মোষের খাবারের খরচ নিয়ে ‘দুশ্চিন্তা’
নিজস্ব সংবাদদাতা • কোচবিহার |
মোষের পালের খাবারের টাকার সংস্থান নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন দেখভালের দায়িত্বপ্রাপ্তরা। মান্তানি গ্রামের খড়ের যোগান ফুরিয়েছে। লাগোয়া কাশিয়াবাড়ি ও ঝিঙ্গাপুনি এলাকা থেকে প্রায় ২ হাজার বান্ডিল খড় কিনেছে পুলিশ। খরচের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২০ হাজার টাকা। দেখভালের দায়িত্বপ্রাপ্তদের তরফে কনৌজ বর্মন বলেন, “নিজের টাকা খরচ করে কত দিন চালাতে পারব জানি না।” পুলিশের তরফে অবশ্য বলা হয়েছে, মোষগুলি নিলামে তোলা হলে বিল মিটিয়ে দেওয়া হবে। রবিবার বাংলাদেশে পাচারের চেষ্টা হচ্ছে, এই সন্দেহে ৯৯টি মোষ আটক হয় বক্সিরহাটে।
পুরনো খবর: পাচার রুখে ‘প্রাপ্তি’ মোষের পাল, নাকাল পুলিশ
|
প্রকৃতি পাঠ শিবির
নিজস্ব সংবাদদাতা • মেদিনীপুর |
মেদিনীপুর সায়েন্স সেন্টারের পরিচালনায় প্রকৃতি পাঠ শিবির হল দিঘার একটি স্কুলে। ২৪ অক্টোবর শুরু হয়ে শিবির শেষ হয় সোমবার। পাঁচ দিনের শিবিরে দুই মেদিনীপুরের ১৪টি স্কুলের ১৩০ জন ছাত্রছাত্রী যোগ দেয়। বিভিন্ন রকমের গাছগাছালি এবং সামুদ্রিক জীব নিয়ে এই শিবিরে বিস্তারিত আলোচনা হয়।
|
মানসে চোরাশিকার
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ফের গন্ডার শিকার মানসে। বিশ্ব ঐতিহ্যক্ষেত্রের তক্মা ফেরত পাওয়ার পর, এ নিয়ে ছ’টি গন্ডারের হত্যা হল সেখানে। মানস কর্তৃপক্ষ জানিয়েছে, আজ দুপুর আড়াইটে নাগাদ ভুঁইঞাপাড়া রেঞ্জে শিকারিরা একটি স্ত্রী গন্ডার শিকার করে।
|
হনুমানের তাণ্ডব জগত্বল্লভপুরে |
টানা কয়েক দিন ধরে হনুমানের অত্যাচারে সমস্যায় পড়েছেন জগত্বল্লভপুরের নরেন্দ্রপুর গ্রামের বাসিন্দারা। প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত কয়েক দিন ধরে হনুমানের একটি দল নরেন্দ্রপুর গ্রামের পশ্চিমপাড়া ও সংলগ্ন এলাকায় উপদ্রব শুরু করে। গ্রামবাসীরা স্থানীয় শঙ্করহাটি ২ পঞ্চায়েতে অভিযোগ জানান। পঞ্চায়েত থেকে যোগাযোগ করা হয় জেলা বন দফতরের সঙ্গে। মঙ্গলবার বন দফতরের কর্মীরা একটি হনুমানকে ঘুমপাড়ানি গুলি করেন। সেটিকে পরে সুস্থ অবস্থায় জঙ্গলে ছেড়ে দেওয়া হয়েছে। তবে বাকিগুলি নিয়ে এখনও আতঙ্কে স্থানীয় মানুষ। প্রয়োজনে খাঁচা পাতার কথা ভাবছে বন দফতর।
|
সোমবার রাতে বিশেষ অভিযান চালিয়ে আরামবাগের আন্দিমহলের একটি বাড়ি থেকে প্রচুর বাজি, বাজি তৈরির মসলা এবং অন্যান্য সরঞ্জাম বাজেয়াপ্ত করল পুলিশ। বেআইনি বাজি তৈরি এবং রাখার অভিযোগে বাড়ির মালিককে গ্রেফতার করা হয়। পুলিশ জানায় ধৃতের নাম শেখ মোজো। কালীপুজোর মুখে বেগমপুর থেকেও ফের প্রচুর বাজি উদ্ধার হয়েছে। গত কয়েক দিন ধরেই বাজি উদ্ধার অভিযান চলছে। |