টুকরো খবর
সরকারি বাসের চালককে মার, গ্রেফতার দুই
রাস্তা খারাপ। তাই বাসের গতি কিছুটা কম ছিল। কিন্তু যাত্রীদের একাংশের দাবি, জোরে চালাতে হবে বাস। এই নিয়ে চালকের সঙ্গে কথা কাটাকাটি বাধে কয়েক জনের। পরে গাড়ি থামিয়ে চালককে মারধর করে অপহরণের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হল দুই যাত্রীকে। বৃহস্পতিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আরামবাগ বাসস্ট্যান্ড চত্বরে। গুরুতর আহত অবস্থায় বাস চালক স্বপন দেবনাথকে আরামবাগ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রের খবর, এ দিন বিকেলে ধর্মতলা থেকে আরামবাগ যাচ্ছিল দক্ষিণবঙ্গ পরিবহণ নিগমের একটি বাস। ডানকুনির পর থেকে রাস্তা খারাপ থাকায় বাসটি আস্তে চলছিল। সে জন্য বাসের কয়েক জন যুবক দীর্ঘ ক্ষণ ধরেই চালককে কটূক্তি, গালিগালাজ করছিলেন বলে অভিযোগ। সন্ধ্যা সাড়ে ৭টা নাগাদ বাসটি আরামবাগ সরকারি বাস ডিপোয় পৌঁছতেই বাসে থাকা চার জন যুবক স্বপনবাবুকে মারতে মারতে কেবিন থেকে নামায়। তাঁকে চ্যাংদোলা করে তুলে নিয়ে বাইরে চলে যাওয়ার চেষ্টা করে বলেও অভিযোগ। আশপাশের লোকজন ঘটনা জানতে চাওয়ায় ওই যুবকেরা বলে, স্বপনবাবু চুরি করেছেন। পুলিশ জানায়, বিষয়টি দেখতে পেয়ে স্থানীয় যুবক ও বাস ডিপোর অন্য কর্মীরা চার যুবককে তাড়া করেন।

স্নান করতে নেমে ডুবে মৃত দুই বালক
গঙ্গায় স্নান করতে নেমে ডুবে মৃত্যু হল দুই বালকের। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে শ্রীরামপুরের লক্ষ্মীঘাটে। মৃতদের নাম মহম্মদ জুবের (৯) এবং সরফরাজ আলম (১৪)। দু’জনেরই বাড়ি স্থানীয় আর কে রোডে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দুই বালক আরও কয়েক জন সমবয়সীর সঙ্গে এ দিন সকাল ৮টা নাগাদ লক্ষ্মীঘাটে স্নান করতে যায়। জুবের এবং সরফরাজ কেউই ভাল সাঁতার জানত না। প্রত্যক্ষদর্শীরা পুলিশকে জানান, জলের টানে তলিয়ে যায় ওই দু’জন। নৌকোর মাঝিরা ঘটনাটি দেখে কিছু ক্ষণের মধ্যেই ছেলে দু’টিকে টেনে পাড়ে তোলেন। সঙ্গে সঙ্গে তাদের শ্রীরামপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা দু’জনকেই মৃত ঘোষণা করেন। জুবের স্থানীয় একটি উর্দু মাধ্যম স্কুলের তৃতীয় শ্রেণিতে পড়ত। অন্য জন অন্য একটি উর্দু মাধ্যম স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র ছিল। পুলিশ দেহ দু’টি ময়না-তদন্তে পাঠায়।

ক্ষয়ক্ষতি দেখতে খানাকুলে বেচারাম
ডিভিসি-র ছাড়া জলে প্লাবিত খানাকুলের দু’টি ব্লকের পুনর্গঠন প্রক্রিয়া এবং ক্ষতিগ্রস্ত এলাকাগুলির অবস্থা সরেজমিনে দেখে গেলেন কৃষি প্রতিমন্ত্রী বেচারাম মান্না। বৃহস্পতিবার প্রথমে খানাকুল-১ ব্লকে মিনিট দশেক প্রশাসনিক বৈঠকের পরে এলাকার ক্ষতিগ্রস্ত বিভিন্ন গ্রামে ঘোরেন। তার পরে যান খানাকুল-২ ব্লকে। মাড়োখানা পঞ্চায়েত এলাকায় ঢোকার মুখে হানুয়া গ্রামের কুড়ি ফুট রাস্তাটি সম্পূর্ণ ভেঙে যাওয়ায় এখনও যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন। এলাকার পানশিউলি, ঢলডাঙা, মাড়োখানা প্রভৃতি গ্রামের মানুষেরা মন্ত্রীর কাছে দ্রুত রাস্তা সারানোর দাবি তোলেন। কৃষি ক্ষেত্রেও ক্ষতিপূরণের দাবি-দাওয়া তুলেছেন গ্রামবাসীরা। মন্ত্রী বলেন, “ক্ষয়ক্ষতি নিয়ে শুক্রবার মুখ্যমন্ত্রীকে রিপোর্ট দেব।” মন্ত্রীর সঙ্গে ছিলেন জেলা সভাধিপতি শেখ মেহবুব রহমান-সহ অনেকে।

মান্না দে স্মরণে
মান্না দে-কে শ্রদ্ধা জানালেন শ্রীরামপুরের মানুষ। বৃহস্পতিবার সন্ধ্যায় শহরের হ্যাপি ক্লাবের উদ্যোগে নেতাজি সুভাষ অ্যাভিনিউতে প্রয়াত শিল্পীর প্রতিকৃতি টাঙানো হয়। বহু মানুষ শিল্পীকে ফুল-মালা দেন। মান্না দে-র বহু গান বাজানো হয়।





First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.