স্থায়ী মন্দিরে পুজোয় ঢালাও খিচুড়ি |
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
ডুয়ার্সের অন্যতম পুরানো হ্যামিল্টন গঞ্জের কালী পুজো দেখতে এবারেও লক্ষাধিক মানুষ ভিড় করবে বলে আশাবাদী উদ্যোক্তারা। হ্যামিল্টনগঞ্জের এই পুজো এবার ৯৭ বছরে পড়ল। ডুয়ার্স ছাড়াও ভিন রাজ্যের বহু মানুষ এই পুজো দেখতে আসেন। পুজো শুরু ১৮ বছর পর শুরু হয় মেলা। এবছর মেলার ৭৯ বছর। আগামী ৩ নভেম্বর থেকে ১৪ নভেম্বর পর্যন্ত চলবে ওই মেলা। পুজোর উদ্যোক্তারা জানান, ১৯১৭ সালে কালচিনির বক্সাদুয়ার টি কোম্পানি কালীপুজোর সূচনা করে। কয়েক বছর আগে রাজস্থান থেকে কালো পাথরের কালী মূর্তি আনা হয়েছে। স্থায়ী মন্দিরে দেবীর পুজো হয়। পুজোর দিন প্রায় ৫ কুন্টাল চাল ডালের খিচুড়ি হয়।
উদ্যোক্তাদের তরফে প্রভাত মুখোপাধ্যায় জানান, মূলত চা বাগিচার শ্রমিক, অফিসার, কর্মীদের জন্য ওই পুজো শুরু হয়। ধীরে ধীরে শুরু হয় মেলা। যা বর্তমানে ডুয়ার্সের অন্যতম বড় মেলায় পরিণত হয়েছে। মেলায় উত্তরপ্রদেশ, অসম-সহ বিভিন্ন রাজ্য থেকে দোকানদাররা আসেন। মেলা কমিটির অফিস সম্পাদক কুমারদীপ চৌধুরী জানান, এবার প্রায় ৩০০ দোকান মেলায় বসবে। খাবার থেকে পোশাক, বাসনপত্র, নাগোরদোলা এবং সার্কাস সবই মেলায় থাকে। এবার মেলার উদ্বোধন করবেন রাজ্যের বনমন্ত্রী হিতেন বর্মন। উপস্থিত থাকবেন এলাকার বিধায়ক উইলসন চম্প্রামারি, সাংসদ মনোহর তিরকে। |