অপহরণের চেষ্টা, ধৃত
নিজস্ব সংবাদদাতা |
ট্যাক্সিচালকের তৎপরতায় এক শিশুকন্যাকে অপহরণ করতে ব্যর্থ হল এক ব্যক্তি। পুলিশ তাকে গ্রেফতার করেছে। ধৃতের নাম মহম্মদ জুলফিকার। পুলিশ জানিয়েছে, তালতলায় একটি দোকানে চকোলেট কিনতে গিয়েছিল শিশুটি। জুলফিকার তাকে বড় চকোলেট দেওয়ার লোভ দেখিয়ে ট্যাক্সিতে জোর করে তোলে। তার পরেই ওই শিশুটি চিৎকার জুড়ে দেয়। সেই চিৎকার শুনে ট্যাক্সিচালক তাঁর গাড়ি থামিয়ে দেন। আশপাশের লোকজনও ছুটে এসে শিশুটিকে উদ্ধার করে। ওই ব্যক্তিকে মারধরও করে জনতা। পরে ওই শিশুকন্যাটির কাছ থেকে তার বাড়ির ফোন নম্বর নিয়ে তার বাড়িতে ফোন করে খবর দেওয়া হয়। অভিযুক্ত জুলফিকারকে শেক্সপিয়র সরণি থানার পুলিশের হাতে তুলে দেন ওই এলাকার বাসিন্দারা। পুলিশ ওই শিশুকন্যাটিকে আপাতত একটি সরকারি হোমে পাঠিয়ে দিয়েছে।
|
চলন্ত বাসে পকেট থেকে মোবাইল চুরির চেষ্টার অভিযোগে গ্রেফতার হল এক যুবক। পুলিশ জানায়, সোমবার সকাল দশটা নাগাদ যাদবপুরের বাসিন্দা সুকৃত সেন একটি বেসরকারি বাসে করে যাচ্ছিলেন। তাঁর অভিযোগ, প্রিন্স আনোয়ার শাহ রোডের কাছে চলন্ত বাসে তাঁর প্যান্টের পকেট থেকে মোবাইল চুরি করে পালাতে গেলে বাসের মধ্যেই তাকে যাত্রীরা ধরে ফেলেন। পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। উদ্ধার হয় মোবাইলটিও।
|
সল্টলেকের একটি বেসরকারি কলেজে এক ছাত্রকে র্যাগিং করার অভিযোগে সাসপেন্ড হয়েছিল দুই ছাত্র। পুজোর পরে ফের কলেজ খুলতেই অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগকারী ছাত্রকে হুমকি দেওয়ার অভিযোগ দায়ের হল সোমবার। পুলিশ জানায়, এ দিন কলেজের বাইরে অভিযুক্ত ওই দুই ছাত্র সাদ্দাম শেখ ও রাজবীর সিংহ অভিযোগকারী ছাত্র রিকি দাসকে হুমকি দেয়। অভিযুক্তেরা জামিনে। |