ধূপগুড়িতে ভূতের দল
নিজস্ব সংবাদদাতা • ধূপগুড়ি |
এত দিন সেলুলয়েডের পর্দায় ছিল ওঁরা। নিজেদের ভবিষ্যত জানতে এ বার ডুয়ার্সে পাড়ি জমাতে দল বেঁধেছে কলকাতার বাবু ভূতেরা। দীপাবলির রাত থেকে তারা দাপিয়ে বেড়াবে ধূপগুড়ি শহরে। খোঁজ করবে ছোট্ট গ্রাম থেকে পাল্টে যাওয়া জনপদের ইঁট কংক্রিটের জঙ্গলে হারানো অন্য ভুতেদের ঠিকানা। আলোর উৎসবে এসটিএস ক্লাবের আয়োজনের সাক্ষী থাকবেন উত্তরবঙ্গের দর্শনার্থীরা। রাতের ক্যানভাসে চন্দন নগরের শিল্পীদের আলোর মায়াবী জাদুতে শুধু কী বাবু ভূতেরা রাজত্ব করবে? ক্লাবের ৪৩ বছরের পুজোয় বিস্ময়ের অন্ত নেই। জনস্রোতে গা ভাসাতে ভূতেরা কখন যে ধূপগুড়ি-ফালাকাটা রোড ধরে পৌঁছে নিয়ে যাবে অন্য জগতে কেউ টের পাবে না। গা ছমছম করা পরিবেশ। কিন্তু এতটুকু ভয় নেই কারণ, কোনও প্রেতাত্মার আর্তনাদ নেই। সেখানে অভিভাবকরা শিশুর কৌতূহল মেটাতে গিয়ে ঠিক উপলব্ধি করবেন--‘বিপন্ন বন্যপ্রাণ’দের। আলোর খেলায় স্পষ্ট হবে মানুষের অমানবিক আচরণে বেড়ে চলা বুনোদের দুর্দশা ছবিও। দক্ষিণ ভারতের মন্দিরের আদলে তৈরি প্রায় ৮০ ফুট উঁচু এবং ৯০ ফুট চওড়া মণ্ডপের শরীর জুড়ে ভেলভেটের উপরে পাটকাঠির নিখুঁত কারুকাজ থাকছে মন্ডপে। মেদিনীপুর ও নদীয়ার একদল কারু শিল্পীর প্রায় আড়াই মাসের পরিশ্রমের সৃষ্টি ওই মণ্ডপ। থকলকাতা কুমোরটুলির প্রদীপ রুদ্র পালের তৈরি প্রতিমা। ক্লাবের পুজো কমিটির সম্পাদক অনিরূদ্ধ দাশগুপ্ত এবং কোষাধ্যক্ষ শিবু চক্রবর্তী জানান, এবার উদ্বোধনী অনুষ্ঠানে অসমের বিহু শিল্পীরা থাকবেন। তাঁদের নৃত্যের ছন্দে ১ নভেম্বর সন্ধ্যায় খুলে যাবে মণ্ডপের সিংহদুয়ার। শুরু হবে আঁধার থেকে আলোয় উত্তরণের উৎসব। মণ্ডপে উপচে পড়া ভিড় সামাল দিতে সতর্কতা হিসেবে এ বার ক্লাবের পক্ষ থেকে প্রাইভেট এজেন্সির নিরাপত্তা কর্মী নিয়োগের সিদ্ধান্ত হয়েছে। পুরুলিয়ার ছোউ নৃত্যের ছন্দে প্রতিমা নিরঞ্জন হবে ৮ নভেম্বর সন্ধ্যায়।
|
দুর্ঘটনায় মৃত্যু
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
ট্রাকের ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। সোমবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির প্রধাননগর থানার দার্জিলিং মোড় এলাকায়। পুলিশ জানায়, মৃত ব্যক্তির নাম নিমাই ব্রজবাসী (৩৫)। বাড়ি মাটিগাড়ার প্রমোদনগরে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এ দিন সন্ধ্যায় প্রবল বৃষ্টির মধ্যে শিলিগুড়ি শহর থেকে মাটিগাড়ায় ফিরছিলেন তিনি। আচমকা সামনে একটি ট্রাক চলে আসায় তিনি ব্রেক কষেন। তবে সন্ধ্যায় বৃষ্টির হওয়ায় ভিজে রাস্তায় বাইকের চাকা পিছলে যায়। তাতেই বিপত্তি ঘটে। বাইক সমেত নিমাইবাবু ট্রাকের তলায় চাপা পড়েন। শিলিগুড়ি জেলা হাসপাতালে তাঁকে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। পুলিশ ট্রাকের চালককে গ্রেফতার করেছে।
|
প্রবেশদ্বার উদ্বোধন
নিজস্ব সংবাদদাতা • শিলিগুড়ি |
জলপাইগুড়ি-ডাবগ্রাম শিল্পাঞ্চলের সীমানা প্রাচীর এবং প্রবেশদ্বার তৈরি করে তা উদ্বোধন করা হল। সোমবার দুপুরে উদ্বোধন করেন ফুলবাড়ি-১ পঞ্চায়েতের প্রধান তপন সিংহ। জলপাইগুড়ি-ডাবগ্রাম ইন্ডাস্ট্রি ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সভাপতি মোহন দেবনাথ জানিয়েছেন, মূলত নিরাপত্তার দিকটি মাথায় রেখেই সীমানা প্রাচীর এবং এই প্রবেশদ্বার তৈরি করা হয়েছে। |