টুকরো খবর
জগদ্ধাত্রী পুজো দেখতে
চন্দননগরের জগদ্ধাত্রী পুজো এবং আলোকসজ্জা ঘুরে দেখানোর জন্য বিশেষ ব্যবস্থা করছে কলকাতা ট্রাম কোম্পানি এবং চন্দননগর পুরসভা। আগামী ৯ থেকে ১১ নভেম্বর শীতাতপ নিয়ন্ত্রিত বাস ও সাধারণ বাসে করে দর্শনার্থীদের নিয়ে যাওয়া হবে সেখানে। এসি বাসে যেতে হলে ভাড়া লাগবে ১১০০ টাকা এবং সাধারণ বাসে মাথাপিছু ভাড়া ৬৫০ টাকা করে। সিটিসি সূত্রে জানা গিয়েছে, চা, স্ন্যাকস্, রাতের খাবার এবং পানীয় জলও দেওয়া হবে বাসের যাত্রীদের। এ সবের মূল্য ধরা থাকছে টিকিটের মধ্যেই। ওই তিন দিন দুপুর দেড়টা থেকে আড়াইটের মধ্যে ধর্মতলা থেকে ছাড়বে বাসগুলি। ৩ নভেম্বর কালীপুজোর রাতে একই ভাবে বাসে করে দর্শনার্থীদের বারাসতে নিয়ে যাবেন ট্রাম কর্তৃপক্ষ। সাধারণ বাসে ভাড়া ঠিক হয়েছে ৫৫০ টাকা এবং এসি বাসে ১০৫০ টাকা করে।

টাটা-সিঙ্গাপুর এয়ার জোটে সায় বিদেশি লগ্নি উন্নয়ন পর্ষদের
টাটা সন্স-এর সঙ্গে জোট বেঁধে ভারতে বিমান সংস্থা গড়ার জন্য সিঙ্গাপুর এয়ারলাইন্সের (এসআইএ) প্রস্তাবে সায় দিল বিদেশি লগ্নি উন্নয়ন পর্ষদ। বৃহস্পতিবার এ কথা জানান কেন্দ্রীয় আর্থিক বিষয়ক সচিব অরবিন্দ মায়ারাম। নয়া যৌথ উদ্যোগ সংস্থায় সিঙ্গাপুর এয়ার লগ্নি করবে ৪.৯০ কোটি ডলার। তাদের থাকবে ৪৯% অংশীদারি। বাকি ৫১% টাটার। লগ্নি ৫.১০ কোটি ডলার। সব ছাড়পত্র পেলে ২০১৪-তেই উড়ত পারে প্রস্তাবিত যৌথ উদ্যোগ সংস্থা টাটা এসআইএ এয়ারলাইন্সের বিমান।

আন্তর্জাতিক উৎসব
কেন্দ্রীয় পর্যটন মন্ত্রক আয়োজিত আন্তর্জাতিক পর্যটন উৎসবের মঞ্চ মাতালেন ময়নাগুড়ির ছয় যুবক। ১৮-২০ অক্টোবর অরুণাচল প্রদেশের তাওয়াঙে আমন্ত্রণ পান লোক শিল্পী ভুপেন্দ্রনাথ রায়, শ্যামল হাজরা, শচীমোহন হাজরা, উত্তম হাজরা, সুধাংশু হাজরা, পবিত্র রায়। রাজবংশী সমাজে বিয়ের বাজনা পরিবেশন করেন।

ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে
এখন থেকে আধার কার্ড ব্যবহার করেই খোলা যাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এই পরিপ্রেক্ষিতে দেশে প্রথম ‘ই-কেওয়াইসি’ ব্যবস্থা চালু করল অ্যাক্সিস ব্যাঙ্ক। এতে গ্রাহক ব্যাঙ্কটির শাখায় গিয়ে শুধু নিজের আধার নম্বর ও আঙুলের ছাপ দিয়েই খুলতে পারবেন অ্যাকাউন্ট। প্রাথমিক ভাবে ব্যাঙ্কের এক হাজার শাখায় এই পরিষেবা মিলবে। অক্টোবরের শেষ থেকে দেশে তাদের ২ হাজার শাখায় যা ছড়িয়ে দেওয়া হবে। এই পরিষেবা দিতে ভিসা-র সঙ্গে চুক্তিও করেছে ব্যাঙ্কটি।

অর্থমন্ত্রীর পরামর্শ
আগামী বছরের গোড়ায় ত্রাণ প্রকল্প বন্ধ করতে পারে মার্কিন শীর্ষ ব্যাঙ্ক ফেডারেল রিজার্ভ। তার প্রভাব যাতে ভারতীয় অর্থনীতির উপর না-পড়ে, তা নিশ্চিত করতে নিয়ন্ত্রক সংস্থাগুলিকে কোমর কষার পরামর্শ দিলেন চিদম্বরম। আর্জি জানালেন, এখন থেকেই ব্যবস্থা নেওয়ার। নয়াদিল্লিতে আরবিআই কর্তা, সেবি চেয়ারম্যান ইউ কে সিংহ, আইআরডিএ কর্ণধার টি এস বিজয়নের সামনেই এ কথা বলেন তিনি।

নয়া গয়নার সম্ভার
নতুন গয়নার সম্ভার ‘গৌরী’ আনল তানিশ্‌ক। সংস্থার দাবি, দেবী দুর্গার কথা মাথায় রেখেই এই সম্ভার আনা হয়েছে। এতে আছে হার, কানের দুল, আংটি মিলিয়ে ৫২ ধরনের নানা নকশার গয়না।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.