|
|
|
|
|
ফিফা বর্ষসেরার
প্রাথমিক তালিকায় নেইমার নিজস্ব প্রতিবেদন |
|
মেসি না রিবেরি? রিবেরি না রোনাল্ডো? নাকি এঁদের বাইরে অন্য কেউ? বছরের সেই মাহেন্দ্রক্ষণ আসতে চলেছে যখন ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা নির্বাচন করবে বর্ষসেরা ফুটবলার। সেই পুরস্কার ব্যালন ডি অর-এর জন্য তেইশ জন ফুটবলারের প্রাথমিক তালিকা মঙ্গলবার জানাল ফিফা। তাৎপর্যপূর্ণ ভাবে তালিকার বাইশ জন ফুটবলারই ইউরোপিয়ান লিগে খেলা প্লেয়ার। শুধু নেইমার স্যান্টোসে খেলেছিলেন গত মরসুমে। এ বার ব্রাজিলিয়ান মহাতারকাও বার্সেলোনায় খেলছেন।
গত চার বছর ফিফার বর্ষসেরা ফুটবলারের সম্মান নিজের নামের পাশে জুড়ে রেখেছেন বার্সেলোনা তথা আর্জেন্তিনার মহাতারকা লিও মেসি। এ মরসুমে কি সেই ধারা ভাঙতে সফল হবেন বায়ার্ন মিউনিখের ফরাসি সুপারস্টার ফ্র্যাঙ্ক রিবেরি? রিবেরির দাবি জোরদার করতে ইতিমধ্যেই মাঠে নেমে পড়েছেন ইউরোপিয়ান ত্রিমুকুটজয়ী বায়ার্ন দলের কোচ জুপ হেইনকেস। বলেছেন, “আমার মতে ব্যালন ডি অর জেতার সুযোগ আছে রিবেরির। গত মরসুমে ইউরোপের সবচেয়ে বেশি ট্রফি ও-ই জিতেছে।” রিবেরি নিজেও বলছেন, “এটাই আমার সুযোগ বর্ষসেরা হওয়ার। মেসি আর রোনাল্ডো অনেক গোল করলেও আমি বেশি ট্রফি জিতিয়েছি দলকে।” মেসির মুকুট রিবেরি ছিনিয়ে নিতে পারবেন কি না, জানা যাবে সামনের বছরের ১৩ জানুয়ারি। বর্ষসেরা কোচ হওয়ার দৌড়ে আছেন হোসে মোরিনহো, আর্সেন ওয়েঙ্গার, জুপ হেইনকেসের সঙ্গে এ মরসুমেই অবসর নেওয়া ম্যাঞ্চেস্টার ইউনাইটেড বস অ্যালেক্স ফার্গুসন-ও। |
প্রাথমিক তালিকা |
মেসি, রিবেরি, রোনাল্ডো, গ্যারেথ বেল, ইব্রাহিমোভিচ, জাভি, কাভানি, লেওয়ানডস্কি, ফালকাও, থিয়াগো সিলভা, টমাস মুলার, ন্যয়ার, ইয়াইয়া তোরে, পির্লো, হ্যাজার্ড, ওজিল, ফান পার্সি, সোয়াইনস্টাইগার, রবেন, ইনিয়েস্তা, লাম, সুয়ারেজ ও নেইমার। |
|
|
|
|
|
|