টুকরো খবর
অসুস্থকে দেখে সাহায্য তিন স্কুল ছাত্রের
সকালের ব্যস্ত ফালাকাটা চৌপথি। রাস্তার এক পাশে জটলা দেখে সাইকেল থামিয়ে দাঁড়িয়ে পড়ল তিন কিশোর। পিঠে স্কুল ব্যাগ। ভিড় ঠেলে এগিয়ে যেতেই ওদের চোখে পড়ল অচৈতন্য অবস্থায় এক যুবক পড়ে। দীর্ঘক্ষণ তিনি ওই অবস্থায় পড়ে থাকলেও কেউ তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করেনি জেনে নিজেরাই রিকশা ডেকে তাঁকে ফালাকাটা হাসপাতালে ভর্তি করানোর ব্যবস্থা করে দ্বাদশ শ্রেণির ওই তিন ছাত্র। বুধবার সকালের ঘটনা। ঘটনাচক্রে হাসপাতালে চিকিত্‌সা করাতে এসে মেখলিগঞ্জের এক বধূ যুবককে চিনতে পেরে তাঁর বাড়িতে খবর দেন। বৃহস্পতিবার যুবকের বাড়ির লোকেরা এসে হাসপাতাল থেকে বাড়ি ফিরিয়ে নিয়ে গিয়েছেন। যাওয়ার আগে ধন্যবাদ দিয়ে গিয়েছেন ওই তিন ছাত্রকে। কর্মসূত্রে কেরলে থাকতেন কোচবিহারের মেখলিগঞ্জের বাসিন্দা কৃষ্ণ বর্মন। তাঁর পরিবার সূত্রে জানা গিয়েছে, ট্রেনে চেপে তিনি বাড়িতে ফিরছিলেন। ট্রেনে কোনও সহযাত্রী তাঁকে মাদক মেশানো কোনও খাওয়ার খাইয়ে বেঁহুশ করে টাকা পয়সা, ফোন লুঠ করে নেয় বলে অভিযোগ। এরপরে তিনি ফালাকাটা স্টেশনে নেমে চৌপথি এলে ফের সংজ্ঞা হারিয়ে ফেলেন বলে বৃহস্পতিবার চিকিত্‌সকদের জানিয়েছেন। কৃষ্ণবাবুর দাদা সত্যনাথ বর্মন বলেন, ‘‘ওই তিন ছাত্র যে উপকার করেছে, তা ভোলার নয়। ওঁরা জীবনে উন্নতি করুক।” ওই তিন ছাত্র ছাত্র সঞ্জয় সরকার, ইসমাইল হক এবং আমিদুল মিঁয়া অবশ্য নিজেদের কৃতিত্ব দাবি করতে রাজি নয়। সঞ্জয় বলেন, “এক যুবক অসহায় ভাবে পড়ে রয়েছে, আর সকলে চারপাশে দাঁড়িয়ে দেখছে। কেউ তাঁকে হাসপাতালে নিয়ে যাচ্ছে না এটা মানতে পারিনি।” হাসপাতালের চিকিত্‌সক সুদীপ্ত হালদার বলেন, “বড়দেরও ওদের তেকে শিক্ষা নেওয়া উচিত।”

অসুস্থ ঘিসিং, ভর্তি হলেন নার্সিংহোমে
অসুস্থ হয়ে পড়ায় বৃহস্পতিবার ভোরে দার্জিলিং পার্বত্য পরিষদের প্রাক্তন চেয়ারম্যান তথা জিএনএলএফ সুপ্রিমো সুবাস ঘিসিংকে মাটিগাড়ার একটি নার্সিংহোমে ভর্তি করানো হয়েছে। দুর্বলতা এবং রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন তিনি। তবে তাঁর অবস্থা স্থিতিশীল। শারীরিক পরিস্থিতি নিয়ে ভয়ের কোনও কারণ আছে বলে মনে করছেন না নার্সিংহোম কর্তৃপক্ষ। সে কারণে মেডিক্যাল বোর্ড তৈরি করে চিকিত্‌সার প্রয়োজনীয়তা এখন দরকার হয়নি। নার্সিংহোমে তাঁর ছেলে চিকিত্‌সার বিষয়টি দেখভাল করছেন। পরিবারের ঘনিষ্ঠ কেউ ছাড়া বাইরের কার সঙ্গে এ দিন দেখা করতে চাননি ঘিসিং। পরিবারের তরফে নার্সিংহোম কর্তৃপক্ষকে তা জানিয়ে দেওয়া হয়েছে। ২০০৭ সালে পাহাড়ে মোর্চার উত্থানের পরে দাজির্লিং ছাড়েন সুবাস ঘিসিং। তারপরে একাধিকবার মোর্চার বাধায় তিনি পাহাড়ে যেতে পারেননি বলে অভিযোগ। ২০০৮ সাল থেকে জলপাইগুড়ি শহরের অরবিন্দনগরের একটি ভাড়া বাড়িতে গিয়ে তাকতে শুরু করেন। সেখান থেকেই পাহাড়ের জিএনএলএফ কর্মীদের সঙ্গে তিনি যোগাযোগ রাখেন। এরপরে চলতি বছরের এপ্রিল মাসে তিনি জলপাইগুড়ি ছেড়ে শিলিগুড়ির খাপরা ইল এলাকার লিচু বাগানের একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করেন। নতুন করে পাহাড়ে সংগঠনিক কাজকর্ম করতে শুরু করেন ঘিসিং।

আবাসনে নেই পরিকাঠামো, অবস্থান-ক্ষোভ
আবাসনে বিভিন্ন পরিকাঠামো গড়ে তোলা এবং সুযোগ সুবিধার কথা বলা হলেও তা মিলছে না অভিযোগ তুলে প্রোমোটারদের অফিসের সামনে অবস্থান বিক্ষোভ দেখান ফ্লাটের আবাসিকদের একাংশ। বৃহস্পতিবার শিলিগুড়ির সেবক রোডে ঘটনাটি ঘটেছে। তাঁদের অভিযোগ, আবাসিকরা প্ল্যাটের দেখভাল এবং আবাসন চত্বর সাফসুতরো রাখতে নির্ধারিত ফি নিয়মিত দিয়ে তাকেন। তার পরেও বিভিন্ন পরিষেবা ঠিক মতো মিলছে না। বুধবার বিকেল থেকে আবাসনের বৈদ্যুতিক সংযোগ ব্যবস্থা বিকল হয়ে পড়ে। পানীয় জল সরবরাহ ব্যবস্থায় সমস্যা দেখা দেয়। এর পরেই এ দিন সকালে সেবক রোডের দুই মাইলে প্রমোটারের বাসভবন তথা অফিসের সামনে প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ অবস্থানে বসেন আবাসিকদের একাংশ। ঘন্টা দুয়েক অবস্থান বিক্ষোভ চলার পর প্রমোটার সংস্থার কর্মকর্তারা তাদের সঙ্গে আলোচনায় বসেন। পরে সমস্যা মিটিয়ে নেওয়া হয় বলে ওই আবাসনের আবাসিকদের তরফে পরমেশ্বরলাল কেডিয়া, সঞ্জয় সিনহালরা জানিয়েছেন। আবাসিকদের একাংশের অভিযোগ, সেবক রোডের কাছে ওই আবাসনে সুইমিং পুল, জিম, গাড়ির রাখার যথাযথ ব্যবস্থা নিরাপত্তা ব্যবস্থা গড়ে তোলার কথা জানানো হয়েছিল। অথচ সে সব অনেক কাজই যথাযথ হয়নি। বর্ষায় অনেকের ঘরের ছাঁদ চুঁইয়ে জল পড়ে।

ভাড়া নিয়ে অভিযোগ
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটে গাড়ি ভাড়া দিয়ে প্রাপ্য টাকা পাচ্ছেন না বলে অভিযোগ তুললেন মালিকেরা। গত বছর ৫ অগস্ট শিলিগুড়ি পুলিশ কমিশনারেট তৈরি করে সরকার। কমিশনারেটের আওতায় থাকা বিভিন্ন থানা এবং নানা অফিসের প্রয়োজনে প্রায় দেড়শোটি গাড়ি ভাড়া করা হয়। অধিকাংশ গাড়িই শিলিগুড়ি শহরের বিভিন্ন বেসরকারি সংস্থা বা ব্যক্তির থেকে ভাড়া নেয় পুলিশ। মালিকদের অভিযোগ, গত এক বছর থেকে গাড়ি ভাড়া বাবদ টাকা মেটায়নি পুলিশ। বকেয়া চাইলে গাড়ি বাতিল করে দেওয়ার হুমকিও দিচ্ছেন কিছু পুলিশ অফিসার ও কর্মী। শিলিগুড়ি পুলিশ কমিশনার কারলিয়াপ্পন জয়রামন বলেন, “আশা করছি সমস্যা মিটবে।”

বধূর দেহ উদ্ধার
শোবার ঘরে ঝুলন্ত উদ্ধার হল এক গৃহবধূ। বৃহস্পতিবার শিলিগুড়ি থানার দেশবন্ধুপাড়া এলাকায়। নাম শিপ্রা সরকার (৩৮)। তাঁর দুই ছেলে মেয়ে রয়েছে। এ দিন দেহ উদ্ধার হলেও, দু-তিন দিন আগেই তাঁর মৃত্যু হয়েছে বলে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান। শিপ্রার বাপের বাড়ি বহরমপুরে। বাবা ও জামাইবাবু শিলিগুড়ির রওনা হন।

ক্ষুব্ধ অভিভাবকেরা
অঙ্গনওয়াড়ি কেন্দ্রের খিচুড়ি খেয়ে দুই পড়ুয়া অসুস্থ হয়ে পড়ে বলে অভিযোগ। বুধবারের ঘটনা। বৃহস্পতিবার সকাল থেকে নিম্নমানের চাল-ডাল ব্যবহারের অভিযোগে অভিভাবকেরা শামুকতলার পটটোলা গ্রামের নিম্ন বুনিয়াদি প্রাথমিক বিদ্যালয় লাগোয়া অঙ্গনওয়াড়ি কর্মীদের ৩ ঘন্টা ঘেরাও করে বিক্ষোভ দেখান।

গাঁজা-সহ ধৃত দুই
একশো কেজি গাঁজা-সহ দুই ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করেছে। বুধবার রাতে ময়নাগুড়ির ঝাঝাঙ্গি এলাকায় ছোট গাড়িতে তল্লাশি চালিয়ে ওই গাঁজা উদ্ধার করা হয়। গাঁজাগুলি কোচবিহারের নিশিগঞ্জ থেকে বিহারে পাচারের চেষ্টা হচ্ছিল।

স্মারকলিপি পেশ
ভূটানসীমান্ত লাগোয়া নাগরাকাটা ব্লকের জিতি চা বাগানের জল সমস্যা মেটাতে ব্লক প্রশাসনকে স্মারকলিপি দিল চাম্পাগুড়ি পঞ্চায়েতের সদস্যরা। তাঁরা নদীর জল পানে বাধ্য হচ্ছেন বলে বাসিন্দাদের নালিশ।

মাছ ধরে ধৃত যুবক
ব্যাটারির বিদ্যুতে নদী থেকে মাছ ধরার অভিযোগে বৃহস্পতিবার ডুয়ার্সে ওদলাবাড়ির আন্দাঝোরা থেকে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। পরে ব্যক্তিগত জামিনে তিনি মুক্তি পেয়েছেন বলে জানা গিয়েছে।

সেনাকর্মীর ঝুলন্ত দেহ
এক বায়ুসেনা কর্মীর ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ। বৃহস্পতিবার হাসিমারায়। মৃতের নাম বীরেন্দ্র সিংহ (৪২)। এ দিন কর্মী আবাসনে তাঁর দেহ মেলে।

স্মারকলিপি পেশ
সেনাবাহিনীর পরিত্যক্ত মর্টার ঘিরে বোমাতঙ্ক ছড়াল বাগডোগরায়। বৃহস্পতিবার একটি নালায় মর্টার পড়ে থাকতে দেখে বোমা ভেবে উত্তেজনা ছড়ায়। পরে পুলিশ এসে সেটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অবৈধ নির্মাণ ভাঙার নির্দেশ
বক্সা পাহাড়ের বন্দি শিবির লাগোয়া এলাকায় অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দিল বন দফতর। বৃহস্পতিবার ওই এলাকায় যান বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা জে ভি ভাস্কর। তিনি বলেন, “আজ, শুক্রবার থেকে মঞ্চ ভাঙার নির্দেশ দিয়েছি। তা না হলে পুলিশে অভিযোগ দায়ের করে আইনি ব্যবস্থা নেওয়া হবে। এতদিন বিষয়টি নজরে আসেনি।” ১৯৮১ সালে বক্সা বন্দি শিবিরকে হেরিটেজ ঘোষণা করা হয়। অভিযোগ, তা সত্ত্বেও গোর্খা জনমুক্তি মোর্চার উদ্যোগে ওই এলাকায় অবৈধভাবে একটি পাকা মঞ্চ তৈরি করা হয়। মোর্চার কেন্দ্রীয় কমিটির সদস্য রাজেশ শর্মা বলেন, “দলের সভাপতি বিমল গুরুঙ্গ পঞ্চায়েত ভোটের আগে এলাকায় এলে বাসিন্দারা মঞ্চ তৈরির দাবি জানান। তাঁদের টাকা দেওয়া হয়েছিল। তাঁরাই এলাকা বেছে কাজ করেছিলেন। এখন কী হবে তা বাসিন্দারাই ঠিক করবেন।”





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.