টুকরো খবর |
পথ দুর্ঘটনায় জখম ১২
নিজস্ব সংবাদদাতা • ঘাটাল |
আলু বোঝাই একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা একটি ট্রাককে ধাক্কা মেরে স্থানীয় একটি চা’এর দোকানে ঢুকে গেলে ১২ জন জখম হন। রবিবার দুপুরে চন্দ্রকোনা রোডের গুয়াইদহতে ঘটনাটি ঘটে। আহতরা চন্দ্রকোনা গ্রামীণ হাসপাতাল ও মেদিনীপুর মেডিক্যাল কলেজে চিকিসাধীন। তাঁদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক। পুলিশ সূত্রে খবর, এ দিন চন্দ্রকোনা রোড থেকে আলুর বীজ নিয়ে লরিটি চন্দ্রকোনার মহেষপুর গ্রামের দিকে যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে। লরির চালক ও খালাসি বাদে আহতরা সবাই মহেশপুরের বাসিন্দা। আলুর বীজ কিনে তাঁরা ওই লরিতেই ফিরছিলেন। পুলিশ জানিয়েছে, দুপুরে চায়ের দোকান বন্ধ থাকায় বড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। লরির যাত্রীরাই ওই দুর্ঘটনায় জখম হন।
|
ধর্ষণের অভিযোগ, ধৃত ফুটবল কোচ
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগে এক ফুটবল কোচকে গ্রেফতার করল পুলিশ। ধৃত সুব্রত দত্তর বাড়ি উত্তর ২৪ পরগনা জেলার নোদাখালি থানা এলাকায়। কলকাতার একটি ক্লাবে ফুটবলের কোচ তিনি। ৪ অক্টোবর বেলঘরিয়ার এক মহিলা দিঘা থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগ করেন। ওই মহিলার অভিযোগ, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিঘায় নিয়ে এসে সহবাস করার পরে আর বিয়েতে রাজি হচ্ছেন না সুব্রত। বৃহস্পতিবার রাতে দিঘা থানার পুলিশ নোদাখালিতে অভিযান চালিয়ে গ্রেফতার করে সুব্রতকে। শুক্রবার কাঁথি আদালতে হাজির করা হলে বিচারক জামিনের আবেদন নাকচ করে ১৪ দিনের জন্য জেলহাজতে পাঠান তাঁকে। |
ধৃত ৫ ডাকাত
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
রামনগর থানার দেপালে সোনার দোকানে ডাকাতির জন্য জড়ো হওয়া এক সশস্ত্র দুষ্কৃতীদলকে শুক্রবার গ্রেফতার করল রামনগর থানার পুলিশ। ধৃত পাঁচ জনের কাছ থেকে পুলিশ একটি পিস্তল, গুলি, ভোজালি ও লোহার রড আটক করা হয়েছে। ধৃত ডাকাতদলটি খেজুরি থেকে দেপালে এসে ডাকাতির জন্য জড়ো হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। ধৃতদের শনিবার কাঁথি আদালতে তোলার পরে দু’দিনের পুলিশ হেফাজত হয়। |
ধৃত হোটেলমালিক
নিজস্ব সংবাদদাতা • কাঁথি |
বেআইনি নির্মাণের অভিযোগে তাজপুরে অভিযান চালিয়ে এ বার এক হোটেল মালিককে গ্রেফতার করল রামনগর থানার পুলিশ। ধৃত দীনবন্ধু মাইতিকে রবিবার কাঁথি আদালতে তোলা হলে ১৪ দিনের জেলহাজতে পাঠান বিচারক। সমুদ্র সৈকতের উপর বেআইনি হোটেল-লজ নির্মাণ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পর সক্রিয় হয়েছে পূর্ব মেদিনীপুরের পুলিশ-প্রশাসন। |
|