টানা বর্ষণে ক্ষয়ক্ষতির পরিমাণ বেড়েই চলেছে বসিরহাটের স্বরূপনগর ও বাদুড়িয়ার প্লাবিত এলাকায়। ফসল ও সব্জি নষ্ট হওয়ায় মাথায় হাত চাষিদের। বেশিরভাগই ঋণ নিয়ে চাষ করেছিলেন। ফসল নষ্ট হওয়ায় কী ভাবে ঋণ শোধ করবেন সেই দুশ্চিন্তায় তাঁদের ঘুম উড়েছে। তবে মহকুমা কৃষি দফতর সূত্রে জানানো হয়েছে, শস্য বিমার আওতায় থাকা কৃষকেরা সরকারি সাহায্য পাবেন। স্বরূপনগরের বিডিও অর্ণব রায় বলেন, “ব্লক কৃষি আধিকারিককে ফসলের ক্ষয়ক্ষতি খতিয়ে দেখে দ্রুত রিপোর্ট দিতে বলা হয়েছে। কৃষকেরা যাতে ক্ষয়ক্ষতির জন্য সাহায্য পান, তার জন্য ওই রিপোর্ট সংশ্লিষ্ট দফতরে পাঠানো হবে।” |
বসিরহাট মহকুমা কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে, বাদুড়িয়ার চাতরা, স্বরূপনগরের শাঁড়াপুল-নির্মাণ, শগুনা, চারঘাট-সহ পাঁচটি পঞ্চায়েত এলাকায় প্রায় এক কোটি টাকার উপর ফসলের ক্ষতি হয়েছে। অতিবর্ষণে দুর্গাপুজোর আগেই ইছামতী, সোনাই নদী, রত্না ও মেদিয়া খাল, বাওড়ে জল ছাপিয়ে বাদুড়িয়ার চাতরা-সহ স্বরূপনগরের পাঁচটি পঞ্চায়েতের কুড়ি-পঁচিশটি গ্রাম জলমগ্ন হয়ে পড়ে। এর মধ্যে ফের বৃষ্টিতে ধান, কলা, উচ্ছে, পটল ইত্যাদি চাষের ব্যাপক ক্ষতি হয়েছে। কৃষি দফতর জানিয়েছে, বাদুড়িয়ায় প্রায় ৬১ হেক্টর জমির আউশ ধানের ক্ষতি হয়েছে। ১৪০ হেক্টর জমিতে ক্ষতি হয়েছে আমনের। স্বরূপনগরে আবার ১৯১ হেক্টর আউশ ও ১০৪ হেক্টরে আমনের ক্ষতি হয়েছে। ২০ হেক্টরে গাঁদা ফুলের চাষ হয়েছিল। প্রায় পুরোটাই নষ্ট হয়েছে। বাদুড়িয়ায় ১০০ হেক্টর ও স্বরূপনগরে ১৫০ হেক্টর জমিতে শীতকালীন সব্জির চাষ ক্ষতিগ্রস্ত হয়েছে। দুই ব্লকে ৬০০ হেক্টর কলা চাষের প্রায় বড় অংশই ক্ষতিগ্রস্ত।
২৫ কাঠা জমিতে কলা গাছ চাষ করেছিলেন সুকুমার মল্লিক। প্রায় সবটাই নষ্ট হয়েছে। তাঁর কথায়, “প্রায় দেড় লাখ টাকা ঋণ করেছিলাম। মহাজনের ঋণ কী ভাবে শোধ করব জানি না।” সোমবার স্বরূপনগরের চারঘাট অঞ্চলে চাতরা শ্রীরামকৃষ্ণ বিবেকানন্দ সেবাশ্রমের পক্ষ থেকে দুর্গতদের ত্রাণ বিলি করা হয়।
মহকুমা কৃষি আধিকারিক মুরারিমোহন বরকন্দাজ বলেন, “আউশ-আমন মিলিয়ে প্রায় ৬০ লক্ষ টাকা ও সব্জিতে প্রায় ১৫ লক্ষ টাকা ক্ষতি হয়েছে। এখনও মৌসুমী বায়ু সক্রিয় থাকায় মাঝেমধ্যে যে ভাবে বৃষ্টি হচ্ছে, তাতে ক্ষতি আরও বাড়বে বলে মনে করা হচ্ছে।” তবে মহকুমা কৃষি দফতরের আশ্বাস, ক্ষতিগ্রস্ত কৃষকদের শস্যবীজ, ডাল ও সর্ষে বীজ দিয়ে সরকারি সাহায্য করা হবে। যারা এখনও কিষান ক্রেডিট কার্ড করেননি, তাদের দ্রুত ওই কার্ড করার জন্য বলা হয়েছে।
|