জমির বিবাদে হামলা, জখম
নিজস্ব সংবাদদাতা • ইসলামপুর |
জমি সংক্রান্ত বিবাদের জেরে তৃণমূলের সমর্থকদের উপর হামলা চালানোর অভিযোগ উঠল সিপিএমের বিরুদ্ধে। সোমবার দুপুরে ইসলামপুর থানার নাইগছে। তৃণমূলের অভিযোগ, সিপিএম সমর্থকেরা প্রথমে লাঠি নিয়ে হামলা চালায়। পরে অ্যাসিড ছিটিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে মহম্মদ কাইমুদ্দিন, তাঁর স্ত্রী সালিমা খাতুন এবং ছেলে ৫ বছরের মহম্মদ আবদুল জখম হয়। তাঁদের উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজে ভর্তি করা হয়। সিপিএম অভিযোগ অস্বীকার করে। পুলিশ জানিয়েছে, এলাকার একটি ধানের জমি কেনা নিয়ে দুই পক্ষের মধ্যে গোলমাল হয়। জখম কাইমুদ্দিন জমি কিনতে গিয়েছিলেন। এসডিপিও সুবিমল পাল বলেন, “জমি সংক্রান্ত বিবাদের জেরে ওই ঘটনা।”
|
৫১ গরু-সহ ধৃত ১২
নিজস্ব সংবাদদাতা • মালদহ |
সীমান্ত টপকে এসে গরু নিয়ে পাচার করার অভিযোগে ১২ বাংলাদেশিকে বিএসএফ ধরেছে। ৫১টি গরু আটক হয়েছে। সোমবার হবিবপুরে পান্নাপুর সীমান্তে টহলরত জওয়ানরা গরু-সহ পাচারকারীদের ধরে। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। বিএসএফের মালদহ রেঞ্জের ডিআইজি রাজ সিংহ রাঠোর জানান, বাংলাদেশে গরুপাচার রুখতে নজরদারি বাড়ানো হয়েছে। পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় জানান, ধৃতদের আদালতে তোলা হলে বিচারক জেল হাজতে পাঠিয়ে দেন।
|
নর্থবেঙ্গলে বিএসএফের কর্মসূচি |
বিএসএফের নর্থবেঙ্গল ফ্রন্টিয়ারের ৬৬ ব্যাটেলিয়ন কদমতলার পক্ষ থেকে ‘সিভিক অ্যাকশন’ কর্মসূচি নেওয়া হয়েছিল। সোমবার উত্তর দিনাজপুরের হপ্তিয়াগছে একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রায় ২০০ জন দুঃস্থ ও প্রতিবন্ধীকে ট্রাই সাইকেল, হুইল চেয়ার, হেয়ারিং এড, ক্র্যাচ, শাড়ি, কাপড়-সহ বিভিন্ন সামগ্রী তুলে দেন বিএসএফের নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারের আইজি সঞ্জীব কুমার সুদ। আইজি বলেন, “সাধারণ মানুষের সঙ্গে কাজ করতে গিয়ে তাঁদের সমস্যার একটা ছোট্ট অংশ দূর করার চেষ্টা করেছি। মানুষের সঙ্গে সম্পর্কও ভাল করা ও যোগাযোগ বাড়ানোও আমাদের অন্যতম উদ্দেশ্য। এতে বিএসএফের প্রতি মানুষের আস্থা বাড়বে।” মূলত সীমান্ত এলাকার মানুষের মধ্যেই সামগ্রী বিতরণ করা হয়। এ দিন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ডিআইজি চমন রানা। |