শ্রীরামপুর মহকুমা ক্রীড়া সংস্থা আয়োজিত সুপার ডিভিশন ফুটবলের সেমিফাইনালে উঠল রিষড়া অরোরা ক্লাব। রবিবার চাঁপদানির ইন্দিরা ময়দানে চতুর্থ কোয়ার্টার ফাইনালে তারা ৪-২ গোলে হারায় মাহেশ ছাত্র সঙ্ঘকে। প্রথমার্ধে এক গোলে এগিয়ে ছিল অরোরা। দ্বিতীয়ার্ধে তেড়েফুড়ে খেলে ছাত্র সঙ্ঘের জালে আরও তিন বার বল জড়িয়ে দেয় তারা। ৪ গোলে পিছিয়ে থাকা অবস্থায় ২টি গোল শোধ করে কিছুটা মান বাচায় মাহেশের ক্লাবটি। অরোরার গোলদাতা বিশ্বজিৎ বৈদ্য, মহম্মদ আলি সোমনাথ চক্রবর্তী এবং সৌমদীপ পুততুণ্ড। ছাত্র সঙ্ঘের হয়ে গোল দু’টি করেন বাসুদেব বেরা ও তন্ময় সাঁতরা। আগেই সেমিফাইনালে উঠেছে ভদ্রেশ্বর ইউএসি, কোন্নগর ফ্রেন্ডস ইউনিয়ন এবং রিষড়া স্পোর্টিং ক্লাব। শনিবার তৃতীয় কোয়ার্টার ফাইনালে তমাল মুখোপাধ্যায় এবং কৌশিক শূরের গোলে ভদ্রেশ্বর ইউএসি ২-০ গোলে হারায় বৈদ্যবাটি কৃষ্টিচক্রকে। তার আগের দিন ভদ্রেশ্বর সবুজ পরিষদকে ২-০ ব্যবধানে হারায় ফ্রেন্ডস ইউনিয়ন। গোলদাতা শিলাদিত্য শেঠ এবং তারকেশ্বর চক্রবর্তী। বৃহস্পতিবার প্রথম কোয়ার্টার ফাইনালে রিষড়া স্পোর্টিং এবং দি শেওড়াফুলি ক্লাবের খেলার নিষ্পত্তি হয় টাইব্রেকারে। নির্ধারিত সময়ে দু’দলই একটি করে গোল করে। শ্রীকান্ত মালিকের গোলে এগিয়ে যায় রিষড়ার দলটি। শেওড়াফুলি ক্লাবের পক্ষে রাজা ভাণ্ডারী গোল শোধ করেন। টাইব্রেকারে রিষড়া স্পোর্টিং ৫-৩ গোলে জিতে যায়। মহকুমা ক্রীড়া সংস্থা সূত্রের খবর, মঙ্গলবার প্রথম সেমিফাইনালে ইউএসি মুখোমুখি হবে ফ্রেন্ডস ইউনিয়নের। পরের দিন রিষড়া স্পোর্টিং খেলবে রিষড়া অরোরার বিপক্ষে। ফাইনাল পয়লা নভেম্বর। |