দামের লাগাম ধরতে সব বাজারেই তালিকা, নির্দেশ
ড়া হারে শাক-সব্জি বিক্রির প্রবণতায় রাশ টানতে প্রতিটি বাজারে দামের তালিকা টাঙানোর নির্দেশ দিল মহকুমা প্রশাসন। সোমবার শিলিগুড়ি মহকুমাশাসকের দফতর থেকে ওই নির্দেশ দেওয়া হয়। সেই অনুযায়ী, খুচরো বাজারগুলিতে প্রতিদিন সবজির পাইকারি বাজার দর এবং খুচরো দর টাঙাতে হবে। দাম নিয়ন্ত্রণে আজ, মঙ্গলবার থেকে নজরদারি চালাবে ‘টাস্ক ফোর্স’। এ দিন মহকুমাশাসকের দফতরে কৃষি বিপণন, নিয়ন্ত্রিত বাজার সমিতি, লিগ্যাল মেট্রলজি, দুর্নীতিদমন শাখার আধিকারিকদের নিয়ে বৈঠক হয়। সেখানেই এ ব্যাপারে সিদ্ধান্ত হয়। মহকুমাশাসকের দফতর থেকে বিভিন্ন বাজারের ব্যবসায়ী সমিতিগুলিকে শীঘ্রই তা জানিয়ে দেওয়ার প্রক্রিয়াও শুরু হয়েছে।
বিধান মার্কেট, সুভাষপল্লি বাজার, হায়দরপাড়া বাজার-সহ শিলিগুড়ির বিভিন্ন বাজারে আনাজের চড়া দাম নিয়ে অভিযোগ রয়েছে। পাইকারি দরের চেয়ে দ্বিগুন, তিনগুন দামে ব্যবসায়ীরা সব্জি বিক্রি করলেও দাম নিয়ন্ত্রণে প্রশাসনের তরফে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন তা নিয়ে অভিযোগ ওঠে। মহকুমাশাসক দীপাপ প্রিয়া বলেন, “বিভিন্ন বাজারে সব্জির দাম নিয়ে অভিযোগ রয়েছে। সমস্যা মেটাতে ও বাসিন্দারা যাতে বিপাকে না পড়েন সে জন্য টাস্ক ফোর্স গঠন করা হয়েছে। শহরের বিভিন্ন বাজারে মঙ্গলবার থেকে তারা লাগাতার নজরদারি চালাবে। বাজারগুলিতে রোজ সব্জির পাইকারি দর এবং খুচরো দরের তালিকা টাঙাতে হবে।”
লক্ষ্মীপুজোর আগে থেকেই বাজারে সব্জির দাম চড়া হলেও তা নিয়ন্ত্রণে প্রশাসনের তরফে তেমন কোনও উদ্যোগ চোখে পড়েনি বলে বাসিন্দারা অভিযোগ তোলেন। তাতে ৭০-৮০ টাকা প্রতি কেজি দরে এখনও পেঁয়াজ কিনতে হচ্ছে। পাহাড়ের আলু ৩২-৩৫ টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে। আদা ১৪০ টাকা কেজি-ও পৌঁছয় একসময়। অন্য সব্জির চড়া দাম নিয়েও বাসিন্দারা সরব হন। সম্প্রতি দু’য়েক দিন টাস্ক ফোর্স কয়কেটি বাজারে ঘুরলেও সব্জির দাম সেই আকাশ ছোঁয়াই রয়ে গিয়েছে। পাইকারি দর এবং খুচরো দরের মধ্যে অনেক তফাত থাকায় তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকী এখনও বাজারে সব্জির দামের সেই বাড়বাড়ন্ত চলছেই। তাতে বাসিন্দাদের সমস্যা হচ্ছে।
মহকুমাশাসকের দফতর সূত্রে জানানো হয়েছে সমস্যা মেটাতে, এ দিন নিয়ন্ত্রিত বাজার সমিতির পরিদর্শক, কৃষি বিপণন দফতরের সহকারি কৃষি বিপণন আধিকারিক, লিগ্যাল মেট্রলজি বিভাগের পরিদর্শক, দুর্নীতি দমন শাখার পুলিশ আধিকারিক, মহকুমাশাসকের দফতরের একজন ডেপুটি ম্যাজিস্ট্রেটকে নিয়ে নতুন ভাবে টাস্ক ফোর্স তৈরি করা হয়। মঙ্গলবার থেকে ওই দলটি বিভিন্ন বাজারে লাগাতার অভিযান চালাবে।
ইতিমধ্যেই ব্যবসায়ী সমিতির কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে এক দফায় বাজারগুলিতে পেঁয়াজ, আলু, রসুন, আদার দামের তালিকা টাঙাতে বলা হয়েছিল। কয়েকটি বাজারে তা কার্যকর হলেও অনেক বাজারেই তা মানা হচ্ছে না বলে অভিযোগ। ব্যবসায়ী সমিতিগুলিকে তাই চিঠি পাঠিয়ে সে ব্যাপারে সুস্পষ্ট নির্দেশ দেওয়া হচ্ছে।
সব্জির চড়া দামের কারণ নিয়ে ব্যবসায়ীরা নানা কথাও বলছেন। তাঁদের একাংশ দাবি করেছেন, পাইকারি বাজার দর বেশি থাকাতেই খুচরো ব্যবসায় সবজির দাম বেশি হচ্ছে। আবার অনেকের দাবি, পাইকারি বাজার দর যথাযথ জানানো হচ্ছে না। অনেকে প্রশাসনের নির্দেশ মেনে তালিকাও টাঙিয়েছেন বলে জানান। শিলিগুড়ি বিধান মার্কেট খুচরা ফল ও সব্জি ব্যবসায়ী সমিতির সম্পাদক সুবল সাহা জানান, তারা আলু, পেঁয়াজ, আদা এবং রসুনের খুচরো বাজার দরের তালিকা টাঙিয়ে দিচ্ছেন। সেই মতো এ দিন ৩ রকম আলু, ১৭, ২২ এবং ৩০-৩২ টাকা করে প্রতি কেজি বিক্রি হয়েছে। প্রতি কিলোগ্রাম পেঁয়াজ বিক্রি হয়েছে ৭০ টাকা, আদা ৭০ টাকা এবং রসুন ৫০ টাকা দরে। শিলিগুড়ি নিয়ন্ত্রিত বাজার সমিতির দেওয়া তালিকায় এ দিন একাংশ সব্জির পাইকার দর অবশ্য অনেক কম ছিল।
সোমবারের দর
পাইকারি খুচরো
আলু ১৫/ ১৮/২৮
১৭/২৪/ ৩২-৩৫
পেঁয়াজ ৪০-৫৫ ৭০-৮০
আদা ৩৫ ৭০
রসুন ২০-৪০ ৫০-৬০
বেগুন ১০-১২ ২০-২৫
ফুলকপি ১৫-২০ ২৫-৩০
বাঁধাকপি ১৬ ২০-২৫
কাঁচালঙ্কা ১৫-২০ ৪০-৪৫
শিলিগুড়ির বিভিন্ন বাজারের দর। প্রতি কেজি দর টাকায়।

পুরনো খবর:





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.