অস্বাভাবিক মৃত্যু হল এক তরুণ চিত্র সাংবাদিকের। বৃহস্পতিবার রাতে শান্তিনিকেতনের সীমান্তপল্লির ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম শিবাদিত্য রায় (২৬)। বাড়ি সীমান্তপল্লিতে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বিশ্বভারতীর ওই প্রাক্তন ছাত্র কীটনাশক জাতীয় কিছু খেয়ে আত্মঘাতী হয়ে থাকতে পারেন। পুলিশ ও পরিবারের সূত্রে খবর, আদতে সিউড়ির বাসিন্দা শিবাদিত্য স্নাতকোত্তর স্তরে পড়াশোনার জন্য শান্তিনিকেতনে এসেছিলেন। বর্তমানে বাবা-মায়ের সঙ্গে সীমান্তপল্লিতে থাকতেন। ওই তরুণ চিত্র সাংবাদিক সম্প্রতি একটি আন্তর্জাতিক সংবাদসংস্থার ভুবনেশ্বর শাখায় যোগ দিয়েছিলেন। দিন কয়েক আগে ছুটি নিয়ে বাড়ি ফিরেছিলেন। বৃহস্পতিবার রাতে বমি করার শব্দ পেয়ে শিবাদিত্যকে প্রায় অচৈতন্য অবস্থায় তাঁর পরিবারের লোক জন উদ্ধার করেন। তাঁকে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় বোলপুর হাসপাতালে। চিকিৎসকেরা শিবাদিত্যকে মৃত বলে ঘোষণা করেন। শুক্রবার তাঁর দেহের ময়না-তদন্ত হয়েছে। অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ।
|
গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটে ৬০ নম্বর রানিগঞ্জ-মোড়গ্রাম জাতীয় সড়কের উপরে, রামপুরহাট থানার মনসুবা মোড় সংলগ্ন এলাকায়। পুলিশ জানায়, মৃতের নাম মিঠুন লেট (৩০)। বাড়ি রামপুরহাট থানার খরুণ গ্রামে। ঘটনায় আরও এক যুবক আহত অবস্থায় রামপুরহাট হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ ও স্থানীয় সূত্রের খব, ওই যুবক একটি বাইকের পিছনে এক জনকে বসিয়ে রামপুরহাট থেকে বাড়ি ফিরছিলেন। পথে একটি গাড়ি তাঁদের ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাস্থলেই যুবকটির মৃত্যু হয়।
|
বাংলায় বিজেপি একক ভাবে সমস্ত আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে। শুক্রবার বোলপুরে এ কথা বলেন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিংহ। তিনি বলেন, “কংগ্রেস, সিপিএম যে পথে হেঁটেছে সেই একই পথে তৃণমূল হাঁটছে। পুলিশ-প্রশাসনকে সেই একই কায়দায় ব্যবহার করছে তৃণমূল। আসলে বাংলায় কোনও পরিবর্তনই হয়নি।” এ দিন বোলপুরে কয়েকশো কর্মী সমর্থকদের নিয়ে বৈঠক করার পরে সাংবাদিক সম্মেলনে তিনি তৃণমূলকে আক্রমণ করে আরও বলেন, “বাংলা ভাগ হবে না। ভাগ হতে দেব না। কিন্তু মুখ্যমন্ত্রী যেটা করছেন, তাতে পাহাড়ের সমস্যা আরও ঘোরালো হবে। গোর্খা, লেপচা বিভাজন তৈরি হচ্ছে।”
|
শুক্রবার দুপুরের পর থেকে ব্যাপক বৃষ্টি হওয়ার জন্য হিংলো জলাধার থেকে সাড়ে ১২ হাজার কিউসেক জল ছাড়ে সেচ দফতর। খয়রাশোলের বিডিও মহম্মদ ইসরার বলেন, “রানিগঞ্জ-মোরগ্রাম জাতীয় সড়কের উপরে থাকা হিংলো কজওয়ে দিয়ে জল বইবে। এ জন্য শনিবার অর্ধেক সময় যান চলাচল ব্যাহত হওয়ার সম্ভাবনা রয়েছে। কিছু গ্রামেও জল ঢোকার আশঙ্কা রয়েছে। এ ব্যাপারে পুলিশ ও স্থানীয় পঞ্চায়েতকে সতর্ক করা হয়েছে।”
|
এক কিশোরীর দেহ উদ্ধার করল পুলিশ। শনিবার দুপুরে ম বীরভূমের মহম্মদবাজার থানার চৌবাট্টার ঘটনা। পুলিশ জানিয়েছে, মৃতের নাম জাহিদা খাতুন (১৭)। বাড়ি স্থানীয় পলাশগুনি গ্রামে। বৃহস্পতিবার বিকেল থেকে ওই কিশোরী নিখোঁজ ছিল। তাঁর পরিবারের দাবি, জাহিদা প্রকৃতির ডাকে সাড়া দিতে গিয়ে আর ফেরেনি। এ দিন প্রতিবেশী গ্রাম চৌবাট্টা লাগোয়া একটি পুকুর থেকে তার দেহ মেলে। ওই কিশোরীর বাবা থানায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে মেয়েকে খুনের অভিযোগ জানিয়েছেন। অন্য দিকে, তারে মেলা কাপড় নামাতে গিয়ে বিদ্যুত্স্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক অবসরপ্রাপ্ত সিভিল ইঞ্জিনিয়রের। শুক্রবার সন্ধ্যায় রামপুরহাটের ঘটনা। পুলিশ জানায়, মৃতের নাম তপন সাহা (৬৬)। পুলিশের অনুমান শর্ট সার্কিটের ফলে ওই ঘটনা ঘটেছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু হয়েছে। |