টুকরো খবর

জার্মান বেকারির ভিডিও তৈরি করেছিল হেডলি
পুণের জার্মান বেকারিতে নজরদারি চালিয়েছিল লস্কর-ই-তইবা জঙ্গি ডেভিড কোলম্যান হেডলি। মুম্বই হামলায় সহ-অভিযুক্ত তাহাউর হুসেন রানার বিচারের সময়ে এ কথা জানিয়েছে হেডলি। সে যে সব হামলায় যুক্ত ছিল তাতে প্রাণ হারিয়েছেন বহু ভারতীয়। ভারতীয়দের মৃত্যুতে দুঃখপ্রকাশ করেছে হেডলি। জার্মান বেকারিতে ২০১০ সালের ১৩ ফেব্রুয়ারি বিস্ফোরণ ঘটে। নিহত হন ১৭ জন। আহত হয়েছিলেন ৬০ জন। শিকাগোর আদালতে হেডলি জানিয়েছে, সে জার্মান বেকারির একটি ভিডিও তৈরি করেছিল। দিল্লি, পুষ্কর ও পুণেতে ইহুদিদের পবিত্র চাবাদ হাউসের উপরেও নজরদারি চালিয়েছিল সে। মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআইয়ের হাতে গ্রেফতার হওয়ার পরে হেডলি বলে জার্মান বেকারি বিস্ফোরণের সঙ্গে তার কোনও সম্পর্ক নেই। কিন্তু পরে ভারতীয় গোয়েন্দাদের জেরার মুখে পড়ে সে পুণেতে নজরদারি চালানোর কথা স্বীকার করে নেয়। হেডলির স্বীকারোক্তিকে হাতিয়ার করেই রানাকে নিরপরাধ প্রমাণ করার চেষ্টা করছেন তাঁর আইনজীবী প্যাট্রিক ব্লেগেন ও চার্লস সুইফট। তাঁদের বক্তব্য হেডলি রানাকে “ব্যবহার” করেছে। প্রয়োজনে নিজের স্ত্রী সহ বহু মানুষকে ব্যবহার করার কথা সে নিজেই স্বীকার করেছে। হেডলির বক্তব্য অনুযায়ী, সে রানাকে “বোকা” বানিয়ে কাজ হাসিল করেছে।

ভেনিসের প্রদর্শনীতে ভারত
একশো ষোলো বছরে পা দিল ভেনিসের আন্তর্জাতিক চিত্রকলা প্রদর্শনী। এই প্রথম তাতে অংশ নিচ্ছে ভারত। কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়েছে, এ বারের প্রদর্শনীতে থাকবে ভারতের নিজস্ব একটি প্যাভিলিয়ন। আগামী ৩ জুন ইতালিতে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত দেবব্রত সাহা এবং কেন্দ্রীয় সংস্কৃতি সচিব জহর সরকারের উপস্থিতিতে প্যাভিলিয়নটির উদ্বোধন করবেন ললিত কলা আকাদেমির চেয়ারম্যান অশোক বাজপেয়ী। ললিত কলা আকাদেমির উদ্যোগে তৈরি এই ভারতীয় প্যাভিলিয়নটির থিম ‘এভরিওয়ান এগ্রিজ, ইটস অ্যাবাউট টু এক্সপ্লোড!’ আন্তর্জাতিক অর্থনৈতিক সম্মেলনের ক্ষেত্রে যেমন দাভোস, শিল্পকলার আন্তর্জাতিক প্রদর্শনীর জন্য তেমনই গুরুত্বপূর্ণ ভেনিসের এই প্রদর্শনীটি। আজ রাতে ভেনিসে যাওয়ার আগে কেন্দ্রীয় সংস্কৃতি সচিব জহর সরকার বলেন, “ভারতের চিত্রশিল্প এবং অন্যান্য শিল্পকলা নিঃসন্দেহে আন্তর্জাতিক মানের। কিন্তু এত দিন এই প্রদর্শনীতে আমাদের কোনও প্রতিনিধিত্ব ছিল না। সে দিক থেকে এ বছরের অনুষ্ঠানটি ঐতিহাসিক।”

রাষ্ট্রপুঞ্জে সংস্কারের দায়িত্বে ভারতীয়

পরিবর্তনের দায়িত্বে এক ভারতীয়। এই পরিবর্তনের ক্ষেত্র রাষ্ট্রপুঞ্জ। রাষ্ট্রপুঞ্জের সংস্কারের দায়িত্বপ্রাপ্ত দলের নেতা নির্বাচিত হন প্রাক্তন ভারতীয় কূটনীতিক অতুল খারে। রাষ্ট্রপুঞ্জ যাতে আরও দক্ষতার সঙ্গে বিভিন্ন দায়িত্ব সামলাতে পারে সে জন্য ব্যবস্থা গ্রহণের সুপারিশ করবে একটি দল। দলের নেতা হিসেবে খারেকে নিয়োগ করেছেন রাষ্ট্রপুঞ্জের মহাসচিব বান কি মুন।

Previous Story Bidesh First Page



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.