বিনোদনের টুকরো খবর
ফিল্ম সোসাইটির সুবর্ণজয়ন্তী বর্ষ
শুরু হল মেদিনীপুর ফিল্ম সোসাইটির সুবর্ণজয়ন্তী বর্ষ উদযাপন। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলাশাসক গুলাম আলি আনসারি, সভাধিপতি উত্তরা সিংহ, বিধায়ক মৃগেন মাইতি প্রমুখ। শনিবার সন্ধ্যায় উদ্বোধনী অনুষ্ঠান হয়। ওই দিন থেকে শুরু হয়েছে চলচ্চিত্র উৎসব। চলবে বুধবার পর্যন্ত। সুবর্ণজয়ন্তী উপলক্ষে এক বছর ধরে বেশ কিছু কর্মসূচি নেওয়া হয়েছে। এ বার হচ্ছে ‘আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব’। এরপর আগামী বছরের গোড়ায় ‘শিশু চলচ্চিত্র উৎসব’ হবে। তারপর জুলাই মাসে ‘এপার বাংলা ওপার বাংলা চলচ্চিত্র উৎসব’ অনুষ্ঠিত হওয়ার কথা। ১৯৬৩ সালে সংস্কৃতিমনস্ক কয়েক জন যুবকের উদ্যোগে মেদিনীপুরে গড়ে ওঠে ফিল্ম সোসাইটি। উদ্দেশ্য ছিল, ভাল সিনেমার প্রচার ও প্রসার ঘটানো।

শিল্পীকে স্মরণ
সাংস্কৃতিক সংস্থা ‘স্বরলিপি’র উদ্যোগে রবিবার সন্ধ্যায় মেদিনীপুর শহরে এক স্মরণ সভা হল। সভায় প্রবাদপ্রতিম সঙ্গীতশিল্পী মান্না দে-কে স্মরণ করা হয়। জেলা পরিষদ ক্যাম্পাসে এই স্মরণ সভার আয়োজন করা হয়েছিল।

ব্যস্ত বন্ধু
ব্যস্ততার কারণে বন্ধুর সঙ্গে সম্পর্কটা আর আগের মতো নেই। আক্ষেপ অভিনেত্রী জুহি চাওলার। সেই বন্ধু আর কেউ নন, বলিউড তারকা শাহরুখ খান। তাঁদের দু’জনের বন্ধুত্বের কথা সর্বজনবিদিত। কিন্তু ইদানীং শাহরুখ তুমুল ব্যস্ত হয়ে পড়ায় তাঁর সঙ্গে আর আগের মতো যোগাযোগ হয় না বলে একটি সাক্ষাৎকারে জানিয়েছেন জুহি। তাঁর কথায়, “কারই বা আগেকার মতো বন্ধুত্ব আছে। আমরা ব্যস্ত। শাহরুখ আরও ব্যস্ত। তাই বন্ধুদের জন্য সময় কোথায়? কিন্তু আমরা বন্ধু আছি, তা নিয়ে কোনও সন্দেহ নেই।” আর এ প্রসঙ্গে জুহি স্পষ্ট করে দেন, শুধু শাহরুখ নন, ইন্ডাস্ট্রির প্রত্যেকেই আজকাল ভয়ানক ব্যস্ত। সবাই কাজের পিছনে ছুটতে ব্যস্ত। তবে শাহরুখের সঙ্গে ফের অভিনয়ের সুযোগ এলে এক বাক্যে রাজি জুহি।

এ বার থ্রি ডিতে ভ্যান গঘ
ভ্যান গঘের সূর্যমুখী সিরিজের একটি ছবি বা রেমব্রান্টের আত্মপ্রতিকৃতি বেছে নিয়ে এই প্রথম তার থ্রি ডি পুনর্নির্মাণ করলেন নেদারল্যান্ডসের ডেলফ্ট ইউনিভার্সিটি অব টেকনোলজির গবেষকরা। খবরটি প্রকাশিত হয়েছে একটি ব্রিটিশ দৈনিকে। গবেষকরা দু’টি ৪০ মেগাপিক্সেলের শক্তিশালী ক্যামেরার সাহায্যে এই ছবিগুলির পুনর্নির্মাণ করেছেন বলে দাবি। এতে তুলির এক-একটি টান এবং রঙের পরতে পরতে কী ভাবে ছবি আঁকা হয়েছে, তা স্পষ্ট ধরা পড়েছে। তালিকায় রয়েছে রেমব্রান্টের ‘দ্য জিউইশ ব্রাইড’, আত্মপ্রতিকৃতি এবং ভ্যান গঘের সূর্যমুখী সিরিজের একটি ছবি।

সঙ্গীতানুষ্ঠান
‘রবীন্দ্র ভাবনা’ নামে একটি সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে শনিবার সন্ধ্যায় আরামবাগের রামমোহন মঞ্চে একক রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান হয়ে গেল। ‘আমি হেথায় থাকি শুধু গাইতে তোমার গান’ নামের ওই অনুষ্ঠানে রবীন্দ্রসঙ্গীত শিল্পী অর্চনা ঘোষ রবীন্দ্রনাথের নানা আঙ্গিকের গান শোনান। অনুষ্ঠানের সূচনায় প্রয়াত মান্না দে’র স্মরণে স্থানীয় শিল্পীরা সমবেত ভাবে ‘ভারত আমার ভারতবর্ষ’ গানটি গান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণচন্দ্র সাঁতরা, এসডিপিও শিবপ্রসাদ পাত্র প্রমুখ।

বন্ডের ডায়াবেটিস
‘ডায়াবেটিসে’ আক্রান্ত জেমস বন্ড-খ্যাত রজার মুর। ছিয়াশি বছরের এই অভিনেতার স্ত্রী ক্রিস্টিনা থলস্ট্রাপ সম্প্রতি অসুস্থ রজারকে মোনাকোর একটি হাসপাতালে ভর্তি করান। ব্যাপক ভাবে ওজন কমছিল রজারের। তাঁর নিজের বয়ানে, “চার, পাঁচ সপ্তাহ আগে ঘুমের মধ্যেই হঠাৎ প্রচণ্ড তৃষ্ণা পেতে শুরু করে। সঙ্গে অসম্ভব অস্বস্তি যেন মরেই যাব।” তখনই হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে।
 
একটি বাংলা সিরিয়ালের শ্যুটিং-এর ফাঁকে সহশিল্পীদের সঙ্গে
প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। রবিবার। ছবি: শুভাশিস ভট্টাচার্য।
 
চলছে গীতি আলেখ্য। ছবি: প্রকাশ পাল।


বর্ধমানের সংস্কৃতি লোকমঞ্চে জুনিয়র পি সি সরকারের
জাদুর খেলা। শনিবার উদিত সিংহের তোলা ছবি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.