টুকরো খবর
পাচারের আগেই উদ্ধার মহিলা
গ্রামবাসীদের সাহায্যে পাচারের আগেই এক মহিলাকে উদ্ধার করল পুলিশ। সোমবার রাতে দেগঙ্গার বেঁড়াচাপার ঘটনা। বাংলাদেশ থেকে ওই মহিলাকে অবৈধ ভাবে এ পারে আনার অভিযোগে শচীন সর্দার নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার দু’জনকে বারাসত আদালতে হাজির করা হলে তাদের ১৪ দিনের নির্দেশ দেন বিচারক। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার রাতে বেঁড়াচাপার গড়পাড়ায় সন্দেহজনক ভাবে ওই মহিলাকে ঘোরাফেরা করতে দেখে উদ্ধার করে স্থানীয় বাসিন্দারা। আটক করা হয় ওই মহিলার পিছু নেওয়া ওই ব্যক্তিকেও। খবর দেওয়া হয় পুলিশকে। জেরায় মহিলা পুলিশকে জানায়, তার বাড়ি বাংলাদেশের একটি গ্রামে। তাকে মিথ্যা প্রলোভনে ফেলে বসিরহাটের ঘোজাডাঙা সীমান্ত পার করে বসিরহাটের বেঁড়াচাপায় আনা হয়। কয়েকদিন স্থানীয় হামাদামা বাজারের পাশে আটকে রাখার পর আটকে রাখার পর তাকে বিক্রির কথা জানতে পেরে পালায় রেহানা। পুলিশ জানিয়েছে, শচীন সর্দারের সঙ্গে যুক্ত অন্যাদের খোঁজে তল্লাশি শুরু হয়েছে। পাশাপাশি আদালতের অনুমতি সাপেক্ষে ওই মহিলাকে তার গ্রামে ফিরিয়ে দেওয়ার চেষ্টা করা হবে।

জামাইয়ের বিরুদ্ধে প্রতারণার নালিশ
এক কিশোরীকে বিয়ে করে আটকে রাখার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। পরিচয় গোপন করে ওই যুবক মেয়েটির সঙ্গে বন্ধুত্ব পাতিয়েছিল বলে অভিযোগ। মেয়েটির মা রাজো মালি দেগঙ্গা থানায় এই মর্মে লিখিত অভিযোগ দায়ের করেছেন। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মাধ্যমিক পরীক্ষার পর দেগঙ্গার পশ্চিম চ্যাংদানা গ্রামের বাসিন্দা পিঙ্কি মালির সঙ্গে মোবাইলের সূত্রে পরিচয় হয় সিঙ্গুরের জলাঘাটার এক যুবকের। কিছু দিন প্রেমপর্ব চলার পর ওই যুবক আকাশ রায় বলে নিজের পরিচয় দিয়ে পিঙ্কির বাড়িতে এসে তাকে বিয়ে করতে চায়। যুবকের আচার-ব্যবহারে খুশি হয়ে সম্প্রতি তার সঙ্গে মেয়ের বিয়ে দেন পিঙ্কির বাবা বীরেন মালি। কিন্তু এর পরই আকাশ বউভাত করতে না চাওয়ায় সন্দেহ হয় বীরেনবাবুর। খোঁজ নিয়ে জানতে পারেন আকাশ গ্রামের নাম ঠিকঠাক বললেও আসলে তার নাম ছোট্টু শেখ। তিনি মেয়েকে বাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করলে তাতে রাজি হয়নি আকাশ ওরফে ছোট্টু। সেই কারণে মঙ্গলবার ছোট্টু-সহ মেয়ের বিয়ের ম্যারেজ রেজিস্ট্রারের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন মেয়ের মা।

দুর্ঘটনায় মৃত মহিলা, জখম ১
পথ দুর্ঘটনায় জখম হয়ে মৃত্যু হল এক মহিলার। জখম হলেন আরও একজন মহিলা। সোমবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে কুলপির ১১৭ নম্বর জাতীয় সড়কের হেলেগাছি মোড়ের কাছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম মুর্সিদা বিবি (৩২)। বাড়ি ওই এলাকায়। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, জাতীয় সড়কের পাশেই বাড়ি মুর্সিদা বিবির। এ দিন সন্ধ্যা ছ’টা নাগাদ ঘরের সামনে মুর্সিদা বিবি ও তাঁর প্রতিবেশী রুসিদা বিবি গল্প করছিলেন। সে সময় কাকদ্বীপ থেকে ডায়মন্ড হারবার গামী একটি টাটা সুমো গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা দেয় ওই দুই মহিলাকে। জখম দু’জন মহিলাকে ডায়মন্ড হারবার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। রাতেই হাসপাতালে মৃত্যু হয় মুর্সিদা বিবির। গাড়িটির যান্ত্রিক গোলযোগেই দুর্ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ। গাড়িটি আটক হয়েছে। গ্রেফতার হয়েছে চালক।

জাতীয় বিপর্যয় মোকাবিলা দিবস

বসিরহাটের খোলাপোতায় পালন করা হল জাতীয় বিপর্যয় মোকাবিলা দিবস। মঙ্গলবার সকালে বসিরহাটের রঘুনাথপুর হাইস্কুলে আয়োজিত এই অনুষ্ঠানে হাজির ছিলেন বসিরহাট-২ ব্লকের বিডিও ভাস্কর রায়, পঞ্চায়েত সমিতির সভাপতি লক্ষ্মী বিশ্বাস, এস ডি ডি এম ও দীপঙ্কর হালদার, অসামরিক প্রতিরক্ষা দফতরের অফিসার দিলীপ হাটি প্রমুখ। বিপর্যয়ে মানুষকে রক্ষা করার পদ্ধতির বিষয়ে হাতে-কলমে প্রদর্শন এবং কৃষি, স্বাস্থ্য, প্রাণী এবং অসামরিক দফতরের নানা কাজের প্রদর্শনী প্রদর্শিত হয়। টাকি রাস্তায় বার করা হয় এক বর্ণাঢ্য শোভাযাত্রা। অনুষ্ঠানে অংশগ্রহণ করে কয়েকশো ছাত্রছাত্রী।

চাল দিলেন বিডিও
দরিদ্র মানুষের মধ্যে চাল বিতরণ অনুষ্ঠিত হল দেগঙ্গায়। মঙ্গলবার সকালে ব্লক অফিসে সংক্ষিপ্ত এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে বিভিন্ন গ্রাম থেকে আসা শতাধিক মানুষের হাতে ৫ কেজি করে চাল তুলে দেন বিডিও মানস মণ্ডল। ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি লিলু মোস্থাবী খানম।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.