অবিরাম বৃষ্টির জেরে ফের জল ছাড়ল ডিভিসি
প্রবল বৃষ্টির জেরে জলাধারগুলি থেকে ফের জল ছাড়ল ডিভিসি। শুক্রবার রাত থেকে পশ্চিমবঙ্গ ও ঝাড়খণ্ডে লাগাতার বৃষ্টি চলায় ডিভিসি-র জলাধারগুলিতে জল বাড়তে থাকে। শনিবার বিকেল ৪টে পর্যন্ত সংস্থার পাঞ্চেত এবং মাইথন জলাধার থেকে ৩৪ হাজার কিউসেক জল ছাড়া হয়। রাজ্য সরকার নিয়ন্ত্রিত দুর্গাপুর ব্যারাজ থেকে ছাড়া হয় ১৫ হাজার কিউসেক জল। সব মিলিয়ে এ দিন মোট ৪৯ হাজার কিউসেক জল জলাধারগুলি থেকে ছাড়া হয়েছে।
তবে দুপুরের পর দুই রাজ্যেই বৃষ্টি খানিকটা কমায় ডিভিসি-ও জল ছাড়ার পরিমাণ কমিয়ে দেয়। সংস্থা সূত্রের খবর, বিকেল ৪টের পরে তাদের দুই জলাধার থেকে জল ছাড়ার পরিমাণ ছিল ২৮ হাজার কিউসেক। তাদের বক্তব্য, বৃষ্টি না বাড়লে রাতের দিকে জল ছাড়ার পরিমাণ আরও কমিয়ে দেওয়া হবে। ডিভিসি-র জল ছাড়া নিয়ে এ দিন ঘনিষ্ঠমহলে মুখ্যমন্ত্রী মন্তব্য করেন, “রাজ্যের চাপ থাকায় ডিভিসি কম জল ছেড়েছে।” রাজ্যের সেচ ও বিপর্যয় মোকাবিলা দফতরের দাবি, নতুন করে কোনও এলাকা প্লাবিত হয়নি।
এ দিন মুখ্য সচিব সঞ্জয় মিত্রকে ফোন করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্দেশ দেন, বৃষ্টিতে যে সব জেলা জলমগ্ন হয়ে পড়েছে, সেখানে দিনরাত কন্ট্রোলরুম খোলার ব্যবস্থা করতে হবে। এ ছাড়া প্রাকৃতিক বিপর্যয় মোকাবিলার কাজের সঙ্গে যুক্ত দফতরগুলির আধিকারিক ও কর্মীদের ছুটি বাতিল করে কাজে যোগ দিতে হবে।
এলাকা
বৃষ্টি (* মিলিমিটার)
ডায়মন্ড হারবার ২২৩
পশ্চিম মেদিনীপুর ১৪১
বাঁকুড়া ৫৯
গত কয়েক দিন ধরে বৃষ্টিপাত সেভাবে না হওয়ায় ডিভিসি-র জলাধারগুলির ধারণ ক্ষমতা কিছুটা বেড়েছিল। এই ক’দিনে ডিভিসি কম-বেশি গড়ে ১৬-১৮ হাজার কিউসেক করে জল ছেড়েছে। কিন্তু এ দিন ভোররাত থেকে দুই রাজ্যেই প্রবল বৃষ্টির জেরে জলাধারগুলি ফের ফুলেফেঁপে ওঠে। ডিভিসি-র বক্তব্য, জল ছাড়ার পরেও মাইথন জলাধারে ৪৯২ ফুট জল ধরে রাখা হয়েছে। যদিও জলাধারের বিপদসীমা ৪৯৫ ফুট। পাঞ্চেত জলাধারেও বিপদসীমা যেখানে ৪২৫ ফুট সেখানে জল উঠেছে ৪২৩ ফুটের কাছাকাছি। ফলে ফের প্রবল বৃষ্টি হলে জলাধারগুলি ছাপিয়ে উঠতে বেশি সময় লাগবে না। তখন অবস্থা অনুযায়ী জল ছাড়তে হবে।
ডিভিসি-র এক কর্তার দাবি, যে কোনও সময় ২৩ হাজার কিউসেক পর্যন্ত জল তাঁরা এমনিতেই ছাড়তে পারেন। সেটা নিয়মের মধ্যেই পড়ে। কিন্তু দামোদর-সহ আশপাশের অন্যান্য নদী-নালাগুলির নাব্যতা কমে যাওয়ায় জল একটু বেশি ছাড়লেই কিছু কিছু এলাকা ভেসে যাচ্ছে।
পিলিনের পর থেকে ডিভিসি-র জলাধারগুলি থেকে জল ছাড়া নিয়ে ডিভিসি-র সঙ্গে রাজ্য সরকারের মন-কষাকষি চলছেই। সম্প্রতি এই বিবাদ মেটাতে ডিভিসি-র চেয়ারম্যান রবীন্দ্রনাথ সেন মুখ্যসচিব সঞ্জয় মিত্রকে চিঠি লিখে বৈঠকে বসার আবেদন জানিয়েছেন বলেই সংস্থার সূত্রের খবর। এ দিন অবশ্য ডিভিসি-র জল ছাড়া নিয়ে সরকারের কোনও দফতরের পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া জানানো হয়নি।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.