টুকরো খবর |
কামতাপুরিদের সঙ্গে পুলিশের সংঘর্ষ অসমে |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
কোচ-রাজবংশীদের সমাবেশে পুলিশ ও সমর্থকদের মধ্যে খণ্ডযুদ্ধে জখম হল ৭ জন। ঘটনাটি ঘটেছে অসমের চিরাং-এ। পুলিশ জানায়, আজ চিরাং জেলার বাসুগাঁওতে, জেলা প্রশাসনের অনুমতি ছাড়াই আক্রাসুর একটি গোষ্ঠী জনসভার ডাক দেয়। পৃথক কামতাপুর রাজ্যের দাবিতে ডাকা এই সভায় আসা আক্রাসু সমর্থক ও সদস্যদের উপরে লাঠি চালায় পুলিশ। পরে আগ্রাসী সমর্থকদের হঠাতে শূন্যে গুলিও ছোড়ে। আক্রাসুর দাবি, গুলিতে একাধিক সমর্থক জখম হয়েছেন। পুলিশ আক্রাসু নেতা হিতেশ্বর বর্মনকে আটক করেছে। আক্রাসু সমর্থকরা বাসুগাঁও-কোকরাঝাড় সড়ক অবরোধ করে। অবরোধকারীদের হঠাতে রাবার বুলেট ছোড়ে পুলিশ।
|
ইম্ফলে বিস্ফোরণ |
নিজস্ব সংবাদদাতা • গুয়াহাটি |
ফের বিস্ফোরণ হল ইম্ফলে। আজ সকালে ইম্ফলের মাড়ওয়ারি ধর্মশালার সামনেই বিস্ফোরণটি হয়। পুলিশ জানায়, হাতে টানা একটি গাড়িতে বিদেশে তৈরি এই বোমাটি রাখা হয়েছিল। সেটিকে রিমোট কন্ট্রোলের মাধ্যমে ফাটানো হয়। তবে এই ঘটনায় পাঁচজন জখম হয়েছে। একজনের অবস্থা আশঙ্কাজনক।
|
মিজোরামে জোট বিরোধীদের |
আসন্ন বিধানসভা নির্বাচনে জোট গড়ে লড়বে মিজোরামের তিনটি বিরোধী দল। মঙ্গলবার এক যৌথ সম্মেলনে মিজো ন্যাশনাল ফ্রন্ট (এমএনএফ), মিজো পিপল্স কনফারেন্স (এমপিসি) এবং মারাল্যান্ড ডেমোক্র্যাটিক ফ্রন্ট (এমডিএফ) নেতৃত্ব এ কথা ঘোষণা করে। যৌথ মঞ্চের তরফে জানানো হয়েছে, ৪০ সদস্যের বিধানসভায় এমএনএফ ৩১টি, এমপিসি ৮টি ও এমডিএফ ১টি আসনে প্রার্থী দেবে। গত বারের নির্বাচনে কংগ্রেসের কাছে ধরাশায়ী হয়েছিল এমএনএফ। শাসকদলকে হারিয়ে ৩২টি আসন পায় কংগ্রেস। এমএনএফ পেয়েছিল ৩টি আসন। মুখ্যমন্ত্রী তথা দলের সভাপতি জোরামথাঙ্গা দুটি কেন্দ্রেই পরাজিত হয়েছিলেন।
|
হাইস্পিড করিডর হবে না, স্বীকার খার্গের |
বুলেট ট্রেন তো নয়ই, হাইস্পিডও নয়। বর্তমান পরিকাঠামোর মধ্যে থেকেই কী ভাবে ট্রেনের গতিবেগ বাড়ানো সম্ভব হয় তা খতিয়ে দেখার নির্দেশ দিলেন রেলমন্ত্রী মল্লিকার্জুন খার্গে। চিন-জাপানের মতোই ভারতেও দ্রুত গতির ট্রেন চালানো নিয়ে সরব হয়েছে মন্ত্রকের একাংশ। ইতিমধ্যেই দেশে ছ’টি হাইস্পিড করিডর (গতিবেগ ২০০কিমি/ঘন্টার অধিক) চালানোর বিষয়েও বাজেট ঘোষণা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলেই। কিন্তু মঙ্গলবার হাইস্পিড সংক্রান্ত একটি সম্মেলনে আর্থিক ভাবে সমস্যায় জেরবার রেলের পক্ষে হাইস্পিড করিডর নির্মাণ করা কার্যত অসম্ভব তা স্বীকার করে নিয়েছেন রেলমন্ত্রী। উল্টে তিনি জোর দিয়েছেন, বর্তমান পরিকাঠামো ব্যবহার করেই ট্রেনের গতি বৃদ্ধির উপরে। বর্তমানে ভারতীয় রেলে সবচেয়ে দ্রুত দৌড়য় রাজধানী ও শতাব্দীর মতো ট্রেনগুলি। যাদের গড় গতিবেগ ঘন্টায় ১১০-১২০ কিলোমিটারের কাছাকাছি। রেল মন্ত্রকের বক্তব্য, এই মুহূর্তে লাইনের যা ক্ষমতা তাতে ওই লাইন দিয়েই ১৬০-১৮০ কিলোমিটার গতিতে ট্রেন চালানো সম্ভব। তবে তার জন্য সিগন্যালিং ব্যবস্থা উন্নত করতে হবে।
|
পুরনো খবর: তিন গুণ বাড়তি টাকার দাবি পিত্রোদা কমিটির
|
বন্ধ থাকতে পারে জি-মেল, ইয়াহু |
ডিসেম্বর মাসের শেষ কয়েক দিন কেন্দ্রীয় সরকারি অফিসগুলিতে বন্ধ করে দেওয়া হতে পারে জি-মেল, ইয়াহু ইত্যাদি পরিষেবা। বর্ষশেষের সময় জিমেল, ইয়াহু ইত্যাদির বিপুল ব্যবহারের কারণে অনেক সময়েই সুরক্ষিত থাকে না গুরুত্বপূর্ণ সরকারি তথ্য, এমনই মত কেন্দ্রের। সেই তথ্য ফাঁস আটকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে মঙ্গলবার জানাল কেন্দ্রীয় সরকারের বৈদ্যুতিন ও তথ্য প্রযুক্তি দফতর। সেই সময় সমস্ত সরকারি কাজ ন্যাশনাল ইনফরমেশন সেন্টার (এনআইসি)-এর মাধ্যমে করা হবে বলে জানিয়েছে ওই দফতর।
|
প্রধানমন্ত্রীকে অভিযুক্ত করার আর্জি খারিজ |
প্রধানমন্ত্রী মনমোহন সিংহকে কয়লা কেলেঙ্কারি মামলায় অভিযুক্ত করার আর্জি খারিজ করল সুপ্রিম কোর্ট। ওই কেলেঙ্কারিতে শিল্পপতি কুমারমঙ্গলম বিড়লা ও প্রাক্তন কয়লাসচিব প্রকাশ পারেখের বিরুদ্ধে এফআইআর করেছে সিবিআই। তখন কয়লা মন্ত্রকের দায়িত্বে ছিলেন প্রধানমন্ত্রী। পারেখ জানান, বিড়লার সংস্থা হিন্দালকোকে কয়লাখনি দেওয়ার ক্ষেত্রে চূড়ান্ত সিদ্ধান্ত নেন প্রধানমন্ত্রী। তাই তাঁকেই প্রথম অভিযুক্ত করা উচিত। সুপ্রিম কোর্টের নজরদারিতে কয়লা কেলেঙ্কারির তদন্ত করছে সিবিআই। মনমোহনের নাম অভিযুক্তের তালিকায় যোগ করার আর্জি জানান আইনজীবী এম এল শর্মা। সোমবার কয়লা মামলার শুনানির সময়ে সুপ্রিম কোর্ট সেই আর্জি খারিজ করে জানায়, সিবিআই তদন্ত করছে। তাই মনমোহনকে অভিযুক্ত করা হবে কি না তা সিবিআইকেই স্থির করতে হবে। ২২ অক্টোবর কোর্টে সিবিআই তদন্তের স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছিল। তা খতিয়ে দেখতে আদালত বান্ধব নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কোর্ট।
|
মিলল হারানো ছেলে |
মেট্রো স্টেশনের ভিড়ে বাবা-মাকে হারিয়ে ফেলেছিল আট বছরের ছোট্ট ছেলেটি। উপস্থিত যাত্রীদের হস্তক্ষেপে বাড়ি ফেরানো গেল তাঁকে। মেট্রোর আধিকারিকেরা জানান, ছেলেটি জানায় দু’জন স্টেশন থেকে নিয়ে যাওয়ার চেষ্টা করছিল তাকে। কিন্তু আশপাশের লোকেদের সন্দেহ হওয়ার তাঁরা শিশুটিকে মেট্রো স্টেশনে পুলিশের হাতে তুলে দেন। পরে ওই স্টেশনেই বাড়ির লোকের কাছে ফিরিয়ে দেওয়া হয় ছেলেটিকে।
|
নিয়ন্ত্রণরেখায় যাবেন অ্যান্টনি |
জম্মু-কাশ্মীরে নিয়ন্ত্রণরেখার পরিস্থিতি খতিয়ে দেখতে যাবেন প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি। মঙ্গলবার একটি উচ্চ পর্যায়ের বৈঠকের পরে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ দিকে মঙ্গলবারই ফের সংঘর্ষবিরতি ভেঙেছে পাকিস্তানি সেনাবাহিনী। ভীমভের গলি সাব-সেক্টরে গম্ভীর এলাকায় গুলিবর্ষণ করেছে তারা। পাল্টা গুলি চালিয়েছে ভারতীয় সেনাও। মঙ্গলবার জম্মু সেক্টরে পাক রেঞ্জার্স বাহিনীর সঙ্গে ফ্ল্যাগ মিটিংয়ে বিএসএফ সংঘর্ষবিরতি লঙ্ঘনের প্রতিবাদ করে।
|
রাডিয়ার টেপের ভিত্তিতে তদন্ত |
নীরা রাডিয়ার টেপের ভিত্তিতে এক সিনিয়র আয়কর অফিসারের বিরুদ্ধে প্রাথমিক তদন্ত শুরু করল সিবিআই। ওই অফিসার সুবিধাজনক বদলির জন্য সিবিডিটি অফিসারকে ঘুষ দিতে চেয়েছিলেন, তার প্রমাণ মিলেছে ওই টেপে।
|
ধনী মহিলা মন্ত্রী |
হরিয়ানার মন্ত্রিসভায় এলেন দেশের সব চেয়ে ধনী মহিলা সাবিত্রী জিন্দল। হিসারের বিধায়ক সাবিত্রী শিল্পপতি ও সাংসদ নবীন জিন্দলের মা। তাঁকে দেশের সব চেয়ে ধনী মহিলার তকমা দিয়েছে একটি পত্রিকা। সাবিত্রী আগেও এক বার হরিয়ানার মন্ত্রী হয়েছিলেন। রাজনীতিতে ছিলেন তাঁর স্বামীও। |
|