টুকরো খবর
মানবাধিকার কমিশনে পুলিশ কর্তা
পুলিশের বিরুদ্ধে নানা অভিযোগ নিয়ে মানুষ দ্বারস্থ হন মানবাধিকার কমিশনের। এ বার রাজ্যের এক পুলিশ-কর্তাই মানবাধিকার কমিশনের কাছে বিচার চাইলেন। কমিশন সূত্রের খবর, মুর্শিদাবাদের এসপি হুমায়ুন কবীর মানবাধিকার কমিশনে তিন কংগ্রেস নেতা বহরমপুরের বিধায়ক মনোজ চক্রবর্তী, মুর্শিদাবাদের জেলা সভাধিপতি শিলাদিত্য হালদার, বহরমপুর পুরসভার উপপুরপ্রধান সুশীল পালের বিরুদ্ধে মানহানির অভিযোগ দায়ের করেছেন। এসপি জানান, কেন্দ্রীয় মন্ত্রী অধীর চৌধুরীকে গ্রেফতারের পরোয়ানা জারির পরে ৭ অক্টোবর বহরমপুর শহরে মিছিল করে কংগ্রেস। যার নেতৃত্বে ছিলেন মনোজবাবুরা। পুলিশ-কর্তার অভিযোগ, তাঁর পক্ষে ‘মানহানিকর’ প্ল্যাকার্ড ছিল ওই মিছিলে। বৃহস্পতিবার মানবাধিকার কমিশনের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত বিচারপতি অশোককুমার গঙ্গোপাধ্যায় কমিশনের এডিজি এলএল ডঙ্গলকে বিষয়টি তদন্ত করার নির্দেশ দেন। তিন সপ্তাহের মধ্যে তদন্ত-রিপোর্ট জমা দিতে হবে বলে কমিশন সূত্রে জানা গিয়েছে। মনোজ চক্রবর্তীর মন্তব্য, “অধীর চৌধুরীকে মিথ্যা মামলায় জড়িয়ে দেওয়ার প্রতিবাদে ছিল ওই মিছিল। তার মোকাবিলা করতে না পারার হতাশা থেকেই এসপি কমিশনে যাওয়ার সিদ্ধান্ত নেন।”

বর্ধিত মাইনে দেওয়ার নির্দেশ
চাকরিরত অবস্থায় দূরশিক্ষায় এমএ পাশ করা শিক্ষককে এমএ স্কেল অনুযায়ী বেতন দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। চলতি বছরের ২৫ জুলাই বিচারপতি দেবাশিস করগুপ্ত জঙ্গিপুরের জোতকমল হাইকোর্টের শিক্ষক নয়ন পাণ্ডেকে ২০০৩ সালের ২৬ সেপ্টেম্বর থেকে বর্ধিত হারে বেতন দেওয়ার নির্দেশ দেন। বিএ, বিপিএড ডিগ্রিধারী নয়নবাবু ১৯৯৭ সালের মে মাসে ওই স্কুলে সহ শিক্ষক হিসেবে নিযুক্ত হন। এরপর তিনি স্কুল পরিচালন সমিতির অনুমতি সাপেক্ষে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে দূরশিক্ষায় বাংলায় এমএ করেন। ২০০৩ সালে তিনি এমএ পাশ করেন। তারপর তিনি ওই স্কুলে একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা পড়াতেন। স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে তিনি এমএ স্কেল দাবি করেন। স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষা দফতরের কাছ থেকে তিনি কোনও সাড়া না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। আদালত চলতি বছরের ২৫ জুলাই নির্দেশ দেয়, ওই শিক্ষককে এমএ পাশ করার পর থেকে এমএ স্কেল অনুযায়ী বেতন দিতে হবে। স্কুলের প্রধান শিক্ষক শিবশঙ্কর সাহা বলেন, “ওই শিক্ষককে আদালতের রায় সর্ম্পকিত যাবতীয় নথি জমা দিতে বলা হয়েছে। তা পেলে সেই মত ব্যবস্থা নেওয়া হবে।”

মনোনয়নপত্র জমা তৃণমূলের
চাকরিরত অবস্থায় দূরশিক্ষায় এমএ পাশ করা শিক্ষককে এমএ স্কেল অনুযায়ী বেতন দেওয়ার নির্দেশ দিল হাইকোর্ট। চলতি বছরের ২৫ জুলাই বিচারপতি দেবাশিস করগুপ্ত জঙ্গিপুরের জোতকমল হাইকোর্টের শিক্ষক নয়ন পাণ্ডেকে ২০০৩ সালের ২৬ সেপ্টেম্বর থেকে বর্ধিত হারে বেতন দেওয়ার নির্দেশ দেন। বিএ, বিপিএড ডিগ্রিধারী নয়নবাবু ১৯৯৭ সালের মে মাসে ওই স্কুলে সহ শিক্ষক হিসেবে নিযুক্ত হন। এরপর তিনি স্কুল পরিচালন সমিতির অনুমতি সাপেক্ষে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে দূরশিক্ষায় বাংলায় এমএ করেন। ২০০৩ সালে তিনি এমএ পাশ করেন। তারপর তিনি ওই স্কুলে একাদশ-দ্বাদশ শ্রেণির বাংলা পড়াতেন। স্কুল কর্তৃপক্ষের কাছ থেকে তিনি এমএ স্কেল দাবি করেন। স্কুল কর্তৃপক্ষ ও শিক্ষা দফতরের কাছ থেকে তিনি কোনও সাড়া না পেয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। আদালত চলতি ২৫ জুলাই নির্দেশ দেয়, ওই শিক্ষককে এমএ পাশ করার পর থেকে এমএ স্কেল অনুযায়ী বেতন দিতে হবে। স্কুলের প্রধান শিক্ষক শিবশঙ্কর সাহা বলেন, “ওই শিক্ষককে আদালতের রায় সর্ম্পকিত যাবতীয় নথি জমা দিতে বলা হয়েছে। তা পেলে সেই মত ব্যবস্থা নেওয়া হবে।”

পথ দুর্ঘটনায় মৃত্যু যুবকের
পথ দুর্ঘটনায় জখম এক যুবকের মৃত্যু হল। যদিও বছর বাইশের ওই যুবকের পরিচয় জানা যায়নি। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে রঘুনাথগঞ্জ থানার উমরপুরের কাছে একটি লরি ওই যুবককে ধাক্কা মেরে পালিয়ে যায়। স্থানীয় বাসিন্দারা গুরুতর জখম ওই যুবককে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে ভর্তি করেন। হাসপাতালের চিকিৎসকরা জানান, চিকিৎসা চলাকালীনই মৃত্যু হয় ওই যুবকের। ওই যুবকের পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ।

ছাদ থেকে পড়ে মৃত্যু বৃদ্ধার
ছাদ থেকে পড়ে মৃত্যু হয়েছে এক বৃদ্ধার। বুধবারের এই ঘটনায় মৃত গীতা রায়চৌধুরী (৭৫) খড়গ্রামের মজুমদারপাড়ার বাসিন্দা। পুলিশ ও মৃতের পরিবার সূত্রে জানা গিয়েছে, এ দিন সকালে স্নান করার পর ওই বৃদ্ধা ছাদে কাপড় শুকোতে দিতে গিয়েছিলেন। সেই সময় তিনি কোনওভাবে ছাদ থেকে পড়ে যান। গুরুতর জখম অবস্থায় গীতাদেবীকে উদ্ধার করে খড়গ্রাম গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে কান্দি মহকুমা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। চিকিৎসাচলাকালীন মৃত্যু হয় ওই বৃদ্ধার।

ট্রেনের ধাক্কায় মৃত্যু
ট্রেনের ধাক্কায় মৃত্যু বল আসগার নাদাব (২৫) নামে এক যুবকের। মূক ও বধির ওই যুবকের বাড়ি সুতি থানার অরঙ্গাবাদের হক সাহেব মোড়ে। বুধবার দুপুরে রেল লাইন ধরে বাড়ি ফিরছিলেন ওই ব্যক্তি। পিছন থেকে আসা ট্রেনের আওয়াজ তিনি শুনতে পাননি। নিমতিতার কাছে ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হয় আসগারের।

বাসের ধাক্কায় মৃত্যু
বাসের ধাক্কায় মৃত্যু হল এক যুবকের। মৃতের নাম আবু জাহেদ মোল্লা (১৮)। তাঁর বাড়ি চাপড়ার বাঙালঝিতে। বৃহস্পতিবার সকালে মোটর সাইকেলে দুই সঙ্গীকে নিয়ে বাড়ি ফিরছিলেন আবু। সেই সময় চাপড়া চৌরাস্তার কাছে করিমপুরগামী একটি বেসরকারি বাস ধাক্কা মারলে ঘটনাস্থলেই মারা যান ওই যুবক। জখম দুই সঙ্গীকে শক্তিনগর জেলা হাসপাতালে ভর্তি করানো হয়।

হেরোইন বিক্রি, ধৃত
হেরোইন বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করল পুলিশ। বুধবার রাতে রেজিনগরের তকিপুর থেকে ধৃতদের নাম ফজলু শেখ ও নজরুল শেখ। তারা নদিয়ার তেহট্টের বড় নলদা এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, এদের সঙ্গে কোনও বড় চক্র জড়িত কি না তা খতিয়ে দেখা হচ্ছে।

উদ্ধার চোলাই
চোলাই মদ ও মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত করল খড়গ্রাম থানার পুলিশ। বুধবার রাতে থানার ঝিল্লি গ্রামের ঘটনা। পুলিশ জানিয়েছে ১৫০ লিটার চোলাই মদ উদ্ধার করা হয়েছে।

ফের ধর্ষণ
ফের খরজুনায় ধর্ষণের অভিযোগ। বুধবার রাতে প্রাতঃকৃত্য সারতে মাঠে যান বছর পঁচিশের এক মহিলা। সে সময় তাঁকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করল দুই যুবক। জুন মাসে মুর্শিদাবাদের বড়ঞার এই গ্রামেই এক মধ্য বয়স্কা মহিলাকে ধর্ষণ করে খুন করেছিল তাঁরই পড়শি যুবক। ঘটনার পরে জেলা এসপি-র মন্তব্য ঘিরে উত্তাল হয়েছিল মুর্শিদাবাদ। রাজ্য জুড়েও ছড়ায় ক্ষোভ। ধর্ষিতার পরিবার দেখা করেন রাষ্ট্রপতির সঙ্গেও। ঘটনায় অভিযুক্ত প্রকাশ দাস এখন জেলে। মাস চারেকের মধ্যে সেই খরজুনায় ফের ধর্ষণে উত্তপ্ত হয়ে উঠেছে এলাকা। বুধবার রাতেই ঘটনায় জড়িত রাজু শেখ ও সাদ্দাম শেখকে গ্রেফতার করা হয়। তাদের ১৪ দিনের জেল হেফাজত হয়েছে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.