মনোনয়ন জমা ঘিরে দিনভর উত্তেজনা হাওড়ায়
কাধিক বিক্ষুব্ধ প্রার্থী নিয়ে সমস্যা, প্রার্থী মনোনয়ন নিয়ে বিক্ষোভ মিছিল সবই ছিল। কিন্তু প্রার্থী তালিকা ঘোষণার পরের দিনই অধিকাংশ মনোনয়ন জমা দিল তৃণমূল। সোমবার সকাল ১০টা থেকে ৫টা পর্যন্ত হাওড়া পুরসভা ও আদালত চত্বর চলে গিয়েছিল কার্যত তৃণমূল নেতা ও কর্মীদেরই দখলে। সবুজ আবির উড়িয়ে, মিছিল করে মনোনয়ন জমা দিলেন হাওড়া পুরসভা নির্বাচনে তৃণমূল প্রার্থীরা।
আগামী ২২ নভেম্বর হাওড়া পুরসভার ৫০টি আসনে নির্বাচন। দীর্ঘ ২৯ বছর বামফ্রন্টের হাতে পুরবোর্ড দখলে থাকার পরে বর্তমান রাজনৈতিক পরিস্থিতে এ বারের নির্বাচন খুবই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তরবঙ্গে থেকে ফেরার পরদিনই রবিবার বিকেলে ৪৬টি আসনে প্রার্থী তালিকা ঘোষণা করে তৃণমূল। পরে আরও তিনটি ওয়ার্ডের প্রার্থীদের নাম জানায়। গত শুক্রবার রাতে বালিটিকুরিতে দুষ্কৃতীদের আক্রমণে চোখের পাশে গুলি লাগে ৫০ নম্বর ওয়ার্ডে প্রার্থীপদের অন্যতম দাবিদার সৌমেন বন্দ্যোপাধ্যায়ের। তিনি হাসপাতালে থাকার কারণে প্রার্থী তালিকায় ওই ওয়ার্ডে দু’জনের নাম ঘোষণা করা হয়েছিল। তবে এ দিন গুরুতর আহত সৌমেনবাবুকে হাসপাতাল থেকে অ্যাম্বুল্যান্সে করে মনোনয়নপত্র জমা দিতে আনা হয়। পরে ফের অ্যাম্বুল্যান্সে করেই হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় তাঁকে। তৃণমূল সূত্রে জানা গিয়েছে, একমাত্র ৪৭ নম্বর ওয়ার্ডে প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। আজ, মঙ্গলবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিনে তা ঘোষণা করা হবে।
এ দিন বেলা বাড়ার সঙ্গে সঙ্গে হাওড়া আদালত সংলগ্ন প্রশাসনিক ভবনে মনোনয়ন জমা দেওয়ার জন্য বিভিন্ন ওর্য়াড থেকে একের পর এক প্রার্থীকে নিয়ে মিছিল আসতে শুরু করে। এর মধ্যে ৩৫ নম্বর ওয়ার্ডে এ বারের নির্বাচনে বামফ্রন্টের প্রার্থী হিসেবে ঘোষিত জনতা দল সেকুলারের প্রার্থী প্রদীপ তেওয়ারিকে ওই ওয়ার্ডেই তৃণমূলের প্রার্থী করায় বিক্ষোভ মিছিল করেন এলাকার তৃণমূল সমর্থকেরা। বিক্ষোভকারীরা ৩৫ নম্বর ওয়ার্ডের কংগ্রেস প্রার্থী বিনয় সিংহের সমর্থনে কংগ্রেসের সঙ্গে তৃণমূলের পতাকা নিয়ে মিছিল করে পুরসভায় এসে বিক্ষোভ দেখান।
এ দিন তৃণমূলের অধিকাংশ মনোনয়ন জমা পড়লেও মনোনয়ন জমা দেননি ২৮ নম্বর ওয়ার্ডে মনোনীত তৃণমূল প্রার্থী চিকিৎসক রথীন চক্রবর্তী। তৃণমূলের মেয়র পদপ্রার্থী রথীনবাবু আজ, মঙ্গলবার তাঁর মনোনয়নপত্র জমা দেবেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। এ দিকে, কংগ্রেস থেকে তৃণমূলে যোগ দেওয়া গত বারের বিজয়ী আশিস বসুকে দল প্রার্থী না করায় তিনি এ দিন ২৮ নম্বর ওয়ার্ডের নির্দল প্রার্থী হিসেবে মনোনয়ন পেশ করেছেন। দল টিকিট না দেওয়ায় বিক্ষুব্ধ প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন ৮ নম্বর ওয়ার্ডে স্বপ্নেন্দু সাহা, ৪৪ নম্বর ওয়ার্ডের বীথিকা পাঁজা, ৫০ নম্বর ওয়ার্ডের ত্রিলোচন মণ্ডল।
বিক্ষুব্ধ প্রার্থী প্রসঙ্গে জেলা তৃণমূলের সভাপতি অরূপ রায় বলেন, “মনোনয়ন পেশের দিনে এ রকম অনেকেই জমা দেন। পরে তুলেও নেন। এত বড় দলে এ রকম হতেই পারে। তবে যাঁরা দলের অনুগত, আমারা চাইব তাঁরা সকলে দলের স্বার্থে নির্বাচনে ঝাঁপিয়ে পড়বেন। কারণ এ বার আমাদের জয় নিশ্চিত।”





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.