টুকরো খবর
সাজা ফুরোল
দু’বছরেরও কম সময় চার বছরের সাজা খেটে জেল থেকে মুক্তি পেলেন মাইকেল জ্যাকসনের চিকিৎসক কনরাড মারে। এই ঘটনায় ক্ষুব্ধ জ্যাকসন আনুগামীরা সোমবার জেলের বাইরে বিক্ষোভও দেখান। কোনও অপ্রীতিকর ঘটনা এড়াতে জেলের পিছনোর দরজা দিয়ে বার করা হয় মারেকে। তিনি চিকিৎসায় অবহেলা করার ফলেই জ্যাকসনের মৃত্যু হয়েছিল বলে প্রমাণিত হয় আদালতে। তাঁকে সর্বোচ্চ চার বছর পর্যন্ত সাজার নির্দেশ দেন বিচারকেরা। তবে ক্যালিফোর্নিয়ায় আইনে একটি গুরুত্বপূর্ণ বদলে সাজা কার্যত অর্ধেক হয়ে যায় মারের। জেল থেকে বেরিয়ে চিকিৎসার জন্য ফের লাইসেন্স চাইবেন বলেও জানান কনরাড মারে।

পুরনো খবর:
স্পেনেও নজর
ফ্রান্স এবং জার্মানির পর এ বার স্পেনের পালা। তাঁদের দেশের ফোনেও আড়ি পেতেছিল মার্কিন গুপ্তচর সংস্থা (এনএসএ), এই অভিযোগে স্পেনীয় সরকার সোমবার ডেকে পাঠাল সে দেশের রাষ্ট্রদূতকে। স্পেনের সংবাদপত্রে প্রকাশিত হয়েছে, গত বছর ডিসেম্বর থেকে চলতি বছরের জানুয়ারি পর্যন্ত স্পেনীয় নাগরিকের প্রায় ৬ কোটি ফোনে নজরদারি চালিয়েছিল এনএসএ। আড়ি পাতা হয় তাঁদের মেসেজ এবং ই-মেলেও। ওই রিপোর্টের দাবি, সংখ্যার উপরই গুরুত্ব দিয়েছিল এনএসএ। ফোন বা মেসেজে কী তথ্য আদানপ্রদান হচ্ছে, তা নিয়ে মাথা ঘামায়নি ওই সংস্থা।

বাংলাদেশে বনধে দফায় দফায় সংঘর্ষ, হত ৫
বনধ ঘিরে হিংসা ছড়াল বাংলাদেশে। সোমবার বাংলাদেশের বিভিন্ন জায়গায় রাজনৈতিক সংঘর্ষে প্রাণ হারিয়েছেন পাঁচ জন। তাদের মধ্যে ১৪ বছরের একটি ছেলেও রয়েছে। জখম শতাধিক। দেশ জুড়ে ৬০ ঘণ্টার বনধ ডেকেছে বিরোধী দল বিএনপি-নেতৃত্বাধীন ১৮টি দল। সেই বন্ধ সোমবার দু’দিনে পড়ল। সেই সঙ্গে বন্ধকে কেন্দ্র করে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫। বনধে বিপর্যস্ত স্বাভাবিক জনজীবন।

পুরনো খবর:
হাফিজ সঈদ নিয়ে ইমরানের জবাব
পাকিস্তানি রাজনীতিবিদ তথা প্রাক্তন ক্রিকেটার ইমরান খানের সঙ্গে ২৬/১১-এর চক্রী হাফিজ সঈদের যোগাযোগ থাকার অভিযোগ উঠেছিল সম্প্রতি। সোমবার তার উত্তর দিলেন ইমরান নিজেই। একটি সাক্ষাৎকারে তিনি বলেন, এক জন রাজনীতিবিদ হিসেবে কাউকে প্রয়োজন মনে হলে তার সঙ্গে যোগাযোগ রাখা যেতেই পারে। এমনকী হিংসায় বিশ্বাসী কোনও সংগঠনের সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকার মধ্যেও কোনও অপরাধ রয়েছে বলে মনে করেন না তিনি।

বৃহত্তম বিমানবন্দর
যাত্রীদের জন্য খুলে দেওয়া হল বিশ্বের বৃহত্তম বিমানবন্দরটি। আরবের এই বিমানবন্দরটির নাম আল মাকটুম আন্তর্জাতিক বিমানবন্দর। কর্তৃপক্ষ জানান, বিমানবন্দরের পুরো কাজ শেষ হবে ২০২৭ সালে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.