স্ত্রীকে হত্যার চেষ্টার অভিযোগে বগুলার এক ব্যবসায়ীকে গ্রেফতার করল নবদ্বীপ থানার পুলিশ। শনিবার রাতে বগুলা বাজারের এই ঘটনায় ধৃতের নাম পার্থ বিশ্বাস। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বছর পাঁচেক আগে নবদ্বীপের রানিরচড়ার বাসিন্দা নীরব দাসের মেয়ে নিবেদিতার বিয়ে হয়েছিল বগুলার পার্থ বিশ্বাসের সঙ্গে। অভিযোগ বিয়ের পর থেকেই টাকার জন্য মারধর করা হত নিবেদিতাকে। নিবেদিতাদেবীর মা কাত্যায়নী দেবী জানান, ২০১২ সালের ৯ ফেব্রুয়ারি নিবেদিতাদেবীকে গলায় ফাঁস লাগিয়ে মেরে ফেলার চেষ্টাও করেছিল শ্বশুরবাড়ির লোকেরা। নিবেদিতা প্রাণে বাঁচলেও তাঁর শিরদাঁড়ার হাড় ভেঙে যায়। গত দেড় বছর ধরে কোমায় রয়েছেন নিবেদিতা। পরে পার্থবাবু জানান, তিনি স্ত্রীর চিকিৎসার খরচ বহন করবেন। কিন্তু দু’মাসের পর তিনি টাকা দেওয়া বন্ধ করে দেন। গত ২ অক্টোবর দলবল নিয়ে নিবেদিতাদেবীর বাপেরবাড়িতে চড়াও হন পার্থবাবু। এমনকী নীরববাবুকে মারধর করা হয় বলেও অভিযোগ। এরপরই প্রতিবেশীদের সঙ্গে থানায় অভিযোগ দায়ের করেন নীরববাবু। অভিযোগের ভিত্তিতেই পুলিশ পার্থবাবুকে গ্রেফতার করে।
|
টানা বৃষ্টিতে পিছিয়ে গেল আলুর চাষ। ক্ষতির মুখে আমন ধানের চাষও। হেমন্তের শুরুতেই আকাশের মুখ ভার থাকায় দুশ্চিন্তায় পড়েছেন কান্দি মহকুমার চাষিরাও। কৃষি দফতর সূত্রে জানা গিয়েছে মুর্শিদাবাদ অক্টোবরের শুরুতেই প্রথম পর্যায়ের আলু চাষ শুরু হয় বড়ঞা ব্লকে। কিন্তু আবহাওয়া সঙ্গ না দেওয়ায় সেই আলু চাষ প্রায় এক মাস পিছিয়ে গেল বলে মনে করছেন কৃষি আধিকারিকরা।কান্দি জেলার শস্য গোলা হিসাবে পরিচিত। নিম্নচাপের কারণে আইআর ৩৬ কিংবা ১০১০ প্রজাতির মতো ধানও জমি থেকে ঘরে তুলতে পারেননি চাষিরা। কৃষি আধিকারিকরা জানাচ্ছেন, এরমধ্যে ফের যদি নিম্নচাপ না হয় তবে ওই ধান কেটে জমিকে আলু চাষের উপযোগী করে তুলতে আরও সপ্তাহ দুয়েক সময় লাগবে। বড়ঞার চাষি সঞ্জয় ঘোষ, জনার্দন মণ্ডলরাবলেন, “ধান এখনও জমিতেই পড়ে আছে। আকাশের যা অবস্থা তাতে সেই ধান কেটে কবে যে আলু চাষ করব বুঝতে পারছি না।” বড়ঞা ব্লক কৃষি আধিকারিক রবিশঙ্কর দাশ বলেন, “এই অকাল বৃষ্টিতে আলু চাষের পাশাপাশি জেলার সব্জি চাষও ব্যাপক ক্ষতিগ্রস্ত হবে।”
|
নবদ্বীপ থানা ও কেন্দ্রীয় নৈশ রক্ষা বাহিনী একাদশের সঙ্গে প্রীতি ফুটবল খেলায় জিতল পৌরপতি একাদশ। রবিবারের এই খেলায় ট্রাই ব্রেকারে ৬-৩ গোলে জেতে তারা। |