গিলানি-পুত্রের মুক্তির জন্য শর্ত তালিবানের
সংবাদ সংস্থা • লাহৌর |
বন্দি জঙ্গিনেতাদের মুক্তি দিলে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির অপহৃত ছেলেকে ছেড়ে দেওয়া হতে পারে বলে জানাল এখানকার জঙ্গি সংগঠন তেহরিক ই তালিবান। গত ৯ মে মুলতান থেকে গিলানি-পুত্র আলি হায়দারকে অপহরণ করেছিল জঙ্গিরা। তার ঠিক দু’দিন পরেই পাকিস্তানে সাধারণ নির্বাচন ছিল। গিলানি জানিয়েছেন, জঙ্গি গোষ্ঠীর মুখপাত্র আবু ইয়াজিদ তাঁকে ছেলের কণ্ঠস্বর শুনিয়েছেন। তাতে আলি হায়দারকে বলতে শোনা গিয়েছে, “রাওয়ালপিন্ডির আদিয়ালা জেলে বন্দি তালিবানের বেশ কয়েক জন গুরুত্বপূর্ণ নেতাকে ছেড়ে দেওয়ার শর্ত দিচ্ছে ওরা।” প্রাক্তন প্রধানমন্ত্রী এই ব্যাপারে কথা বলছেন গুপ্তচর সংস্থার সঙ্গেও। ২০০৯ সালে মালকান্দ এবং সোয়াটে তালিবানের বিরুদ্ধে গিলানি সরকারের সেনা অভিযানের বদলা নিতেই গিলানির ছেলেকে অপহরণ করা হয়েছিল বলে জানিয়েছে ওই মুখপাত্র। তালিবানের এ হেন শর্তের প্রেক্ষিতে গিলানি জানান, হায়দার ইতিমধ্যেই পাক সরকারের কাছে অপহরণকারীদের শর্ত মেনে নেওয়ার আর্জি জানিয়েছেন। তাঁর দাবি, তিনি সুস্থ নন। তাঁকে সারিয়ে তুলতে চিকিৎসার কোনও উদ্যোগও নিচ্ছে না তালিবান।
|
ওবামাকে নিয়ে কুৎসা, সাজা কর্মীর
সংবাদ সংস্থা • ওয়াশিংটন |
মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার বিরুদ্ধে কুৎসা রটাচ্ছিলেন তাঁরই প্রশাসনের এক কর্মী। তিনি আমেরিকার জাতীয় নিরাপত্তা পরিষদের সঙ্গে যুক্ত। নাম জোফি জোসেফ। সূত্রের খবর, কিছু দিন আগেই ‘ন্যাটসেকওঙ্ক’ নামে টুইটারে একটি ভুয়ো অ্যাকাউন্ট খুলেছিলেন তিনি। সেই অ্যাকাউন্ট থেকেই পরিচয় গোপন করে ওবামা-প্রশাসন নিয়ে নানা সমালোচনা শুরু করেন। তা থেকে বাদ পড়েননি বিদেশসচিব জন কেরি এবং প্রতিরক্ষাসচিব চাক হেগেলও। আর ‘ন্যাটসেকওঙ্ক’-এর টুইট দেখে সেখানে মন্তব্য করেন বহু লোক। তার মধ্যে একটি টুইট ছিল: “বিদেশ নীতি নিয়ে কোনও অভিজ্ঞতা না থাকলেও কেরি দেশের বিদেশসচিব।” এ ছাড়া সিরিয়া প্রসঙ্গে নিয়েও বেশ কিছু কথা বিভিন্ন টুইটে উঠে এসেছে। এ কথা জানাজানির পর তদন্তের নির্দেশ দেন খোদ ওবামা। তাতে জানা যায় এই ঘটনার সঙ্গে যুক্ত তাঁর নিজের প্রশাসনেরই ওই কর্মী। বরখাস্ত করা হয়েছে জেফিকে। জেরায় তিনি দোষ স্বীকার করে নিয়েছেন। |