টুকরো খবর
পদত্যাগ করে দলের কাজে নামবেন মন্ত্রীরা
পাঁচ রাজ্যের বিধানসভা ভোট শেষ হতেই জয়রাম রমেশ, জিতেন্দ্র সিংহ-সহ বেশ কিছু মন্ত্রীকে পূর্ণ সময়ের জন্য দলীয় দায়িত্বে নিয়ে আসতে চলেছেন রাহুল গাঁধী। তাঁরা মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে লোকসভা নির্বাচনে কংগ্রেসের জন্য প্রচার ও কৌশল নির্ধারণ ও সমন্বয়ের কাজ করবেন। বস্তুত সেই প্রক্রিয়া আজ থেকেই কিছুটা শুরু করে দিলেন রাহুল। তাঁর নির্দেশে আজ কংগ্রেসের নির্বাচন কমিটির আহ্বায়ক পদের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় গ্রামোন্নয়ন মন্ত্রী জয়রাম রমেশকে। যদিও জয়রাম এখনই ইস্তফা দিচ্ছেন না। কিন্তু রাহুলের ঘনিষ্ঠ সূত্রে বলা হচ্ছে, পাঁচ রাজ্যে ভোটের ফল প্রকাশের পর জয়রাম মন্ত্রিসভা থেকে ইস্তফা দিয়ে দেবেন। একই ভাবে ইস্তফা দেবেন আরও কিছু মন্ত্রী। কংগ্রেসের এক শীর্ষ সারির নেতা আজ জানান, যে সব মন্ত্রীরা ইস্তফা দিয়ে দলের কাজ করবেন তাঁরা সকলেই রাহুলের আস্থাভাজন। তাছাড়া এই মন্ত্রীরা ইস্তফা দিলে সরকারের প্রশাসনিক কাজেরও কোনও অসুবিধা হবে না। কারণ নিজ নিজ মন্ত্রকের নীতি নির্ধারণ থেকে প্রকল্প রূপায়ণের কাজ এই মন্ত্রীরা ইতিমধ্যেই সেরে ফেলেছেন। যেমন সংসদে জমি বিল পাশের পর গ্রামোন্নয়ন মন্ত্রকে জয়রামের বিশেষ কাজ বকেয়া নেই। একই ভাবে ক্রীড়া ও যুব বিষয়ক মন্ত্রকে জিতেন্দ্র সিংহেরও কাজ বকেয়া নেই। ফলে লোকসভার ভোট প্রস্তুতিতে তাঁদের কাজে লাগালে কোনও অসুবিধা হবে না। বরং রাহুলের সুবিধা হবে।

বয়স নির্ধারণ নিয়ে চিঠি
নাবালক বন্দিদের বয়স সঠিক ভাবে নির্ধারণ করা হচ্ছে কি না, তা জানতে দেশের সব রাজ্যের মুখ্যসচিব ও কেন্দ্র শাসিত অঞ্চলের প্রশাসকদের চিঠি দিয়ে জানতে চাইল জাতীয় মানবাধিকার কমিশন। এই সংক্রান্ত তথ্য চার সপ্তাহের মধ্যে জানাতে বলা হয়েছে। সম্প্রতি জাতীয় শিশু অধিকার সুরক্ষা কমিশনের সদস্য যোগেশ দুবে দেশের কয়েকটি জেল পরিদর্শনের সময় দেখেন, ওই সব জেলে একাধিক নাবালক বন্দি রয়েছে। অথচ তাদের থাকার কথা সরকারি হোমে। তিনি এই বিষয়ে জাতীয় মানবাধিকার কমিশনের হস্তক্ষেপ দাবি করেন। তার সূত্র ধরে জাতীয় মানবাধিকার কমিশন স্বতঃপ্রণোদিত হয়ে তদন্ত করে। এর পর দেশের সর্বত্র ‘জুভেনাইল জাস্টিস (কেয়ার অ্যান্ড প্রোটেকশন) অ্যাক্ট’ অনুযায়ী অপরাধীদের সঠিক বয়স নির্ধারণ করা হচ্ছে কি না, তা রাজ্যগুলিকে যাচাই করতে বলা হয়েছে।

ব্যবসায়ীকে গুলিতে খুন কোকরাঝাড়ে
এক ব্যবসায়ীকে গুলি করে খুন করার অভিযোগ উঠেছে সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে। শুক্রবার রাত সাড়ে ৮টা নাগাদ কোকরাঝাড় জেলার গোসাইগাঁও থানার ভাওরাগুড়ি বাজারে ঘটনাটি ঘটেছে। মৃতের নাম দেবাশিস সাহা (৩৫)। খুনের ঘটনার প্রতিবাদে শনিবার রাত থেকেই উত্তেজনা ছড়ায় ভাওরাগুড়ি এলাকায়। রাতেই স্থানীয় বাসিন্দারা পুলিশ ফাঁড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখায়। শনিবার সকালেও ফাণড়িতে বিক্ষোভ দেখিয়েছে বাসিন্দারা। ৬টি পুলিশের গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে বাসিন্দাদের একাংশের বিরুদ্ধে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শূন্যে গুলি চালানোর কয়েক দফায় পুলিশ লাঠি চালায়।

ওড়িশা-অন্ধ্রে মৃত মোট ৪৮
গত কয়েক দিন বৃষ্টির জেরে জলমগ্ন ওড়িশা আর অন্ধ্র উপকূলের বেশ কয়েকটি এলাকা। জলে ডুবেছে রেললাইনও। বাতিল করা হয়েছে বেশ কিছু দূরপাল্লার ট্রেন। বৃষ্টির জেরে ওড়িশা ও অন্ধ্র মিলিয়ে ৪৮ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। এর মধ্যে শুধু অন্ধ্রতেই মারা গিয়েছেন ২৯ জন। ওড়িশায় ১৯ জন। অন্ধ্রের নিচু এলাকা থেকে ৭২ হাজার জনকে উদ্ধার করে নিরাপদ এলাকায় নিয়ে যাওয়া হয়েছে। বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত বালেশ্বর, পুরী প্রভৃতি এলাকায় তিন দিন ধরে ত্রাণের ব্যবস্থা করেছে ওড়িশা সরকার।

মেলেনি পরিচয়
রেল লাইনের পাশে উদ্ধার হওয়া দুই তরুণীর পরিচয় নিয়ে এখনও নিশ্চিত নয় রাজ্য পুলিশ। আজ এক তরুণীর মোবাইল ফোন ঘটনাস্থলের কাছেই ঝোপ থেকে উদ্ধার করা হয়। মোবাইলের নম্বর ঘোষণা করে পুলিশ নিহত মেয়েটির ব্যাপারে তথ্য চেয়েছে। পাশাপাশি, আজ এক তরুণীর সন্ধানে দুই ভাই গুয়াহাটি মেডিক্যাল কলেজ হাসপাতালে আসেন। সেখানে এক ভাই নিহতদের একজনকে তাঁদের বোন হিসাবে শনাক্ত করলেও অন্য ভাই জানান মেয়েটি তাঁদের বোন নয়। ঘটনাটি ধর্ষণ ও হত্যা, না কী স্রেফ দুর্ঘটনা, তাও এখনও পরিষ্কার নয়। মুখ্যমন্ত্রী ঘটনাটি নিয়ে উচ্চপর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন।

অসমে সরকারি পিঁয়াজ প্রকল্প
পিঁয়াজের চড়া দাম মোকাবিলায় অসমে ‘মুখ্যমন্ত্রী পিঁয়াজ প্রকল্প’ চালু হল। এই প্রকল্পে রাজ্য সরকার ২০০০ হেক্টর জমিতে বিজ্ঞানসম্মতভাবে পিঁয়াজ চাষের ব্যবস্থা করবে। অসমের ২১টি জেলায় এই প্রকল্প চালু করা হচ্ছে। রাজ্যে পিঁয়াজের চাহিদা ও জোগানের ব্যবধান ঘোচাতে রাজ্য সরকার ও অসম কৃষি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে উন্নতমানের ‘অ্যাগ্রিফাউন্ড লাইট রেড’ প্রজাতির পিঁয়াজ গাছ রাজ্যের কৃষকদের মধ্যে বিতরণ করা হবে। প্রত্যেক কৃষক অন্তত ৫ হেক্টর জমিতে এই পিঁয়াজ চাষ করবেন। উৎপাদিত পিঁয়াজ সংরক্ষণে প্রয়োজনীয় ব্যবস্থাও নেবে সরকার।

ফের বিস্ফোরণ
উচ্চ নিরাপত্তা বলয়ের মধ্যে ফের বিস্ফোরণ ঘটালো মণিপুরি জঙ্গিরা। আজ সকালে ইম্ফলের প্রাণকেন্দ্র, কাংলা দূর্গের দক্ষিণ দিকের প্রবেশপথে একটি বিস্ফোরণ হয়। আসাম রাইফেল্স-এর জওয়ানদের লক্ষ্য করে ঘটানো ওই বিস্ফোরণে এক জওয়ান জখম হয়েছেন। এই নিয়ে চলতি বছরে তৃতীয়বার, কড়া প্রহরায় থাকা কাংলা দূর্গের প্রবেশপথে জঙ্গিরা বিস্ফোরণ ঘটালো।

বাজপেয়ীর ভাইঝি কংগ্রেসে
বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দিলেন প্রাক্তন প্রধানমন্ত্রী অটলবিহারী বাজপেয়ীর ভাইঝি প্রাক্তল সাংসদ করুণা শুক্লা। এ ঘটনায় অস্বস্তিতে ছত্তীসগঢ়ের রাজ্য বিজেপি। করুণার অভিযোগ, মুষ্টিমেয় কিছু লোক সরকারে দখলদারি চালাচ্ছে। এর ফলে দলে অবহেলিত মনে হচ্ছিল তাঁর। করুণা এক বার বিজেপির টিকিটে লোকসভায় গিয়েছিলেন।

উত্তরাখণ্ডে সাহায্য বিশ্ব ব্যাঙ্কের
উত্তরাখণ্ডের বিপর্যয়ে সাহায্যের হাত বাড়াল বিশ্ব ব্যাঙ্ক। শুক্রবার বিশ্ব ব্যাঙ্ক কর্তৃপক্ষ জানিয়েছেন, ৩ মাসের মধ্যে ত্রাণের জন্য রাজ্যকে ২.৫ কোটি টাকা দেওয়া হবে। জুনে প্রাকৃতিক বিপর্যয়ে খড়কুটোর মতো ভেসে গিয়েছিল ঘর-বাড়ি। প্রাণ হারিয়েছিলেন কমপক্ষে ৫৪০ জন। আজও নিখোঁজ প্রায় সাড়ে পাঁচ হাজার মানুষ। সম্পূর্ণ বিপর্যস্ত হয়েছিল যোগাযোগ ব্যবস্থা, পানীয় জল সরবারহ ও পর্যটন ব্যবস্থাও।

পুরনো খবর:

ভূকম্পন কাশ্মীরে
শনিবার ভোর সাড়ে পাঁচটা। কেঁপে উঠল কাশ্মীরের ডোডা জেলা। রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.১। আবহাওয়া দফতর সূত্রে খবর, এই কম্পনের কেন্দ্র ছিল ভাদেরওয়াহার দক্ষিণ-পূর্বে ১২ কিলোমিটার গভীরে। পুলিশ জানিয়েছে, ওই ভূকম্পে ক্ষয়ক্ষতির কোনও খবর নেই।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.