টুকরো খবর
শিকারির খোঁজে তল্লাশি
চোরা শিকারির খোঁজে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে তল্লাশি শুরু করেছে বন দফতর। বক্সা ব্যাঘ্র প্রকল্পের উপক্ষেত্র অধিকর্তা অপূর্ব সেন বলেন, “পুজোর আগে গোপন সূত্রে চোরাশিকারিদের জঙ্গলে ঢুকে পড়ার খবর পাই। তার পরে বিভিন্ন রেঞ্জ এবং বিট অফিসারদের সর্তক করে দেওয়া হয়েছে।” বন্যপ্রাণ ৩ বিভাগের ডিএফও রাজেন্দ্র জাখর বলেন, “ভিনরাজ্যের চোরাশিকারির গতিবিধির খবর আমাদের কাছে রয়েছে। জঙ্গলে টহলদারির সময় নতুন মুখ দেখা যায় কিনা তা নজর রাখতে বনকর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে।” বছরখানে ধরে বক্সা ব্যাঘ্র প্রকল্পের জঙ্গলে বেশ কয়েকটি হাতির মৃত্য নিয়ে রহস্য তৈরি হয়। মৃত হাতির দাঁত কেটে নেওয়ার অভিযোগও ওঠে। গত মার্চ মাসে রাজাভাতখাওয়ার ৬ নম্বর কম্পার্টমেন্ট একটি হাতির দেহ থেকে ছররাগুলি পাওয়া যায়। সেটিরও দাঁত মেলেনি বলে অভিযোগ। সম্প্রতি সেপ্টেম্বর মাসে কুমারগ্রামের বালাপাড়া এলাকায় একটি হাতির দেহ উদ্ধার হয়। সে ক্ষেত্রেও দাঁত কেটে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। প্রতিটি ক্ষেত্রেই চোরাশিকারিদের জড়িত থাকার অভিযোগ ওঠে।

থানা চত্বরেই মৃতদেহে দু’ঘণ্টা ঝাড়ফুঁক ওঝার
সর্পদষ্ট হয়ে মৃত এক বালকের দেহ ময়না-তদন্তে পাঠানোর আগে নিয়ে আসা হয়েছিল হাবরা থানায়। সেই সুযোগে থানা চত্বরেই ভ্যানে শায়িত মৃতের মুখে ওষুধ গুঁজে প্রায় দু’ঘণ্টা ধরে ঝাড়ফুঁক চালালেন ওঝা। শেষে অবশ্য পুলিশের ধমক খেয়ে এলাকা ছাড়লেন তিনি। বৃহস্পতিবার সকালের ঘটনা। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে ঘুমের মধ্যে সর্পদষ্ট হন হাবরার নগরথুবা এলাকার বাসিন্দা, বছর তেরোর জয়ন্ত বিশ্বাস। তাকে হাবরা স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু বাঁচানো যায়নি। সকালে দেহ থানায় নিয়ে আসা হয় ময়না-তদন্তে পাঠানোর জন্য। সেই সময় জয়ন্তের পরিবারের লোকেরা গুমার নারায়ণকাঠি এলাকা থেকে নীরদ বিশ্বাস নামে এক ওঝাকে ধরে আনেন। তার পরেই ওই কাণ্ড। পুলিশের দাবি, মানবিক কারণে প্রথমে কিছু বলা হয়নি। পরে ওঝাকে হঠিয়ে দেওয়া হয়। হাবরা থানার আইসি অনিল রায় বলেন, “সচেতনতার অভাবেই বহু মানুষ ঝাড়ফুঁকে বিশ্বাস করেন।”

নালার জলে ছেঁড়া তার, মৃত ২২টি সাপ
নালার জল থেকে উদ্ধার হল ২২টি মৃত সাপ। কয়েকটির দেহে পচন ধরেছিল। দিন কয়েক ধরেই উলুবেড়িয়ার ৫ নম্বর ওয়ার্ডের ময়রাপাড়ার থানার আবাসনের পিছনে ওই নালা থেকে দুর্গন্ধ বেরোচ্ছিল। ধোঁয়াও উঠতে দেখেন স্থানীয় মানুষ। দুর্গন্ধে অতিষ্ঠ লোকজন এ দিন সকালে গিয়ে দেখেন ঝোপজঙ্গলে ঘেরা নালার পাশে একটি বিদ্যুতের খুঁটি থেকে ছেঁড়া তার গিয়ে পড়েছে জলে। কয়েকটি সাপের দেহও নালায় ভাসতে দেখা যায়।
এই সেই নালা। মরা সাপ। ছবি তুলেছেন সুব্রত জানা।
খবর যায় কাউন্সিলরের কাছে। খবর দেওয়া হয় বিদ্যুৎ দফতরকেও। দফতরের লোকজন এসে সংযোগ ছিন্ন করে ছেঁড়া তার মেরামত করেন। পরে পুরসভার সাফাইকর্মীরা এসে মরা সাপ উদ্ধার করেন। মৃত সাপ গঙ্গার ধারে পুঁতে দেওয়া হয়েছে।

বিজ্ঞান শিবির
সামুদ্রিক এলাকার প্রাকৃতিক পরিবেশ সম্পর্কে হাতে কলমে ছাত্রছাত্রীদের পাঠ দিতে শুরু হল আবাসিক বিজ্ঞান শিবির। বৃহস্পতিবার থেকে দিঘা জগবন্ধু হাইস্কুলে আয়োজিত ওই শিবিরে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের তেরোটি স্কুলের ১৩০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করছে। জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সঞ্চালন পর্ষদের আর্থিক সাহায্যে মেদিনীপুর বিজ্ঞান কেন্দ্রের পরিচালনায় পাঁচ দিন ব্যাপী ওই শিবির আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চলবে। বৃহস্পতিবার শিবিরের উদ্বোধন করেন কাঁথির সহকারী স্কুল পরিদর্শক ঝর্না গাঁতাইত।

জেগে উঠল দেওয়াল
গত সপ্তাহের ভূমিকম্পে কেঁপে উঠেছিল মধ্য ফিলিপিন্স। তার পরই ভূতত্ত্ববিদদের নজরে এসেছে নতুন তথ্য। রিখটার স্কেলে ৭.২ মাত্রার ভূকম্পনে একটি পাথুরে দেওয়াল তৈরি হয়েছে। ফিলিপিন্সের ভূতাত্ত্বিক মারিয়া ইসাবেল আবিগানিয়া জানান, বোহোলের ওই ভূমিকম্পের ফলে মাটিতে তিন মিটার চওড়া ফাটল দেখা গিয়েছিল। তার পরই সেখানে জেগে উঠেছে দেওয়াল।

নিষিদ্ধ বাজি আটক
চারশো কেজি নিষিদ্ধ বাজি আটক করেছে পুলিশ। বুধবার রাতে, জোড়াসাঁকো থানা এলাকার মদন মোহন বর্মন স্ট্রিট থেকে। তবে কেউ গ্রেফতার হয়নি। একটি ম্যাটাডর থেকে বাজি নামানোর সময়ে ওই বাজি আটক করে গোয়েন্দা বিভাগ। ম্যাটাডরের চালক ও খালাসি পলাতক। গত শনিবার বাবুঘাট থেকে সাতশো কেজি নিষিদ্ধ বাজি আটক হয়েছিল।

ফের অগ্ন্যুৎপাত
তিন বছর পর গত সেপ্টেম্বরেই জেগে উঠেছিল উত্তর সুমাত্রার সিনাবুঙ্গ পর্বতে সুপ্ত আগ্নেয়গিরিটি। সরিয়ে নিয়ে আসা হয় পাশ্ববর্তী গ্রামের প্রায় পনেরো হাজার বাসিন্দাকে। তার পর কেটে গিয়েছে কিছুটা সময়। বৃহস্পতিবার থেকে দেখা গিয়েছে ফের কালো ধোঁয়ায় ঢাকছে আকাশ। এখনও লাভা উৎক্ষেপনের কোনও খবর নেই।

চোরাই কাঠ আটক
একটি ট্রাক-সহ আড়াই লক্ষ টাকার চোরাই সেগুন কাঠ আটক করেছে বন দফতর। বৃহস্পতিবার সকালে চোপড়া থানার বন দফতরের চেকপোস্ট এলাকায়। বন দফতর সূত্রে খবর, ডুয়ার্স থেকে ওই সেগুন কাঠ পাচার হচ্ছিল।

হাতির হানায়
বুনো হাতির হানায় মৃত্যু হল দু’জনের। প্রথম ঘটনাটি ঘটে লখিমপুরে। পুলিশ জানায়, বুনো হাতির পাল গত রাতে ময়নাজুলি গ্রামে তাণ্ডব চালায়। তাদের পায়ে পিষে মৃত্যু হয় জলিয়া দাসের। নগাঁওতে হাতির আক্রমণে আর্কিয়াস তির্কে নামে এক ব্যক্তির মৃত্যু হয়।


First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.