কুমার দাশ বলেন, “চিকিৎসার সময় আমরা বুঝতে পারি ওই মহিলা মানসিক ভারসাম্যহীন। তাঁকে বহরমপুর মানসিক হাসপাতালে পাঠানো হচ্ছে।’’ পুলিশ ও হাসপাতাল সূত্রের খবর, নবমীর রাতে এক দল যুবক ওই মহিলাকে ভর্তি করে দিয়ে যান হাসপাতালে। বৃষ্টিতে ভিজে ভীষণ অসুস্থ ছিলেন তিনি। হাসপাতালে ভর্তি করার সময় ওই যুবকেরা জানিয়েছিলেন, মহিলার নাম অঞ্জনা পাল। বয়স ৩৫। স্বামী হরেকৃষ্ণ পাল। বাড়ি নবদ্বীপের প্রাচীন মায়াপুর বাজারে। চিকিৎসায় অঞ্জনাদেবী সুস্থ হয়ে উঠলেও চিকিৎসকরা বুঝতে পারেন তিনি মানসিক ভারসাম্যহীন। এদিকে খোঁজ করেও ওই মহিলার ঠিকানার সন্ধান পাওয়া যায়নি। পুলিশের অনুমান, ওই যুবকেরা ভর্তি করার সময় ভুয়ো ঠিকানা দিয়েছিলেন।
|
স্বাস্থ্য শিবির হল গোপীবল্লভপুর-১ ব্লকের বাবুডুমরো হাইস্কুলে। উদ্যোক্তা ‘প্রোগ্রেসিভ ডক্টর অ্যাসোসিয়েশন’। মঙ্গলবার এই শিবিরে সাড়ে পাঁচশো জনের স্বাস্থ্য পরীক্ষা হয়। নিখরচায় ওষুধও দেওয়া হয়। সম্প্রতি গোপীবল্লপুরের বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়ে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বাবুডুমরো স্কুলে ত্রাণ শিবির খোলা হয়েছিল। এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আয়োজক সংগঠনের জেলা সম্পাদক কৃপাসিন্ধু গাঁতাইত বলেন, “বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতেই এই আয়োজন।”
|
সম্প্রতি হুগলি রুরাল মেডিক্যল অ্যাওয়্যারনেস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে সম্প্রতি বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয় মাহেশ কলোনিতে।
|
এইচআইভি রোগী শনাক্তকরণের বিশেষ শিবির হল পুরুলিয়ায়। ২১-২৯ অক্টোবর জয়পুর, ঝালদা ২, ঝালদা ১ ও আড়শা ব্লকে এই শিবির চলে। স্বাস্থ্য পরীক্ষার পরে অসুস্থদের চিকিত্সার ব্যবস্থা করা হয়। |