টুকরো খবর
সাহিত্য মেলায় সংবর্ধনা
বিদ্যাসাগরের জন্মদিন উপলক্ষে সোমবার দিঘলপত্র অ্যাকাডেমি আয়োজিত অষ্টাদশ বর্ষ বাংলা সাহিত্য ও লিটল ম্যাগাজিন মেলায় শিক্ষাব্রতী সম্মান প্রদান অনুষ্ঠান হল কাঁথিতে। সেখানে দুই মেদিনীপুরের শতাধিক প্রবীণ ও প্রথিতযশা শিক্ষকদের সংবর্ধনা দেওয়া হয়। শুভেচ্ছা বার্তা পাঠান দেশের রাষ্ট্রপতি তথা প্রাক্তন শিক্ষক প্রণব মুখোপাধ্যায়। জাতীয় শিক্ষক অমিয়বরণ ভৌমিকের ‘অখন্ড মেদিনীপুরের বরেণ্য শিক্ষাব্রতী জীবন চরিত (১৮৭৫-২০১৩)’ প্রকাশিত হয়। প্রকাশ করেন পশ্চিমবঙ্গ রবীন্দ্র মুক্ত বিশ্ববিদ্যালয় শিক্ষা সংসদের সভাপতি ফাল্গুনী মুখোপাধ্যায়। অনুষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্রের উটা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানী গৌতম করন, জাতীয় শিক্ষক দুর্গাপদ ভট্টাচার্য, সিধু কানু বীরসা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শমিতা মান্না-সহ দীপক তামলী, কাঙাল চন্দ্র দাস, প্রশান্ত প্রামাণিক, হরিপদ মাইতি, অমলেশ মিশ্র প্রমুখ বরেণ্য শিক্ষাব্রতী উপস্থিত ছিলেন। পরে ‘শিক্ষার সেকাল ও একাল’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জন্মদিবস পালন
দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের ১৩৩তম জন্মদিবস উপলক্ষে রবিবার বীরেন্দ্রনাথের জন্মভিটে চণ্ডীভেটী গ্রামে জাতীয় পতাকা উত্তোলন ও এক স্মরণসভা আয়োজিত হয়। চন্ডীভেটী দেশপ্রাণ স্মৃতি রক্ষা কমিটির উদ্যোগে আয়োজিত ওই স্মরণসভায় বক্তব্য রাখেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের শিক্ষা কর্মাধ্যক্ষ মামুদ হোসেন, দেশপ্রাণ পঞ্চায়েত সমিতির সভাপতি তরুণ জানা, ধোবাবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান শ্যামলী মাইতি, উপপ্রধান মলয় গিরি, দেবকুমার পণ্ডা ও দেশপ্রাণ স্মৃতি রক্ষা কমিটির সম্পাদক ফুলকুমার বেরা প্রমুখ। অন্য দিকে, কাঁথি বীরেন্দ্র মেমোরিয়াল ট্রাস্ট কমিটির উদ্যোগে কাঁথি টাউন হলে সঙ্গীত, আলোচনা আর স্মৃতিচারণের মধ্য দিয়ে বীরেন্দ্রনাথের জন্ম দিবস উদ্‌যাপিত হয়। স্মরণসভায় দীপক রক্ষিত, অতসী মহাপাত্র ও মঞ্জুলা মাইতির সঙ্গীত পরিবেশনের পাশাপাশি দেশপ্রাণের স্মৃতিচারণ করা হয়।

গাঁজা সমেত গ্রেফতার ২

গাঁজা পাচারের অভিযোগে মাল সমেত দুই যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার বিকেলে ঝাড়গ্রাম শহরের পাঁচমাথা মোড় এলাকা থেকে অজয় কালিন্দি ও তাপস গরাই-কে ধরে পুলিশ। অজয়ের বাড়ি ঝাড়খণ্ডের চাকুলিয়ায়। তাপসের বাড়ি নয়াগ্রাম থানার বালিগেড়িয়ায়। পুলিশের দাবি, ধৃতদের কাছ থেকে সাড়ে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এ দিন ধুমসাই-বেলপাহাড়ি রুটের একটি বাসে ওই দুই যুবক গাঁজা নিয়ে ঝাড়গ্রামে আসছিলেন। খবর পেয়ে এসডিপিও (ঝাড়গ্রাম) বিবেক বর্মার নেতৃত্বে তিন জন পুলিশ পাঁচ মাথা মোড়ে আগে থেকেই চলে গিয়েছিলেন। বিকেলে সাড়ে তিনটে নাগাদ বাসটি পাঁচমাথা মোড়ে পৌঁছতেই ওই দুই যুবককে ধরে পুলিশ।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.