স্টেশন নিয়ে স্মারকলিপি
নিজস্ব সংবাদদাতা • বলরামপুর |
হাওড়া-রাঁচি ইন্টারসিটি এক্সপ্রেসের বরাভূম(বলরামপুর) স্টেশনে থামানো, আসানসোল-চেন্নাই (সাপ্তাহিক) ট্রেনের এই স্টেশনে স্টপ, বরাভূমকে মডেল স্টেশনে রূপান্তরিত করা, স্টেশনে ঠান্ডা পানীয় জলের ব্যবস্থা করা, স্টেশনের বাইরে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা, বাঘমুণ্ডি-বলরামপুর রাস্তায় রেল লাইনের উপর উড়ালপুল গড়া-সহ পনেরো দফা দাবিতে স্টেশন ম্যানেজারকে স্মারকলিপি দিয়েছে কংগ্রেস। ছিলেন বিধায়ক নেপাল মাহাতো, ব্লক কংগ্রেস সভাপতি সুভাষ দাস, দলের জেলা সহ-সভাপতি রথীন্দ্রনাথ মাহাতো। বরাভূমের স্টেশন ম্যানেজার ভবতারণ মুর্মু বলেন, “দাবিপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে।”
|
দেহ উদ্ধার
নিজস্ব সংবাদদাতা • বাঁকুড়া |
দ্বারকেশ্বর নদের ধার থেকে এক তরুণের দেহ উদ্ধার করল পুলিশ। ঘটনাটি ঘটেছে বাঁকুড়া সদর থানার রাজগ্রামে। পুলিশ জানায়, মৃত সুমন কারক (১৭) রবিবার দুপুরে রাজগ্রাম লাগোয়া দ্বারকেশ্বরে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে যায়। জলে তলিয়ে তার মৃত্যু হয়ে বলে প্রাথমিক ভাবে পুলিশের অনুমান।
|
ছবির প্রদর্শনী
নিজস্ব সংবাদদাতা • বড়জোড়া |
ছাত্রছাত্রীদের হাতে আঁকা ছবির প্রদর্শনী শুরু করল বড়জোড়ার প্রতিবন্ধী ছেলেমেয়েদের স্কুল ‘আশার আলো’। সোমবার এই অনুষ্ঠানের উদ্বোধন করেন বড়জোড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান অর্চিতা বিদ। আয়োজক সংস্থার সম্পাদিকা সোমা মুখোপাধ্যায় বলেন, “ছাত্রছাত্রীদের উসাহ দিতেই এই উদ্যোগ।” |