সোমবার সন্ধ্যায় বিজয়া সম্মেলনে শিল্পমহলকে আমন্ত্রণ জানিয়েছিল রাজ্য। তার কয়েক ঘণ্টা আগেই এ দিন দুপুরে সিঙ্গুর-সমস্যা নিয়ে পূর্বতন বাম সরকারের দিকে অভিযোগের আঙুল তুললেন শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আর তাৎপর্যপূর্ণ ভাবে এ বিষয়ে টাটাদের নাম এক বারও উল্লেখ করলেন না তিনি। এ দিন শিল্পমন্ত্রী বলেন, সিঙ্গুরে শিল্পের জন্য বহু ফসলি জমি বাছা ভুল হয়েছিল। এবং সেই ভুল করেছিল রাজ্য সরকার। এর জন্য কোনও সংস্থাকে দোষারোপ করা অনুচিত। এর পরই তাঁকে প্রশ্ন করা হয়, ভুলের দায় কি টাটাদের উপরও বর্তায় না? উত্তরে তিনি বলেন, “সিঙ্গুরে ভুল জমি বাছা হয়েছিল। তা করেছিল রাজ্যই।” শিল্পমন্ত্রীর এই মন্তব্যে কিছুটা আশার আলো দেখছে শিল্পমহল। কারণ, এ দিন সিঙ্গুরে শিল্পের জন্য বহু ফসলি জমি বাছার দায় পুরোপুরি পূর্বতন বাম সরকারের উপর চাপিয়ে দিয়েছেন পার্থবাবু। এক বারও নাম করেননি টাটা গোষ্ঠীর। এ প্রসঙ্গে বেঙ্গল চেম্বার অফ কমার্সের প্রেসিডেন্ট কল্লোল দত্ত বলেন, “এই ইতিবাচক বার্তা স্বাগত। এতে স্পষ্ট যে, কোনও শিল্পগোষ্ঠীর সঙ্গে রাজ্যের বিরোধ নেই।” অবশ্য সার্বিক ভাবে জমি নিয়ে নিজেদের পুরনো অবস্থানে এ দিনও অনড় থেকেছেন শিল্পমন্ত্রী। এমসিসি চেম্বার অফ কমার্সের মঞ্চ থেকে তিনি বলেন, “সেজ নীতি আমরা মানি না। জোর করে জমি নেওয়ার আমরা বিরোধী।” সিঙ্গুরে অনিচ্ছুক কৃষকদের ৪০০ একর জমি ফিরিয়ে দেওয়া হবে বলেও তাঁর দাবি।
|
দিল্লি পুলিশের কর্মী পরিচয় দিয়ে এক যুবকের বিরুদ্ধে নানা অনৈতিক কাজকর্ম করার অভিযোগ আসছিল। সোমবার চণ্ডীতলা থানার পুলিশ মৃগাঙ্ক বরুয়া নামে ওই যুবককে শিয়াখালা থেকে গ্রেফতার করে। পুলিশ জানায়, ওই যুবকের বাড়ি আদতে দুর্গাপুরে। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র পাওয়া গিয়েছে।
|
গঙ্গায় হাবুডুবু খাচ্ছেন এক তরুণী। হাত তুলে বাঁচানোর আর্তিও করছেন। পাড়ে দাঁড়িয়ে তা দেখছিলেন এক দল লোক। কিন্তু সাহায্য করতে এগোননি। অবশেষে পুলিশ, দুই সাংবাদিক এবং মাঝিদের তৎপরতায় উদ্ধার হন তিনি। পুলিশ জানায়, সোমবার রাত আটটা নাগাদ বালি ব্রিজ থেকে গঙ্গায় ঝাঁপ মারেন এক তরুণী। খবর পেয়ে বালি নিমতলার ঘাটে পুলিশের সঙ্গেই পৌঁছন দুই বৈদ্যুতিন মাধ্যমের সাংবাদিক। তরুণীকে হাবুডুবু খেতে দেখে পুলিশ এবং মাঝিদের সঙ্গে নৌকো নিয়ে মাঝগঙ্গায় যান ওই দুই সাংবাদিকও। এর পরে সকলে মিলে তরুণীকে উদ্ধার করে নিয়ে যান টি এল জায়সবাল হাসপাতালে।
|
বেগমপুরে এলাকায় তল্লাশি চালিয়ে সোমবার ১২০০ কিলো বাজি উদ্ধার করে পুলিশ। |