স্বাস্থ্যকেন্দ্রের পরে এ বার এক রেশন পরিবেশকের (ডিস্ট্রিবিউটর) গুদামে হঠাৎ-পরিদর্শনে গেলেন পুরুলিয়া জেলা পরিষদের সভাধিপতি সৃষ্টিধর মাহাতো। শুক্রবার পুরুলিয়া শহরের উপকন্ঠে বরাকর রোডে ওই পরিবেশকের গুদামে হাজির হন তিনি। সঙ্গে ছিলেন জেলা খাদ্য ও সরবরাহ নিয়ামক মণিরুল ইসলাম ও মহকুমা খাদ্য নিয়ামক অমিত গঙ্গোপাধ্যায় ও দফতরের অন্য আধিকারিকরা। গুদামে মজুত রাখা খাদ্যপণ্য তাঁরা খতিয়ে দেখেন। সভাধিপতি বলেন, “ওই গুদামে খাদ্যপণ্য মজুত নিয়ে কিছু অভিযোগ পেয়ে সেখানে পরিদর্শনে গিয়েছিলাম। খাদ্য দফতরের আধিকারিকরা হিসেব নিয়েছেন। রিপোর্ট পেলে প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।” মহকুমা খাদ্য নিয়ামক অমিত গঙ্গোপাধ্যায় বলেন, “মজুত খাদ্যপণ্য সরজমিনে খতিয়ে দেখা হয়েছে। কোনও অসঙ্গতি রয়েছে কি না তা দেখা হচ্ছে।” সংশ্লিষ্ট গুদামের মালিক বিজয় কাটারুকা দাবি করেন, “আমার গুদামে সব কিছু ঠিকই রয়েছে। সেটাই প্রমাণিত হবে।” ওয়েস্টে বেঙ্গল এম আর ডিস্ট্রিবিউটার্স অ্যাসোসিয়েশনের জেলা সম্পাদক দেব কুমার দাঁ বলেন, “বিষয়টি সবে শুনেছি। খোঁজ নিয়ে দেখব।” প্রসঙ্গত কয়েক দিন আগে সভাধিপতি মানবাজার গ্রামীণ স্বাস্থ্যকেন্দ্রে হঠাৎ-পরিদর্শনে গিয়ে ব্লক মেডিক্যাল আধিকারিকের বিরুদ্ধে কিছু অভিযোগ শুনে তাঁকে সরাতে বলেছিলেন। যদিও জেলা স্বাস্থ্য দফতর সূত্রে জানানো হয়েছিল, ওই ভাবে তাঁকে সরানো যায় না।
|
অবরোধ তুলতে গিয়ে জনতার হামলায় পুলিশের গাড়ি ভাঙচুর হল। অবরোধকারীদের বিরুদ্ধে পাল্টা লাঠি চালানোর অভিযোগও উঠল পুলিশের বিরুদ্ধে। শুক্রবার মেজিয়া থানার জোড়সা গ্রামের ঘটনা। যদিও পুলিশ লাঠি চালানোর অভিযোগ অস্বীকার করেছে। ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার রাতে। কয়লাবাহী একটি ডাম্পারের ধাক্কায় কয়েকটি বিদ্যুতের খুঁটি উপড়ে গিয়ে জোড়সা গ্রামের একাংশ বিদ্যুৎহীন হয়ে পড়ে। বাসিন্দারা মেরামতির দাবিতে শালতোড়া-মেজিয়া রাস্তায় অবরোধ শুরু করলে পুলিশের সঙ্গে তাঁদের বচসা বাধে। পুলিশ ডাম্পারটি আটক করতে গেলে উত্তেজনা ছড়ায়। তখনই ওই হামলা চলে বলে অভিযোগ। শুক্রবার সকালে বিদ্যুৎ দফতরের কর্মীরা গিয়ে মেরামতির শুরু করায় আবরোধ ওঠে। ডিএসপি (প্রশাসন) অম্লান ঘোষ বলেন, “পুলিশের সঙ্গে কোনও সংঘাতের ঘটনা ঘটেনি। ডাম্পারটি আটক করে ঘটনার তদন্ত শুরু করেছি।”
|
বৃষ্টি নামলেই নর্দমার জল উঠে পড়ে রাস্তায়। বাঁকুড়া শহরের সিনেমাতলার এলাকায় তাই বাসিন্দাদের জল মাড়িয়েই যাতায়াত করতে হয়। স্থানীয় বাসিন্দা পিঙ্কেশ ঠক্কর ও সঞ্জীব বিষয়ী বলেন, “পুরসভায় বার বার জানানোর পরেও নর্দমা পরিস্কার করা হয় না। তাই নোংরা জল রাস্তা ভাসাচ্ছে।” স্থানীয় কাউন্সিলর প্রতিমা দরিপার দাবি, “নিয়মিত ওই এলাকার নর্দমা সাফ করা হয়। কিন্তু এলাকার কিছু বাসিন্দা ও হোটেলকর্মীরা নর্দমায় আবর্জনা ফেলায় ওই বিপত্তি হচ্ছে।”
|
প্রয়াত শিল্পী মান্না দে-র স্মরণে একটি সঙ্গীতানুষ্ঠান হল সিমলাপালে। বৃহস্পতিবার সন্ধ্যায় সিমলাপাল রবীন্দ্র পাঠচক্র প্রাঙ্গণে অনুষ্ঠানটি হয়। শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়ে নীরবতা পালনের পাশাপাশি তাঁর জীবনী নিয়ে আলোচনা ও গান পরিবেশিত হয়। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় শিল্পী ও বিশিষ্ট জনেরা।
|
কংগ্রেসের দুই পঞ্চায়েত সদস্য যোগ দিলেন তৃণমূলে। তৃণমূলের পুরুলিয়া ২ ব্লক সভাপতি কাঞ্চন দিগর জানান, শুক্রবার দলের বিজয়া সম্মিলনী উপলক্ষে এক অনুষ্ঠানে গোলামারা গ্রাম পঞ্চায়েতের কংগ্রেসের দুই সদস্য তৃণমূলে যোগ দেন। পঞ্চায়েতটি তৃণমূলের দখলে রয়েছে।
|
শুক্রবার শেষ হল প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ আয়োজিত ২৫তম বৃত্তি পরীক্ষা। পরীক্ষা কমিটির অন্যতম মুখপাত্র রঙ্গলাল কুমার জানিয়েছেন, ২১-২৫ অক্টোবর জেলার ৫৫টি পরীক্ষাকেন্দ্রে মোট ৪,৩৩০ জন পরীক্ষা দেয়। |