পুকুরের জল থেকে আন্ত্রিক
নিজস্ব সংবাদদাতা • রাইপুর |
পুকুরের দূষিত জল ব্যবহার করায় আন্ত্রিকের প্রকোপ দেখা দিয়েছে রাইপুরের বাবুরডাঙা গ্রামে। ওই গ্রামে আন্ত্রিকে আক্রান্ত হয়েছেন প্রায় ১৫ জন। তাঁদের মধ্যে পাঁচজনকে রাইপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। পৈরানি মান্ডি নামের ৩০ বছরের এক বধূর আন্ত্রিকে মৃত্যু হয়েছে বলে স্থানীয় বাসিন্দাদের দাবি। যদিও ওই বধূর মৃত্যুর কারণ আন্ত্রিকে নয় বলে দাবি করেছে স্বাস্থ্য দফতর। খবর পেয়ে রবিবার সকালে ওই গ্রামে যায় চিকিত্সক দল। আদিবাসী অধ্যুষিত ওই গ্রামের অধিকাংশ বাড়িতেই শৌচাগার নেই। বাসিন্দারা গ্রামের পুকুর পাড়ে শৌচকর্ম সারেন। সেই পুকুরেই বাসন মাজা, কাপড় কাচা হয়। ব্লক স্বাস্থ্য দফতরের এক আধিকারিকের আশঙ্কা, “বৃষ্টিতে নোংরা মেশানো জল পুকুরে নেমে জল দূষিত করেছে। সেই জলই গ্রামের মানুষ ব্যবহার করায় এই রোগ দেখা দিয়েছে।” বাসিন্দারা জানিয়েছেন, শনিবার রাতে পৈরানি মান্ডি-সহ ৬ জনকে রাইপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়। এ দিন সকালে স্বাস্থ্যকেন্দ্রেই মারা যান পৈরানি। রাইপুরের ব্লক স্বাস্থ্য আধিকারিক কুণাল চক্রবর্তী বলেন, “পৈরানি মান্ডির রক্ত বমি হচ্ছিল। তাতেই তাঁর মৃত্যু হয়েছে। আন্ত্রিকে নয়।” মেলেড়া পঞ্চায়েতের প্রধান রাজকুমার সিংহ বলেনস “ওই গ্রামের প্রতিটি বাড়িতে শৌচাগার তৈরি করা হবে।” ডেপুটি সিএমওএইচ ২ দেবাশিস রায় বলেন, “গ্রামবাসীদের পুকুরের দূষিত জল ব্যবহার করতে বারণ করা হয়েছে।”
|
ফের ডায়েরিয়া
নিজস্ব সংবাদদাতা • ময়ূরেশ্বর
|
এ বার পেটের রোগ দেখা দিল ময়ূরেশ্বরেও। শনিবার রাতে ওই রোগে আক্রান্ত হয়ে ময়ূরেশ্বরের মহিষা আদিবাসী পাড়ায় ছ’ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে বলে বাসিন্দাদের দাবি। ময়ূরেশ্বর ২ বিএমওএইচ রামকৃষ্ণ কর্মকার বলেন, “প্রাথমিক ভাবে জানা গিয়েছে, খাদ্য দূষণের কারণেই ওই ঘটনা ঘটেছে। পাঁচ জন আক্রান্ত হয়েছেন। একটি শিশুর মৃত্যুও হয়েছে বলে শুনেছি। কিন্তু ডায়েরিয়াতেই যে তার মৃত্যু হয়েছে, তা এখনও নিশ্চিত নয়।”
|
স্বাস্থ্য শিবির
নিজস্ব সংবাদদাতা • বড়জোড়া |
শ্রী রামকৃষ্ণ বিবেকানন্দ ভাবপ্রচার সঙ্ঘের পরিচালনায় রবিবার একটি স্বাস্থ্য শিবির হল বড়জোড়া সঙ্ঘের মন্দির প্রাঙ্গনে। অনুষ্ঠানের উদ্বোধন করেন রামহরিপুর রামকৃষ্ণ মিশন আশ্রমের মহারাজ স্বামী ওঁকারাত্মানন্দ। পঞ্চাশোর্দ্ধ প্রায় ৭০ জনের নিখরচায় হার্ট পরীক্ষা হয়।
|
হাসপাতালে জলের সঙ্কট
নিজস্ব সংবাদদাতা • আলিপুরদুয়ার |
নির্মাণ কাজের সময় পাইপ ফেটে জল সঙ্কট দেখা দিল হাসপাতালে। রবিবার সকাল ১০টায় হাসপাতালে মহিলা বিভাগ সংলগ্ন এলাকায় জলের পাইপ ফেটে যায়। মহকুমা হাসপাতালের সুপার সুজয় বিষ্ণু জানান, সিক নিউনেটাল ইউনিটের নতুন ভবন নির্মাণের কাজ চলছে। সেখানে জলের পাইপ ফেটে যায়। জলের সমস্যা দেখা দেয়। বিকাল নাগাদ জল সরবরাহ স্বাভাবিক হয়।
|
ভবনের দ্বারোদ্ঘাটন
নিজস্ব সংবাদদাতা • সাঁতুড়ি |
রামচন্দ্রপুর নেতাজি আই হসপিটালের বহির্বিভাগের সম্প্রসারিত ভবনের দ্বারোদ্ঘাটন হল। শনিবার ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসিএলের সিএমডি রাকেশ সিংহ প্রমুখ। |