কোন এলাকা কার, এই নিয়ে দিন কয়েক আগে বচসা হয়েছিল নিউ টাউন থানার পুলিশ ও লেদার কমপ্লেক্স থানার মধ্যে। একটি পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে ওই বচসা হাতাহাতির পর্যায়ে চলে যায়। এ বার কিন্তু উল্টো ছবি দেখা গেল। সোমবার একটি দুর্ঘটনা ঘটার পর তাদের নিজেদের এলাকা না হওয়া সত্ত্বেও সীমানার কথা মাথায় না রেখে নিউ টাউন থানার পুলিশ দুর্ঘটনাগ্রস্ত মোটরবাইকটিকে উদ্ধার করে।
পরে তারা খবর দেয় লেদার কমপ্লেক্স থানাকে।
সোমবার একটি মোটরবাইক দুর্ঘটনা ঘটে কোচপুকুর এলাকাতে। মনোজ চক্রবর্তী নামে এক যুবক মোটরবাইক দুর্ঘটনায় গুরুতর জখম হন। ওই এলাকাটি লেদার কমপ্লেক্স থানার হলেও সেই সময়ে নিউ টাউন থানার পুলিশ ওই এলাকায় থাকায় তারাই দুর্ঘটনাগ্রস্ত যুবককে ঘটনাস্থল থেকে উদ্ধার করে বিধাননগর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছিল। তার পর তারা লেদার কমপ্লেক্স থানায় খবর দেয়। লেদার কমপ্লেক্স থানার পুলিশ হাসপাতালে এসে ওই আহত যুবকের মোটরবাইক ও জিনিসপত্র নিয়ে যায়। যুবকের বাড়ির লোকদের খবর দেওয়া হয়। বিধাননগর কমিশনারেটের এডিসি সন্তোষ নিম্বলকর বলেন, “সেই সময় ওই এলাকা কার, এটা বিচার করার থেকেও জরুরি ছিল গুরুতর আহত ওই মোটরবাইক চালককে উদ্ধার করা। তাই আমাদের থানার পুলিশই ওই যুবককে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে।” |