টুকরো খবর
বিস্ফোরণে হত ৫৬ ইরাকে
রবিবার ইরাকে গাড়িবোমা বিস্ফোরণে প্রাণ হারালেন কমপক্ষে ৫৬ জন। আহত বহু। দিনের সব চেয়ে বড় ঘটনাটি ঘটেছে বাগদাদের একটি ঘিঞ্জি বাজারের মধ্যে। সেখানে গাড়ি রাখার জায়গায় সার দিয়ে দাঁড়িয়েছিল দশটি গাড়ি। আধ ঘণ্টার মধ্যে বিস্ফোরণে উড়ে যায় সেই দশটা গাড়ি। চার দিকে কালো ধোঁয়া। পড়ে রইল শুধু রক্তমাখা ৪২ জনের দেহ। ঠিক যেন হলিউডের কোনও ছবির দৃশ্যপট।পুলিশ জানিয়েছে, রবিবার সকাল সাড়ে ন’টা নাগাদ পর পর বিস্ফোরণ ঘটতে থাকে গাড়িগুলিতে। জঙ্গিদের নিশানায় ছিল সাধারণ মানুষ। ওই ঘটনায় নিহত হয়েছেন ৪২ জন। অন্য দিকে, উত্তর ইরাকের মোসুলে একটি আত্মঘাতী বিস্ফোরণে নিহত হয়েছেন ১৪ জন। তার মধ্যে পাঁচ জন সাধারণ মানুষ। গুরুতর আহত আরও ৩০ জন। পুলিশ সূত্রের খবর, মোসুলের একটি ব্যাঙ্কের সামনে বেতন নেওয়ার জন্য অপেক্ষা করছিলেন কয়েক জন সেনা। তখনই এক জঙ্গি গাড়ি নিয়ে আসে। সেই গাড়িতেই বিস্ফোরক ছিল। কোনও কিছু বোঝার আগেই নিমেষে বিস্ফোরণ ঘটে গাড়িটিতে। এ ছাড়াও রবিবার পূর্ব বাগদাদের মাশটাল, বালাদিয়াতে কয়েকটি ছোট বড় বিস্ফোরণের ঘটনা ঘটেছে। রবিবার রাত পর্যন্ত কোনও জঙ্গি সংগঠন দায় স্বীকার করেনি। তবে ঘটনার ধারাবাহিকতা দেখে পুলিশের অনুমান, এই ঘটনার পিছনে রয়েছে আল-কায়দা।

ডেভিড হেডলিকে নিয়ে নতুন তথ্য বইয়ে
কাশ্মীর ও আফগানিস্তানে ভারতীয় ও মার্কিন সেনার কার্যকলাপের বদলা হিসেবেই ২০০৮ সালে মুম্বইয়ে হামলা চালানো হয়েছে বলে দাবি করেছিল ডেভিড হেডলি। অন্তত একটি বইতে তেমনই দাবি করেছেন ডেনমার্কের সাংবাদিক কারে সোরেনসন। এক সময়ে পাকিস্তানের সামরিক স্কুল ক্যাডেট কলেজ হাসান আবদালের ছাত্র ছিল হেডলি। সোরেনসনের দাবি, মুম্বই হামলার কয়েক দিন পরেই ওই ক্যাডেট কলেজের প্রাক্তন ছাত্রদের একটি ‘ই-মেল গ্রুপ’-এ বেশ কিছু মেল পাঠায় হেডলি। তাতে সে লিখেছে, “আফগানিস্তানে মার্কিনরা ডেইজি কাটার বোমা ফেলছে। কাশ্মীরে গত ২০ বছরে ৭০ হাজার মানুষকে খুন করা হয়েছে। মুম্বইয়ে হামলাকে এরই প্রতিক্রিয়া হিসেবে দেখতে হবে।” ভারতীয় নিরাপত্তাবাহিনীকে ব্যঙ্গ করে হেডলির মন্তব্য, “১০ জন ছেলেকে শেষ করতে ৫০০ জন কম্যান্ডোকে বেশ কষ্ট করতে হল।” পাক-বংশোদ্ভূত মার্কিন জঙ্গি হেডলিকে ২০০৯ সালে শিকাগো বিমানবন্দরে গ্রেফতার করে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। গত ২৪ জানুয়ারি মুম্বই হামলায় জড়িত থাকার দায়ে হেডলিকে ৩৫ বছর কারাদণ্ডের আদেশ দিয়েছে মার্কিন আদালত।

পুরনো খবর:

কাবুলে হত ১৮
রাস্তার ধারে রাখা একটি বোমা বিস্ফোরণে নিহত হলেন ১৮ জন। আহত আরও পাঁচ জন। রবিবার আফগানিস্তান গজনি প্রদেশের আন্দার জেলার ঘটনা। পুলিশ জানিয়েছে, একটি বাসে করে বিয়েবাড়িতে যাচ্ছিলেন কিছু মানুষ। তখনই রাস্তার ধারে রাখা ওই বোমাটি ফাটে। নিহত ১৮ জনের মধ্যে রয়েছেন চোদ্দো জন মহিলা এবং একটি শিশু।

ফের ঝড়ের সতর্কতা
সোমবার হ্যারিকেনের মতো ক্ষমতাসম্পন্ন একটি বড় ঝড় আছড়ে পড়তে চলছে লন্ডনে। এমনটাই আশঙ্কা করেছেন ব্রিটেনের আবহাওয়াবিদরা। তাঁদের দাবি, স্থানীয় সময় ভোর তিনটে নাগাদ ঘণ্টায় ১২৯ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। শুক্রবারই ঝড় আসতে পারে বলে সতর্কতা জারি করা হয়।

বাংলাদেশে সংঘর্ষ, হত ৫
বিক্ষোভের আগুন... জ্বলছে গাড়ি। রবিবার ঢাকায়। ছবি: এপি।
বিএনপি-র নেতৃত্বাধীন ১৮ দলের জোটের ডাকা লাগাতার বন্ধের প্রথম দিনে বিভিন্ন জেলায় সংঘর্ষের ঘটনায় পাঁচ জন নিহত হয়েছেন। জখম শতাধিক। নিহতদের মধ্যে দু’জন আওয়ামি লিগ, দু’জন বিএনপি ও এক জন জামাত সমর্থক। আহতদের মধ্যে বেশ কয়েক জন পুলিশ রয়েছেন। নির্বাচনের আগে নির্দল সরকার গঠনের দাবিতে তিন দিন বন্ধ ডেকেছেন বিরোধী নেত্রী খালেদা জিয়া। রবিবার সকাল থেকেই বিএনপি-জামাত সমর্থকেরা ঢাকার রাস্তায় বিক্ষোভ দেখাতে শুরু করেন। বহু গাড়িতে আগুন লাগানো হয়, ফাটানো হয় দেশি বোমা। যশোহর, পাবনা, ফরিদপুর-সহ অন্যান্য জেলাতেও ব্যাপক ভাঙচুর হয়। বন্ধ সমর্থনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে জখম হন অনেকে।

ব্রুকলিনে খুন
এক মহিলা-সহ চার শিশুকে কুপিয়ে খুন করল এক দুষ্কৃতী। চিনা বংশোদ্ভূত এই শিশুদের প্রত্যেকের বয়স এক থেকে ন’বছরের মধ্যে। ঘটনাটি ঘটেছে ব্রুকলিনের কাছে সানসেট পার্কে। এক ব্যক্তিকে পুলিশ ধরলেও এখনও কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি। শনিবার রাত এগারোটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশের অনুমান পারিবারিক হিংসার শিকার এরা সকলে।

নিহত ৭ কয়েদি
জেলের ভিতরে কয়েদিদের মধ্যে মারামারিতে মৃত্যু হল সাত জনের। শনিবার সন্ধ্যায় মেক্সিকোর টামাউলিপাসের একটি সংশোধনাগারের ঘটনা। অন্য দিকে, আল্টামিরার একটি জেলের মধ্যে একটি দাঙ্গায় আরও দু’জন কয়েদি আহত হয়েছে। টামাউলিপাস জেল কর্তৃপক্ষ জানান, ঘটনায় মারামারিতে ইন্ধন দেওয়ার সন্দেহে বিচারের জন্য ন’জন কয়েদিকে অন্যত্র নিয়ে গিয়ে রাখা হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.