ওঁর ছবির কারিগরির বিশেষত্ব হল ক্যামেরায় তোলা ডিজিটাল ছবিকে ক্যানভাসের উপর ফুটিয়ে তোলা। আগামী পঁচিশে অক্টোবর থেকে শুরু হচ্ছে তাঁর তৃতীয় প্রদর্শনী ‘আওয়ার বিউটিফুল প্ল্যানেট’। শুধুমাত্র জন্তু-জানোয়ারের ছবিরই প্রদর্শনী নয়। এখানে থাকবে গোরোংগোরোর মৃত আগ্নেয়গিরির উপরে সূর্যাস্ত। ব্রাজিলের রঙিন ম্যাকাও, সেরেঙ্গেটির দ্রুতগতির চিতা, মাসাইমারায় উটপাখির দল।
দুর্দান্ত কিছু ল্যান্ডস্কেপও থাকবে, যেমন পিটার্সবার্গের ক্যানেল থেকে নিউজিল্যান্ডের প্রিন্সটাউন, জয়শলমেরের প্যালেস থেকে কলোরাডোর গ্র্যান্ড ক্যানিয়ন। |
ওঁর ভবিষ্যতের ইচ্ছে বেজিং থেকে লাসা (সতেরো হাজার ফুটের ওপর দিয়ে ট্রেন ভ্রমণ) ও কানাডিয়ান রকি যাত্রা। সুমন্ত্রবাবু সমুদ্র থেকে পাহাড়, বিলাসবহুল শহর থেকে ঘন
অরণ্যে ঘুরে বেড়াচ্ছেন শুধু ফোটোগ্রাফির নেশার জন্য নয়,
অর্জিত অর্থের প্রায়
সবটাই তিনি দান করেন ক্যানসার রুগিদের চিকিৎসাকল্পে। |