ইংলিশ প্রিমিয়ার লিগে আবার জয়ের মুখ দেখল মোয়েসের ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। পাশাপাশি জয়ের ধারা বজায় রেখে শীর্ষস্থান নিজেদের দখলে রাখল আর্সেনাল।
শনিবার প্রিমিয়ার লিগে দু’বার পিছিয়ে পরেও স্টোক সিটিকে ৩-২ হারাল মোয়েসের ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। চমকপ্রদ ভাবে ম্যাচের শুরুতেই পিটার ক্রাউচ গোল করে স্টোক সিটিকে ১-০ এগোয়। জবাবে রবিন ফান পার্সি গোল করে ১-১ করেন। কিন্তু বিরতির ঠিক আগেই মার্কো আর্নোটোভিকের গোলে আবার এগোয় স্টোক। দ্বিতীয়ার্ধের শুরুতে অনেক সুযোগ তৈরি করলেও, গোল পায়নি ম্যান ইউ। কিন্তু ৭৮ মিনিটে ম্যাচের ছবি পাল্টায়। দলের বিতর্কিত স্ট্রাইকার ওয়েন রুনির গোলে ২-২ করে ম্যান ইউ। কিছুক্ষণ পরেই জাভিয়ের হার্নান্দেজের গোলে ৩-২ জয় পায় ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। ম্যাচ শেষে ক্লাব কিংবদন্তি গিগস বলেন, “আমাদের দলে প্রতিভার অভাব নেই। আস্তে আস্তে ভাল ফর্ম ফিরে পাচ্ছি আমরা। আজকের ম্যাচেও সেটাই প্রমাণ করলাম।” দলবদলের বাজারে তাঁকে নিয়ে বিতর্কের রেশ থাকলেও, এখন ম্যান ইউর তুরুপের তাস হয়ে উঠেছেন রুনি। তারকা স্ট্রাইকারের প্রশংসায় পঞ্চমুখ মোয়েস বলেন, “রুনি খুব ভাল ফর্মে আছে। আশা করব পরের ম্যাচগুলোতেও অনেক গোল পাবে রুনি। ও ভাল ফর্মে থাকলে দলের অনেক সুবিধা হয়।” |
এ দিন দুর্বল ক্রিস্টাল প্যালেসকে ২-০ হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষস্থানে থাকল ওজিলের আর্সেনাল। প্রথমার্ধে অনেক সুযোগ তৈরি করলেও, প্যালেসের আঁটোসাটো ডিফেন্সের সৌজন্যে স্কোর গোলশূন্য থাকে। দ্বিতীয়ার্ধের শুরুতেই ম্যাচের ছবি পাল্টায়। পেনাল্টি থেকে গোল করে আর্সেনালকে ১-০ এগিয়ে দেন মিকেল আর্টেটা। কিছুক্ষণ পরেই লাল কার্ড দেখে ম্যাচ ছাড়তে হয় সেই আর্টেটাকেই। দ্বিতীয়ার্ধের শেষের দিকে গোল করে একতরফা ম্যাচে আর্সেনালের জন্য জয় নিশ্চিত করেন অলিভিয়ার জিঁরু। প্রিমিয়ার লিগে জয়ের ধারা বজায় রেখে ওজিল টুইট করেন, “শনিবার প্রথম ম্যাচ জিতে বাকি দলগুলোর খেলা দেখার মজাই আলাদা।” মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে ২-১ হেরে আবার জয়ের স্বাদ ফিরে পাওয়ায় দলের মাঝমাঠ তারকা অ্যারন র্যামসি টুইট করেন, “দশ জন ফুটবলার নিয়েও দারুণ লাগছে ম্যাচ জিততে পেরে। মঙ্গলবার রাতের হারের পর আবার দারুণ জবাব দিল দল।”
প্রিমিয়ার লিগে নিজের অবিশ্বাস্য ফর্মের নজির রেখে হ্যাটট্রিক করলেন লুইস সুয়ারেজ। যার সাহায্যে ওয়েস্ট ব্রমকে ৪-১ হারাল লিভারপুল। ম্যাচের শুরুতেই জোড়া গোল করে লিভারপুলকে ২-০ এগিয়ে দেন সুয়ারেজ। দ্বিতীয়ার্ধে নিজের হ্যাটট্রিক গোল করে ব্রেন্ডান রজার্সের দলের জন্য ম্যাচে জয় নিশ্চিত করেন সুয়ারেজ। ক্রিস মরিসন গোল করে ব্যবধান কমালেও, স্টারিজের গোলে ম্যাচ ৪-১ শেষ হয়। অন্যান্য ম্যাচে অ্যাস্টন ভিলাকে ২-০ হারাল এভার্টন। গোল করেন রোমেলু লুকাকু ও লিওন ওসম্যান। |