গৃহকর্তা বাড়িতে না থাকার সুযোগে গ্রিল ও দরজা ভেঙে বাড়িতে লুঠপাট চালিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা। বসিরহাট থানার মাটিয়ায় শনিবার রাতে এই ডাকাতি হয়। বাড়ির মালিক মধুসূদন সরকারের দাবি, দুষ্কৃতীরা ৮-১০ ভরি সোনার গয়না, ১২ হাজার টাকা ও অন্যান্য জিনিসপত্র নিয়ে গিয়েছে। থানায় এ ব্যাপারে অভিযোগও দায়ের করেছেন তিনি। পুলিশ তদন্তে নামলেও এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পরেনি। জিনিসপত্রও উদ্ধার হয়নি। প্রসঙ্গত, দিন কয়েক আগে বসিরহাটেরই দন্ডিরহাটের বাঁশঝাড়ি গ্রামে একই ভাবে বাড়িতে ঢুকে লুঠপাট চালায় দুষ্কৃতীরা।
|
‘পুরাতত্ত্বের আলোকে চন্দ্রকেতুগড়’ র্শীষক এক আলোকচিত্র প্রদর্শনী হয়ে গেল দেগঙ্গার বেড়াচাঁপার দেউলিয়া জুনিয়র বেসিক স্কুলে। ২২ থেকে ২৮ অক্টোবর পর্যন্ত এই প্রদর্শনীতে ছিল আলোচনা সভা, স্লাইড শো ও সাংস্কৃতিক অনুষ্ঠান। প্রাক মৌর্য্য যুগ থেকে মৌর্য্য, কুষাণ, পাল, চন্দ্র ও সেন যুগ পর্যন্ত সময়কালের বহুবিধ পোড়ামাটির শিল্পকর্ম চন্দ্রকেতুগড়ে পাওয়া গিয়েছে। তেমনই ৮৬টি শিল্পকর্মের ছবি নিয়ে ছিল এই প্রদর্শনী। উপস্থিত ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রত্ন বিভাগের অধ্যাপক রূপেন্দ্র চট্টোপাধ্যায়, ভারতীয় পুরাতত্ত্ব সর্বেক্ষণ প্রত্নতত্ত্ববিদ গৌতম হালদার। রাজ্য প্রত্ন সংগ্রহশালার দিলীপ দত্তগুপ্ত, বিডিও মানস মণ্ডল।
|
হাড়োয়ায় ধৃত হরিয়ানার দুষ্কৃতী |
দিল্লিতে এক পুলিশ কনস্টেবলকে খুনের ঘটনায় অভিযুক্ত দুষ্কৃতী আত্মগোপন করে ছিল বসিরহাটের হাড়োয়ায়। স্থানীয় পুলিশকে সঙ্গে নিয়ে দিল্লি অপরাধদমন শাখার একটি দল অভিযান চালিয়ে শনিবার রাতে নজরনগর গ্রাম থেকে গ্রেফতার করে মান্নান ওরফে বার্ধান নামে ওই দুষ্কৃতীকে। গত বছর মে মাসে নয়াদিল্লি থেকে গরু-ভর্তি ট্রাক নিয়ে হরিয়ানার দিকে যাচ্ছিল দুষ্কৃতীদের একটি দল। নরেশ কুমার নামে এক কনস্টেবল লরিটি আটকনোর চেষ্টা করলে তাঁকে পিষে দেয় দুষ্কৃতীরা।
|
শাশুড়ি-বৌমার ঝগড়া। রেগেমেগে শ্বশুরবাড়ি ছেড়ে গ্রামের সীমান্তে নদী পেরিয়ে বাপের বাড়ি চলে গিয়েছিলেন সাবিনা বিবি। তারপর বাবাকে নিয়ে হাজির হন মুর্শিদাবাদের সাগরদিঘির বালাগাছি গ্রামে শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়ির উঠোনে পা দিতেই মুখ ঝামটা দিয়ে ওঠেন শাশুড়ি খুদিমন বিবি (৪২)। কাটারি হাতে খুদিমনকে এলোপাথাড়ি কোপাতে থাকেন সাবিনার বাবা কুদ্দুস। গ্রেফতার করা হয় তাকে। |