রাতভর টানা বৃষ্টিতে একটি বাড়ির তিনতলার একাংশ ভেঙে পড়ে মৃত্যু হল বাবা ও ছেলের। শনিবার সকালে ঘটনাটি ঘটেছে পোস্তা থানা এলাকার কটন স্ট্রিটে। মৃতদের নাম রামাশিস মণ্ডল (৫০) এবং সঞ্জয় মণ্ডল (২১)। রামাশিস ওই ভেঙে পড়া বাড়ির কেয়ারটেকার ছিলেন বলে জানিয়েছে পুলিশ। বাড়িটি বহু বছরের পুরনো। এমনকী, ‘বিপজ্জনক’ বাড়ি হিসেবে সেটিকে চিহ্নিত করে কলকাতা পুরসভা অনেক আগেই দেওয়ালে নোটিস আটকে দিয়েছিল। |
ভেঙে পড়া সেই বাড়ি। শনিবার।—নিজস্ব চিত্র। |
পুলিশ সূত্রের খবর, এ দিন সকালে প্রথমে বাড়িটির একতলার একটি অংশ ভেঙে পড়ে। বিকট আওয়াজ শুনে তিনতলার ঘর থেকে নীচে নেমে আসেন রামাশিস ও সঞ্জয়। গোটা বাড়ি ভেঙে পড়তে পারে এই আশঙ্কায় তাঁরা দু’জনেই আবার জিনিসপত্র আনতে উপরে ওঠেন। বাবা ও ছেলে তিনতলায় ওঠা মাত্রই তাঁদের নিয়ে ভেঙে পড়ে বারান্দা ও শৌচাগারের একাংশ। ওই ঘটনার পরে স্থানীয় বাসিন্দারাই দু’জনকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা সঞ্জয়কে মৃত বলে ঘোষণা করেন। এর পরে দুপুরে হাসপাতালেই মারা যান রামাশিস। এ দিন সকালে শহরে আরও দু’টি বাড়ির অংশ ভেঙে পড়ে রাজা নবকৃষ্ণ দে স্ট্রিট এবং সুকিয়া স্ট্রিটে। শোভাবাজার রাজবাড়ির কাছের রাজা নবকৃষ্ণ দে স্ট্রিটে একটি বাড়ির অংশ ভেঙে পড়ে। আর এ দিন সকাল আটটা নাগাদ ভেঙে পড়ে সুকিয়া স্ট্রিটের একটি পরিত্যক্ত বাড়ির একাংশ। ওই দু’টি ঘটনায় হতাহতের কোনও খবর নেই। |