পাহাড় থেকে বরফে
সুদূর অ্যান্টার্কটিকায় ভাসমান বরফ খণ্ড থেকে রাজস্থানের রুক্ষ মরুভূমি, পেরুর মাচুপিচুর ঐতিহাসিক ইনকা সভ্যতা থেকে মহারাষ্ট্রের টাডোবা অরণ্যের নরখাদক বাঘ। এমনকী লাদাখের বৌদ্ধ স্তূপ থেকে দক্ষিণ আফ্রিকার ঘন জঙ্গল। সবই কিন্তু একসঙ্গে দেখতে পাওয়া যাবে এক ছাদের তলায়। সুমন্ত্র বন্দ্যোপাধ্যায়ের তৃতীয় প্রচেষ্টা ‘আওয়ার বিউটিফুল প্ল্যানেট’ এক্সিবিশন। দক্ষিণ কলকাতার ইমামি টাওয়ার্সে। সুমন্ত্র পেশায় ইঞ্জিনিয়ার। বর্তমানে অ্যাডভাইসর টু চেয়ারম্যান, সিইএসসি। মার্কিন যুক্তরাষ্ট্রে স্কুলবেলা থেকেই ছবি তোলায় বিশেষ ভাবে আকৃষ্ট হন তিনি। বিশ্বের আনাচে কানাচে লুকিয়ে থাকা বিস্ময়কে মানুষের সামনে হাজির করাই তাঁর লক্ষ্য ছিল। প্যারিসের আইফেল টাওয়ার থেকে বীরভূমের খোয়াই নদী, মার্কিনদের বিনোদন ভূমি লাস ভেগাস থেকে বেজিংয়ের নিষিদ্ধ নগরী গত পাঁচ বছর ধরে তিনি বিশ্বের প্রায় অর্ধেকটা ঘুরে বেড়িয়েছেন দুর্দান্ত কিছু মুহূর্তকে ফ্রেমবন্দি করার জন্য।
ওঁর ছবির কারিগরির বিশেষত্ব হল ক্যামেরায় তোলা ডিজিটাল ছবিকে ক্যানভাসের উপর ফুটিয়ে তোলা। আগামী পঁচিশে অক্টোবর থেকে শুরু হচ্ছে তাঁর তৃতীয় প্রদর্শনী ‘আওয়ার বিউটিফুল প্ল্যানেট’। শুধুমাত্র জন্তু-জানোয়ারের ছবিরই প্রদর্শনী নয়। এখানে থাকবে গোরোংগোরোর মৃত আগ্নেয়গিরির উপরে সূর্যাস্ত। ব্রাজিলের রঙিন ম্যাকাও, সেরেঙ্গেটির দ্রুতগতির চিতা, মাসাইমারায় উটপাখির দল।
দুর্দান্ত কিছু ল্যান্ডস্কেপও থাকবে, যেমন পিটার্সবার্গের ক্যানেল থেকে নিউজিল্যান্ডের প্রিন্সটাউন, জয়শলমেরের প্যালেস থেকে কলোরাডোর গ্র্যান্ড ক্যানিয়ন।
ওঁর ভবিষ্যতের ইচ্ছে বেজিং থেকে লাসা (সতেরো হাজার ফুটের ওপর দিয়ে ট্রেন ভ্রমণ) ও কানাডিয়ান রকি যাত্রা। সুমন্ত্রবাবু সমুদ্র থেকে পাহাড়, বিলাসবহুল শহর থেকে ঘন অরণ্যে ঘুরে বেড়াচ্ছেন শুধু ফোটোগ্রাফির নেশার জন্য নয়, অর্জিত অর্থের প্রায় সবটাই তিনি দান করেন ক্যানসার রুগিদের চিকিৎসাকল্পে।



First Page| Calcutta| State| Uttarbanga| Dakshinbanga| Bardhaman| Purulia | Murshidabad| Medinipur
National | Foreign| Business | Sports | Health| Environment | Editorial| Today
Crossword| Comics | Feedback | Archives | About Us | Advertisement Rates | Font Problem

অনুমতি ছাড়া এই ওয়েবসাইটের কোনও অংশ লেখা বা ছবি নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা বেআইনি
No part or content of this website may be copied or reproduced without permission.