মালদহের বামনগোলা থানার ওসি পূর্ণেন্দু মুখোপাধ্যায়কে ইংরেজবাজার থানায় বদলির নির্দেশ নিয়ে জল্পনা তৈরি হয়েছে পুলিশ মহলে। এলাকার এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ পেয়েও কোনও ব্যবস্থা না নেওয়ার অভিযোগে ওসিকে সরিয়ে দেওয়া হয়েছে বলে পুলিশের একটি সূত্রে দাবি করা হয়েছে। গত ১০ অক্টোবর এলাকার এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগ ওঠে। তাঁর পরিবারের দাবি, লিখিত অভিযোগ না করলেও ওসিকে মৌখিক ভাবে পুরো বিষয়টি জানানো হয়েছিল। তবু পুলিশ কোনও পদক্ষেপ না করায় টাকা দিয়ে তাঁকে ফিরিয়ে আনা হয়েছে।
জেলা পুলিশ সুপার কল্যাণ মুখোপাধ্যায় ওসির বিরুদ্ধে অভিযোগ নিয়ে মন্তব্য করতে চাননি। তিনি বলেন, “প্রশাসনিক কারণেই ওসিকে বদলি করা হয়েছে।” পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার রাতেই তাকে বদলির নির্দেশ জারি করা হয়েছে। ওইদিনই তাঁকে ইংরেজবাজার থানায় কাজে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়। ওসি পূর্ণেন্দু মুখোপাধ্যায় বলেন, “এটা রুটিন বদলি। এর বেশি আমি কিছু বলব না।”
পুলিশেরই একটি অংশে অবশ্য এই বদলি নিয়ে বামনগোলা এলাকার ব্যবসায়ী ভবেশ পালের অপহরণের অভিযোগ প্রসঙ্গ তুলেছেন। বামনগোলার পাকুয়াহাটের বাসিন্দা গরু ব্যবসায়ী ভবেশ পালকে গত ১০ অক্টোবর সকালে ১৩-১৪ জন দুস্কৃতী অপহরণ করে নিয়ে যায় বলে অভিযোগ। ভবেশবাবুর অভিযোগ, “ওরা আমাকে একটি ছোট গাড়িতে তোলার চেষ্টা করে। একজন দুস্কৃতী আমার মাথায় পাইপগানের বাট দিয়ে আঘাত করে। জ্ঞান ফেরার পরে দেখি কালিয়াচকের একটি লিচু বাগানে রয়েছি।” ব্যবসায়ীর অভিযোগ তাঁর বাড়িতে ফোন করে ১৭ লক্ষ টাকা মুক্তিপণ আদায় করে অপহরণকারীরা। বামনগোলার পাশাপাশি হবিবপুর থানাতেও অভিযোগ জানানো হয় বলে পরিবারের দাবি। ব্যবসায়ী ভবেশ পাল বলেন, “ভয়ে আমরা লিখিত অভিযোগ করিনি। তবে ঘটনাটি পুলিশ সুপারকে জানানো হয়েছে।” হবিবপুরথানার আইসি হিমাদ্রি বিকাশ চক্রবর্তী বলেছেন, “পুরোপুরি মিথ্যে। সম্প্রতি কেউ অপহরণের অভিযোগ জানাতে আসেননি।” |